WBP কনস্টেবল নিয়োগ প্রিলি পরীক্ষা, PMT, PET, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট বিস্তারিত তথ্য | Sopoth.in

ডাবলুবিপি কনস্টেবল নিয়োগ পরীক্ষা পদ্ধতি, প্রিলিমিনারি পরীক্ষা, PMT ও PET, মেডিক্যাল, ডকুমেন্ট ভেরিফিকেশন | WBP Constable Exam Pattern, Result 2021, PET PMT, Medical Exam & Document Verification


পশ্চিমবঙ্গ-পুলিশ-কনস্টেবল-প্রিলি-ফাইনাল-ডকুমেন্ট-ভেরিফিকেশন-মেডিকেল-পরীক্ষা
পশ্চিমবঙ্গ পুলিশের সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️যারা পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়েছো তাদের অনেকেই WBP কনস্টেবল পরীক্ষার ও নিয়োগের সমস্ত ধাপ, যেমন - প্রিলিমিনারিমেন পরীক্ষার ধরণ, WBP এর শারিরীক ম্যাপজপ কিভাবে করা হয়, WBP এর দৌড় পরীক্ষা কিভাবে হয়, WBP Document Verification (ডকুমেন্ট ভেরিফিকেশন) কিভাবে হয় এবং WBP Medical Test (মেডিক্যাল টেস্ট) কিভাবে করা হয়, সে সমন্ধে সম্পূর্ণ ভাবে জানো না।

দেখো যেহেতু তোমাদেরকে এই সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই হবে, তাই তোমাদের উচিত এই পরীক্ষা গুলির সমস্ত ধাপ ও এগুলি সম্পর্কে সমস্ত তথ্য ভালোভাবে যেনেরাখা, নাহলে ভবিষ্যতে তোমাদের এইসব পরীক্ষা চলাকালীন বিভিন্নভাবে হয়রান হতে হবে।

তাই আর দেরি না করে চলো পরীক্ষার সমস্ত তথ্য গুলো সম্পর্কে সম্পূর্ণভাবে জেনেনিই -

▶️নিচে দেওয়া সূচিপত্র -এর বিভিন্ন point এর ওপর ক্লিক করে তোমার প্রয়োজন মতো যেকোনো তথ্যে চলে যেতে পারো -


    WBP কনস্টেবল পরীক্ষার সমস্ত ধাপ (WBP Exam Stages in Bengali)


    ▶️WBP Constable 2021 Exam Pattern তথা নিয়োগ এর ধাপ গুলি হলো -
    • সবার প্রথমে প্রিলিমিনারী লিখিত পরীক্ষা
    • তারপর শারিরীক ম্যাপজপ পরীক্ষা ( অর্থাৎ PMT - Physical Measurement Test)
    • এরপর শারিরীক সক্ষমতা পরীক্ষা (অর্থাৎ PET - Physical Efficiency Test)
    • চতুর্থতে হবে ফাইনাল লিখিত পরীক্ষা (Final Written Test)
    • এরপর হবে ইন্টারভিউ বা Personality Test
    • তারপর Document Verification এবং
    • সবশেষে Medical Test বা Medical Examination

    প্রতিটি ধাপ এবারে বিস্তারিত ভাবে পর পর দেখে নাও -

    প্রিলিমিনারি পরীক্ষা 2021 (WBP Priliminary Exam)


    ▶️প্রিলিমিনারী পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য গুলি হলো -
    • WBP Priliminary পরীক্ষাতে মোট 100 টি 1 নম্বরের প্রশ্ন থাকে, অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা হয়। এই 100 টি প্রশ্ন থাকে তিনটি বিষয় থেকে, যথা - G.K ও G.A, ম্যাথ এবং G.I ও রিজনিং
    • G.K ও G.A থেকে মোট 50 টি প্রশ্ন থাকে, ম্যাথ থেকে মোট 30 টি প্রশ্ন থাকে এবং G.I ও রিজনিং থেকে একসঙ্গে 20 নম্বর থাকে
    • Priliminary পরীক্ষা খাতায় ও কলমে অর্থাৎ লিখিত মাধ্যমে হয় এবং উত্তর OMR sheet এ করতে হয়
    • প্রতিটি ভূল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকে ¼ বা .25 নম্বর
    • এবং উত্তর করার জন্য মোট সময় 1 ঘণ্টা দেওয়া হবে

    2020-21 WBP কনস্টেবল প্রিলি পরীক্ষার রেজাল্ট তারিখ - WBP Constable Priliminary Exam Result Date 2020-21


    তোমাদের WBP কনস্টেবল 2020-21 প্রিলিমিনারী পরীক্ষার রেজাল্ট 11th March 2022, শুক্রবার WBP এর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এ প্রকাশিত হয়েছে। তোমরা এই লিংক👉WBP Result 2020-21 -এ ক্লিক করে তোমাদের কনস্টেবল পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবে।


    এবারে মেন পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলো নিচে জেনে নাও -

    মেইন পরীক্ষা 2021 - (WBP Main Exam)


    ▶️ ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য গুলি হলো -
    • WBP Main পরীক্ষা তে মোট 85 টি 1 নম্বরের প্রশ্ন থাকে, অর্থাৎ মোট 85 নম্বরের পরীক্ষা হয়। এই 85 টি প্রশ্ন থাকে চারটি বিষয় থেকে, যথা - G.K ও G.A, ম্যাথ, G.I ও রিজনিং এবং English
    • G.K ও G.A থেকে মোট 25 টি প্রশ্ন থাকে, ম্যাথ থেকে মোট 20 টি প্রশ্ন থাকে, G.I ও রিজনিং থেকে একসঙ্গে 15 নম্বর থাকে এবং English থেকে মোট 25 টি প্রশ্ন থাকে
    • WBP Main পরীক্ষাও লিখিত মাধ্যমে হয় এবং OMR sheet এ উত্তর করতে হয়
    • Main পরীক্ষাতেও negative marking থাকে, প্রতিটি ভূল উত্তরের জন্য ¼ বা .25 নম্বর করে
    • Main পরীক্ষাতেও উত্তর করার জন্য মোট সময় দেওয়া হয় 1 ঘণ্টা

    নীচে শারীরিক মাপজোপ পরীক্ষা সম্পর্কে সমস্ত তথ্য দেখে নাও -

    শারীরিক মাপজোপ পরীক্ষা (Physical Measurement Test - PMT)


    ▶️PMT পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য গুলি হলো -
    • Priliminary পরীক্ষাতে পাস করার পর তোমাকে PET ও PMT পরীক্ষা অর্থাৎ শারিরীক ম্যাপজপ পরীক্ষা ও শারিরীক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে
    • তোমার PET ও PMT পরীক্ষা কোন মাঠে হবে তা WBP ওয়েবসাইটে notice এর মাধ্যমে জানিয়ে দেও হবে। মাঠে PET ও PMT এর জন্য দেওয়া অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এবং যাদের OBC সার্টিফিকেট রয়েছে তাদেরকে তাদের OBC সার্টিফিকেট Renew করে নিয়ে যেতে হবে। তোমাদের PET ও PMT পরীক্ষা সাধারণত দুপুরের দিকে হয়ে থাকে, তাই তোমাদের সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে।
    • প্রথমে তোমাদের PMT পরীক্ষা হয়, অর্থাৎ প্রথমে শারিরীক ম্যাপজপ করা হয় এবং তারপর PET পরীক্ষা বা দৌর নেওয়া হয়।
    • PMT এর ঠিক আগে তোমার একটি ফটো তোলা হবে এবং তারপর হাতের আঙ্গুলের ছাপ অর্থাৎ fingerprint বায়োমেট্রিক নেওয়া হবে
    • এরপর তোমার উচ্চতা মাপা হবে এবং তারপর বুকের ছাতির মাপ নেওয়া হবে। বুকের ছাতির মাপ প্রথমে না ফুলিয়ে ও তারপর ফুলিয়ে দুবার নেওয়া হবে। তোমাদের এই সমস্ত ম্যাপজপ ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে নেওয়া হবে।
    • এর পর তোমাদের ওজন মাপা হবে, তোমার নূন্যতম ওজন 57 কেজি হতে হবে। যাদের ওজন 57 কেজি এর কম হবে, তাদের বাদ দিয়ে দেওয়া হবে, তাই তোমাদের কারোর ওজন 57 কেজির কম থাকলে সে যেভাবে পারবে ওজন 57 কেজি করে নিয়ে তবেই PET ও PMT পরীক্ষা দিতে যাবে।


    এবারে নিচে শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও -

    শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Efficiency Test - PET)


    ▶️PET পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য গুলি হলো -
    • ওজন মাপার সঙ্গে সঙ্গে তোমাদের PMT পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তোমাদের বুকে বা পিঠে একটি serial নম্বর আটকে দেওয়া হবে, এবং একটি টুপি দেওয়া হবে, জেটিতে লাগানো সেন্সরে তোমরা মাঠে কত পাক রান করছ তা অটোমেটিক ভাবে রেকর্ড হয়ে যাবে। এই দুটি জিনিস কে তোমাদের PET পরীক্ষা অর্থাৎ দৌড় শেষ হওয়া পর্যন্ত নিজের সঙ্গেই রাখতে হবে, এগুলি হারিয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে।
    • এরপর তোমাদের PET পরীক্ষা বা দৌড় পরীক্ষা শুরু হবে, দৌড় এর জন্য মাঠে সাধারণত 20 থেকে 25 জন করে ছেলে ছাড়া হবে।
    • পুরুষ দের দৌড় পরীক্ষা 1600 মিটারের, যেটা তাদের সম্পূর্ণ করতে হবে 6 মিনিট 30 সেকেন্ড সময় এর মধ্যে। এবং মহিলা দের দৌড় পরীক্ষা হবে 800 মিটারের, যেটা আদের সম্পূর্ণ করতে হবে 4 মিনিট সময় এর মধ্যে। এই দৌড় পরীক্ষা কোনো প্রতিযোগীতা নয়, যেখানে তোমাকে সবার আগে শেষ করতে হবে,  নির্দিষ্ট সময় (পুরুষ দের 6 মিনিট 30 সেকেন্ড এবং মহিলা দের 4 মিনিট) -এর মধ্যে নির্দিষ্ট পরিমাণ দৌড় (পুরুষ দের 1600 মিটার এবং মহিলা দের 800 মিটার) যতজন সম্পূর্ণ করতে পারবে তাদের সকলকেই নেওয়া হবে।
    • দৌড় পরীক্ষা হয়ে যাওয়ার পর যারা সফল হবে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গাতে বসতে বলা হবে, এবং তারপর তাদের অ্যাডমিট কার্ড এর ওপর "Passed In PET" লেখা একটি স্টিকার লাগিয়ে দেওয়া হবে এবং তোমাদের সেখান থেকে ছেড়ে দেওয়া হবে।

    PMT ও PET - মাঠ ও দৌড় পরীক্ষার তারিখ


    পুলিশ কনস্টেবলের PMT ও PET পরীক্ষার সম্পর্কে অফিশিয়াল ওয়েবসাইটে কোনরকম নোটিশ বা বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়নি।

    তবে যদি ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের প্রিলি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়, তবে জানুয়ারি মাসের প্রথম দিকে তোমাদের মাঠ বা দৌড় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এবারে ইন্টারভিউ সম্পর্কে নীচে জেনে নাও-

    ইন্টারভিউ (WBP Constable 2021 Interview)


    ▶️WBP Constable এর Interview সম্পর্কে সমস্ত তথ্য, যেমন কোন কোন বিষয় থেকে কি কি প্রশ্ন করা হয়, পার্সোনাল লাইফ সম্পর্কে কি কি জিজ্ঞাসা করা হয়, তোমার কোন কোন চারিত্রিক গুণাবলী যাচাই করা হয় ইত্যাদি জানার জন্যে এই পোস্ট টি দেখে নাও 👉  WBP Constable 2021 Interview in Bengali

    এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে তথ্য-

    ডকুমেন্ট ভেরিফিকেশন (WBP Constable Documents Verification)


    ▶️ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি হলো -
    • ফাইনাল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল Cut Off Marks প্রকাশ করা হবে। ফাইনাল Cut Off অনুযায়ী যারা যারা পাস করবে, তারা WBP Website এ গিয়ে নিজের date of birth ও registration number enter করলে তাদের "Provisionally Selected for WBP Constable" এমন কিছু লেখা দেখাবে। এর মানে হলো তাদেরকে আপাতত WBP Constable হিসেবে বেছে নেওয়া হয়েছে।
    • এই ফাইনাল Cut Off Marks প্রকাশিত হওয়ার কয়এক দিন পর, Provisionally Selected ক্যান্ডিডেট দের নাম তাদের নিজ নিজ local পুলিশ থানায় পাঠিয়ে দেওয়া হয়, এবং তাদেরকে local পুলিশ থানা থেকে ফোন করে ডাকা হয়।
    • এরপর local থানা থেকে তোমাদেরকে R.O অফিসে যেতে বলা হবে, R.O অফিসে থেকে তোমাদেরকে একটি D.V ফর্ম অর্থাৎ Documents Verification form দেওয়া হবে। এবং এই ফর্ম টি তোমাদেরকে সম্পূর্ণভাবে ফিলআপ করতে হবে, তারসঙ্গে তোমার সমস্ত documents এর জেরক্স গেজেটেড অফিসারকে দিয়ে attested করিয়ে ওই ফর্ম এর সঙ্গে যুক্ত করতে হবে, এবং এর সঙ্গে তোমার বাবা ও মায়ের যেকোনো একটি document জেরক্সও যুক্ত করতে হবে।
    • সমস্ত documents এর জেরক্স যুক্ত করা ওই ফর্ম এর এক কপি তোমাদেরকে R.O অফিসে জমা দিয়ে আসতে হবে।
    • এর কয়েক দিন পর তোমাদেরকে S.B অফিস থেকে ফোন করা হবে, এবং তোমাকে ওই D.V ফর্ম এর এবং সমস্ত ডকুমেন্ট এর তিন কপি জেরক্স করে দুই কপি S.B অফিসে ও বাকি এক কপি তোমার নিজের কাছে রাখতে বলা হবে।
    • এরপর তোমার সমস্ত documents ও তোমার সমস্ত qualification নির্দিষ্ট কতৃপক্ষ দ্বারা ভেরিফিকেশন করা হবে। এই ভেরিফিকেশন হতে কিছুদিন সময় লাগবে তারপর তোমায় আবার D.B অফিসে ডাকা হবে এবং তোমার Medical Examination সমন্ধে সমস্ত তথ্য ও নির্দেশাবলী জানিয়ে দেওয়া হবে।

    নিচে মেডিকেল পরীক্ষা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নাও -

    মেডিকেল পরীক্ষা (WBP Medical Examination)


    ▶️WBP Medical Test সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি হলো -
    • D.B অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশন complete হওয়ার দিনই তোমাদেরকে Medical Examination এর জন্য নির্দেশ দিয়ে দেওয়া হবে।
    • সেখানে তোমাদেরকে একটি তথ্যপত্র দেওয়া হবে যেটাতে সমস্ত কিছু লেখা থাকবে কিভাবে কি করতে হবে তার ব্যাপারে।
    • তোমাদেরকে বেশকিছু শারীরিক পরীক্ষা, যেমন - বুকের এক্সরে, ECG, রুটিন Blood Test, রুটিন Urine Test, Spleen এর টেস্ট, Hernia test, গ্লাইকোসুরিয়া টেস্ট, অ্যালবুমিন টেস্ট, knock knee test, flat feet test, হাইড্রোসিল টেস্ট, stammering test, eye test ইত্যাদি করতে বলা হবে নির্দিষ্ট দিনের মধ্যে।
    • এই সমস্ত টেস্ট তোমাকে কোনো সরকারি হাসপাতাল বা কোনো West Bengal Clinical Department দ্বারা অনুমোদিত মেডিক্যাল ল্যাবরেটরি থেকে করিয়ে নিয়ে তাদের রিপোর্ট তৈরি করে রাখতে হবে।
    • এরপর তোমাদের নির্দিষ্ট দিনে পুলিশ সুপািনটেনডেন্ট এর অফিসে ডাকা হবে, এবং সেখান থেকে তোমাদেরকে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে ওই সমস্ত টেস্ট এর রিপোর্ট ও তার সঙ্গে তোমার আঁধার ও ভোটার কার্ড নিয়ে যেতে হবে।
    • সেখানে তোমাদের সমস্ত রিপোর্ট গুলি দেখা হবে এবং তুমি সঠিক ভাবে দেখতে, শুনতে ও কথা বলতে পারো কিনা যাচাই করা হবে এবং তারপর তোমাদেরকে সেখানথেকে চলে আসতে বলা হবে।
    • এরপর কিছুদিন বাদে তোমাদেরকে WBP Constable Training এর জন্য ডেকে নেওয়া হবে।

    কিছু প্রশ্ন - FAQs Related to WBP Constable 2021 Exam Pattern


    1. WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট 2020-21 তারিখ কত? - WBP Constable Priliminary Exam Result?

    ▶️ 2020-21 WBP পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট 11th March 2022 এ WBP এর অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ প্রকাশিত হয়েছে।

    2. পুলিশ কনস্টেবলের মাঠ ও দৌড় পরীক্ষা কত তারিখে হবে? - WBP Constable PMT PET Date?

    ▶️কনস্টেবল এর মাঠ ও দৌড় পরীক্ষা 2022 মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।

    3. পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা কোন মাধ্যমে হয়? - What are the medium of papers for WB Police Constable?

    ▶️WBP কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষা ও মেইন (ফাইনাল) পরীক্ষা উভয়েরই মাধ্যম হলো অফলাইন অর্থাৎ খাতায় ও কলমে।

    4. পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়? - Is calculator permitted during the written exam process of West Bengal police constable?

    ▶️ না, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি ও মেইন (ফাইনাল) লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

    5. আমাকে PMT পরীক্ষায় কি কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে? - Will I get any second chance in PMT Examination?

    ▶️PMT পরীক্ষার ধাপগুলি, যেমন তোমার উচ্চতার পরিমাপ, তোমার বুকের ছাতির পরিমাপ, তোমার ওজনের পরিমাপ ইত্যাদিতে প্রথমবারে যদি ঠিকঠাকভাবে মাপ করা না হয়, তাহলে তোমাকে অবশ্যই দ্বিতীয় সুযোগ দেওয়া হবে, কারণ এগুলোতে খুব বেশি সময় এর প্রয়োজন হয় না। 

    যাদেরকে height অর্থাৎ উচ্চতা বা ছাতির মাপে বাদ দেওয়া হবে, তারা চাইলে শুধুমাত্র ওই দিনেই Board এর Chairman কে তোমাদের শারীরিক ম্যাপজপ পুনরায় করার জন্য আবেদন করতে পারবে, পরে তাদেরকে এ ব্যাপারে আর কোনো সুযোগ দেওয়া হবে না।

    6. আমাকে PET পরীক্ষা তে কি কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে? - Will I get any second chance in PET Examination?

    ▶️না, PET পরীক্ষা অর্থাৎ দৌড় এর পরীক্ষায় তোমায় কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না। প্রথম বারের সুযোগে বা প্রথম বারের চেষ্টায় যারা সফল ভাবে নির্দিষ্ট সময় এর মধ্যে দৌড় সম্পূর্ণ করতে পারবে, শুধুমাত্র তাদেরকেই নেওয়া হবে।

    7. WBP এর ডকুমেন্ট ভেরিফিকেশন এর ধাপ গুলি কি কি? - What are the processes of WBP Constable Document Verification?

    ▶️WBP Document Verification এর ধাপ গুলি সম্পর্কে সমস্ত তথ্য জানার জন্য এই👉 WBP Document Verification এর ওপর ক্লিক করে দেখে নাও

    8. WBP এর মেডিকেল টেস্ট পরীক্ষার ধাপগুলি কি কি? - What are the processes of WBP Medical Test or Medical Examination?

    ▶️WBP Medical Test এর ধাপ গুলির সমস্ত তথ্য জানার জন্য এই👉 WBP Medical Test এর ওপর ক্লিক করে দেখে নাও।

    9. WBP মেডিকেল টেস্ট -এ কি কি শারীরিক পরীক্ষা করতে বলা হয়? - What are the tests I have to do in WBP Medical Examination?

    ▶️WBP মেডিক্যাল টেস্ট এ যেসব পরীক্ষা করতে বলা হয় সেগুলি হলো - বুকের এক্সরে, ECG, রুটিন Blood Test, রুটিন Urine Test, Spleen এর টেস্ট, Hernia test, গ্লাইকোসুরিয়া টেস্ট, অ্যালবুমিন টেস্ট, knock knee test, flat feet test, হাইড্রোসিল টেস্ট ইত্যাদি।

    10. কেউ কি পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ও কনস্টেবল উভয় পদের জন্য একসঙ্গে আবেদন করতে পারে? - Can anyone apply for both of WBP SI and Constable?

    ▶️ হ্যাঁ, তোমার গ্রাজুয়েশন বা স্নাতক ডিগ্রি থাকলে তুমি অবশ্যই এসআই ও কনস্টেবল উভয় পদের জন্যই একসঙ্গে আবেদন করতে পারো।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ