Bengali GK Mock Test Online Part-5 | Sopoth.in

Bengali GK Mock Test Online Part-5 | বাংলা GK Mock Test পর্ব-5


bengali-gk-mock-test-online-part-5


Online GK Mock Test-5 এর সম্পর্কে তথ্য

  • Series এর নাম: Online GK Mock Test
  • Series এর পর্ব: 5
  • মোট প্রশ্নের পরিমাণ: 10 টি
  • প্রতিটি প্রশ্নের মান: 1 নম্বর
  • প্রতিটি প্রশ্নের জন্য সময়: 40 সেকেন্ড
  • Mock Test এর বিষয়: GK Syllabus এর গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় একত্রে

Sopoth.in -এ মক টেস্ট কিভাবে দিতে হবে সেসব নিয়ম গুলি যদি না জানো তাহলে মক টেস্ট বক্সের নিচে গিয়ে বিস্তারিভাবে জেনে নাও তারপর Mock Test শুরু করো।


এবারে নীচের 'Quiz শুরু করো' বোতামের ওপর ক্লিক করে Mock টেস্ট শুরু করো -


Quiz Application

প্রতিটি প্রশ্নের জন্য তুমি 40 সেকেন্ড করে সময় পাবে

সময় শেষ
score:

Quiz এর ফলাফল

মোট প্রশ্ন সংখ্যা:

Attempt করেছো:

সঠিক:

ভুল:

Percentage:


Online Bengali GK Mock Test-5 এর বিস্তারিত নিয়মাবলী

  • সবার প্রথমে মক টেস্ট box - এর "Quiz শুরু করো" বোতামের ওপর ক্লিক করে Mock Test আরম্ভ করতে হবে
  • এর পর তোমার সামনে প্রথম প্রশ্ন দেখানো হবে
  • বাঁ দিকে ওপরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাকী থাকা সময় এর count down দেখানো হবে
  • ডান দিকে ওপরে তোমার এখনো পর্যন্ত প্রাপ্ত নম্বর দেখানো হবে
  • এগুলির নিচে সাদা box এ প্রশ্ন দেখানো হবে ও এর মাথায় প্রশ্নের ক্রমিক নম্বর দেখানো হবে
  • প্রশ্নের নীচে তোমায় পরপর দেওয়া চারটি নীল রঙের box এর মধ্যে চারটি option দেওয়া হবে
  • তোমার ইচ্ছে মতো এই চারটি option এর মধ্যে যেকোনোটির ওপর ক্লিক করে সঠিক উত্তরটি বেছে নিতে পারবে
  • তোমার বেছে নেওয়া উত্তরটি সঠিক হলে সেটি সবুজ রঙে দেখানো হবে, আর ভুল হলে লাল রঙে দেখানো হবে এবং সঠিক উত্তরটিও দেখানো হবে
  • এর পর তুমি "Next প্রশ্ন" বোতামের ওপর ক্লিক করে পরের প্রশ্নে চলে যেতে পারবে
  • এর পর একইভাবে পরের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং পরপর সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে
  • এই ভাবে সমস্ত প্রশ্ন শেষ হয়ে শেষ প্রশ্নে পৌঁছালে তোমার সামনে "Result দেখে নাও" বোতাম দেখানো হবে
  • এই "Result দেখে নাও" বোতামের ওপর ক্লিক করে তুমি তোমার পারফরমেন্স দেখে নিতে পারবে
  • Result এর বক্সে মোট প্রশ্ন সংখ্যা, কতগুলি attempt করেছ, কতোগুলি সঠিক হয়েছে, কতগুলি ভুল হোয়েছে এবং তোমার প্রাপ্ত নম্বরের percentage পরপর দেখানো হবে।
  • এগুলির নীচে দেওয়া "আবার শুরু করো" বোতামের ওপর ক্লিক করে পুনরায় প্রথম থেকে Online GK Mock Test টি দিয়ে নিতে পারবে
  • এর নিচে দেওয়া "প্রথমে ফিরে যাও" বোতামের ওপর ক্লিক করে আবার Mock Test এর প্রথম অবস্থায় ফিরে যেতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ