ভারতের জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র GK [PDF Download] | Sopoth.in

ভারতের জাতীয় সংগীত ও জাতীয় স্তোত্র জিকে পিডিএফ ডাউনলোড করে নাও - National Song and National Anthem GK PDF Download in Bengali


Indian-national-anthem-gk-pdf-in-bengali

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের ভারতের জাতীয় স্তোত্র ও জাতীয় সঙ্গীত জিকে পিডিএফ শেয়ার করবো।

জাতীয় সংগীত হলো কোন দেশের দেশ ভক্তিমূলক সেই সংগীত, যা ঐ দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তা বহন করে।


ভারতের জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্র (National Anthem) - "জন গণ মন অধিনায়ক জয় হে" সর্বপ্রথম বাংলা ভাষায় রচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর -ই এই গানের ইংরেজি অনুবাদ করেন, যার নাম "The Morning Song Of India"। এটি প্রথম গাওয়া হয় 1911 সালের 27 শে ডিসেম্বর, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে।


ভারতের জাতীয় সংগীতটির মূল রূপটিতে মোট পাঁচটি স্তবক রয়েছে। কিন্তু, প্রথম স্তবকটিকেই প্রধানত জাতীয় সংগীত রূপে গাওয়া হয়।


ভারতীয় জাতীয় সংগীত এর প্রথম স্তবকটির লিরিক্স


জন-গণ-মন-অধিনায়ক, জয় হে

ভারত-ভাগ্য-বিধাতা!

পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ

বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল-জলধি-তরঙ্গ

তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে,

গাহে তব জয়গাথা।

জন-গণ-মঙ্গল-দায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।


ভারতের জাতীয় সঙ্গীত/ ভারতের জাতীয় গান PDF Download


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে ভারতের জাতীয় সঙ্গীত PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

ভারতের জাতীয়গীত বা রাষ্ট্রগীত (National Song Of India) - "বন্দেমাতরম্" সর্বপ্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়, এবং এটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে শ্রী অরবিন্দ ঘোষ এই গান এর ইংরেজি অনুবাদ করেন। এই গানটি প্রথম গাওয়া হয় 1896 সালের 28 শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে।


এই তালিকাটি জাতীয় স্তোত্র ও জাতীয় সংগীত সংক্রান্ত সমস্ত প্রশ্ন কে কভার করেছে, যা তোমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ।


তাই প্রথমে প্রশ্নগুলি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

সমস্ত রকম চাকরির পরীক্ষা প্রস্তুতির প্রয়োজনীয় সামগ্রী, ফ্রী PDF নোটস পেতে, মক টেস্ট দিতে হোয়াটসঅ্যাপে যুক্ত হও এখানে ক্লিক করে👉 Sopoth.in WhatsApp,

 

ভারতের জাতীয় স্তোত্র ও জাতীয় সঙ্গীত সংক্রান্ত জিকে প্রশ্ন


1. ভারতীয় জাতীয় স্তোত্রের রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর


2. ভারতের জাতীয় স্তোত্র গাওয়ার সময় ঠিক কতক্ষণ?

উত্তর: 52 সেকেন্ড


3. ভারতের জাতীয় স্তোত্র টিকে কবে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয়?

উত্তর: 24 সে জনুয়ারী, 1950 সাল


4. ভারতীয় জাতীয় স্তোত্রের ইংরেজি অনুবাদ কে করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর, এর ইংরেজি নাম- "The Morning Song Of India"


5. ভারতের জাতীয় স্তোত্রের কটি স্তবক রয়েছে?

উত্তর: পাঁচটি


6. ভারতের জাতীয় স্তোত্র প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকায়, 1912 সালে প্রথম প্রকাশিত হয়।


7. প্রথম প্রকাশের সময় জাতীয় স্তোত্র টির নাম কি ছিল?

উত্তর: প্রথম প্রকাশের সময় এর নাম ছিল - "ভারত বিধাতা"।


8. ভারতীয় জাতীয় স্তোত্র টিকে প্রথম কবে গাওয়া হয়?

উত্তর: 1911 সালের 27 শে ডিসেম্বর, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে।


9. সৈন্যবাহিনী জাতীয় স্তোত্র এর স্তবক গাইতে পারে?

উত্তর: সৈন্যবাহিনী কেবল একটি স্তবক -ই গাইতে পারে।


10. কোন সংস্থা এই স্তোত্র টিকে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করে?

উত্তর: ভারতের সংবিধান সভা।


11. ভারতীয় জাতীয় সংগীতের রচয়িতা কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


12. ভারতের জাতীয় সংগীত কত সালে প্রকাশিত হয়?

উত্তর: 1882 সাল


13. ভারতীয় জাতীয় সংগীত টি প্রথম কোন উপন্যাসে প্রকাশিত হয়?

উত্তর: আনন্দমঠ


14. ভারতের জাতীয় সংগীত কে ইংরেজিতে অনুবাদ করেন কে?

উত্তর: অরবিন্দ ঘোষ


15. ভারতের জাতীয় সংগীত প্রথম কত সালে প্রকাশিত হয়?

উত্তর: 1882 সালে


16. ভারতীয় জাতীয় সংগীত প্রথম কবে গাওয়া হয়েছিল?

উত্তর: 1896 সালের 28 শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে।


17. ভারতের জাতীয় সংগীত/ ভারতের জাতীয় গান কি?

উত্তর: ভারতের জাতীয় সংগীত - গান হল: জন গণ মন অধিনায়ক জয় হে।


ভারতের জাতীয় স্তোত্র ও জাতীয় সংগীত জিকে PDF Download করে নাও


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ