PDF Download Process

Sopoth.in -এ PDF ডাউনলোড করার পদ্ধতি


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏


▶️Sopoth.in -এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পিডিএফ গুলি তোমরা কীভাবে ডাউনলোড করবে সেই পদ্ধতি এই পেজে বিস্তারিতভাবে আলোচনা করা হলো, নিচে পিডিএফ ডাউনলোড পদ্ধতির প্রতিটি স্টেপ পরপর দেখে নাও:-


PDF Download করার পদ্ধতি


▶️প্রথম পদ্ধতি:

  • যে কোন PDF ডাউনলোড পোষ্টের লাস্টে দেওয়া "Download PDF" লিংক -এ ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে
  • ডাউনলোড শুরু না হলে, তোমার সামনে দুটি বা তার বেশি অপশন আসবে, একটি - 'Drive (Google Drive)' আর অপরগুলি 'Browser (Google Chrome বা অন্যান্য Browser)'
  • তুমি যেকোনো ব্রাউজার সিলেক্ট করবে
  • তারপর যদি 'Only Once' এবং 'Always' - এভাবে দুটি অপশন আসে, তাহলে 'Always' সিলেক্ট করবে
  • এরপর থেকে যখনই আমাদের ওয়েবসাইটে কোনো PDF ডাউনলোড করার জন্য Download PDF লিংক এর ওপর ক্লিক করবে, তোমার ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে।

▶️দ্বিতীয় পদ্ধতি:

  • তোমার Browser -এ আগে থেকে 'Drive' (Google Drive) সিলেক্ট করা থাকলে, Download PDF লিংকে ক্লিক করার পর PDF টি অটোমেটিক Google Drive -এ খুলে যাবে
  • সেক্ষেত্রে তোমাকে Google Drive এর উপরে ডানদিকে থাকা 'তিনটি ডট (Three Dot)' চিহ্নের ওপর ক্লিক করতে হবে
  • তারপর নিচ থেকে একটি Pop-up window বেরিয়ে আসবে, যেখানে বিভিন্ন অপশন দেওয়া থাকবে
  • সেখানে কয়েকটি অপশন এরপর 'Download' অপশন পাবে, এই 'Download' অপশনে ক্লিক করলেই PDF ডাউনলোড শুরু হয়ে যাবে।
  • তোমার ব্রাউজার থেকে যে ফাইল স্টোরেজ অপশনটি (ডিভাইসের ইন্টার্নাল স্টোরেজ বা এক্সটার্নাল মেমোরি কার্ড স্টোরেজ) সিলেক্ট করা থাকবে সেখানে PDF টি ডাউনলোড হয়ে যাবে, তুমি সেই স্টোরেজে গিয়ে 'Download' ফোল্ডারে PDF টি পেয়ে যাবে
  • অথবা, তোমার ফাইল ম্যানেজার অ্যাপে গিয়ে Documents ফোল্ডারেও PDF টি পেয়ে যাবে।