About US

About US Sopoth.in


তোমাকে Sopoth.in -এ স্বাগত!


        


    কে আমরা এবং কেনইবা তুমি আমাদেরকে বেছে নেবে?


    আমরা, "শপথ" Team (Sopoth.in Team) তোমার স্বপ্নের সরকারি চাকরির সমস্ত রকম তথ্যের এবং প্রয়োজনীয় সমস্ত রকম সামগ্রীর সর্বপ্রথম ও সর্বোৎকৃষ্ট উৎস।


    কেনো আমরা আমাদেরকে সর্বোৎকৃষ্ট মনেকরি?


    আমরা নিজেদেরকে সর্বোৎকৃষ্ট মনেকরি কারণ আমরা বিশ্বাস করি যে "সরকারি চাকরিই হল সেই সর্বশক্তিশালী অস্ত্র, যা দিয়ে আমরা শুধুমাত্র আমাদেরকে সুপ্রতিষ্ঠিতই নয় বরং জীবনের অধিকাংশ আর্থিক, সামাজিক ও পারিবারিক সমস্যার সফভাবে সমাধান করতে পারবো!"


    এইকারণে নিজেকে স্বপ্নের সরকারি চাকরির জন্য উপযুক্তভাবে গড়েতোলার শপথ হলো জীবনের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ শপথ!


    আমাদের এই বিশ্বাস-ই আমদের সর্বদা সাহায্য করেছে প্রচেষ্টা চালিয়ে যেতে এবং প্রেরনা যুগিয়েছে আমদের বিশ্বাসকে এই জ্ঞান-উৎসের মাধ্যম Sopoth.in -এ রূপান্তরিত করতে!


    এবং এই একই কারণে Sopoth.in -এ তোমাদের জন্য সমস্ত রকমের পরীক্ষা প্রস্তুতির সামগ্রী, PDF, Online Mock Test সম্পূর্ণ Free তে উপস্থাপন করা হয়েছে, যাতে তোমরা কোনো রকম অর্থ ব্যায় না করেই পরীক্ষা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত রসদ পেতে পারো বা শুধুমাত্র অর্থের জন্য অন্যদের থেকে বিন্দুমাত্র পিছিয়ে না থাকো


    আমাদের বিশ্বাস ও শপথ


    # আমাদের বিশ্বাস আমাদের Sopoth.in তুমি এবং তোমার স্বপ্নের চাকরির অন্তর্বর্তী যোগসূত্র ও মাধ্যম হিসাবে কাজ করবে!


    # আমদের বিশ্বাস এমন অন্য কোনো ওয়েবসাইট নেই যারা তোমাকে তোমার স্বপ্নের চাকরি অর্জনের সাহায্যে আমদের মতো সম্পূর্ণভাবে নিয়োজিত, সমর্পিত ও প্রতিজ্ঞাবদ্ধ!


    # আমরা শপথ গ্রহণ করেছি Sopoth.in -এ প্রতিটি তথ্য ও সামগ্রী কঠোর পরিশ্রম সত্বেও যথোপযুক্ত নির্ভুলতা ও নিষ্ঠার সঙ্গে উপস্থাপন করতে!


    # আমরা শপথ গ্রহণ করেছি তোমাকে তোমার স্বপ্নের চাকরি প্রাপ্তিতে সম্পূর্ণ সাহায্য করতে!!!


    আমাদের সন্তুষ্টি ও আশা


    # আমরা যদি তোমার স্বপ্নের চাকরি প্রাপ্তিতে বিন্দু মাত্র সাহায্যে আসতে পারি তাহলে আমাদের সমস্ত কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে করবো!!!


    # আশাকরি তুমি ততদিন পর্যন্ত আমাদের সহযোগিতা উপভোগ করবে যতদিন পর্যন্ত আমারা আমাদেরকে তোমার সহযোগিতায় অর্পণ করতে উপভোগ করবো!


    তোমার যেকোনো ধরনের প্রশ্ন বা সমস্যা বা উপদেশ থাকলে প্লিজ সেয়ার করতে কোনো রকম দ্বিধা বোধ করবে না!


    আন্তরিকতার সঙ্গে,

    Sopoth.in Team



    Contact US


    যেকোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে লেখা ইমেল আইডি (Email ID) -

    contact.sopoth.in@gmail.com 


    অথবা Contact US Page -এ গিয়ে Contact ফর্ম এর মাধ্যমে যোগাযোগ করতে পারো।