পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ও ব্যস্ততম তালিকা PDF Download করে নাও - Largest, Longest, Highest of West Bengal List PDF in Bengali
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ইত্যাদির তালিকা পিডিএফ শেয়ার করবো।
এক বৈচিত্র্যময় দেশের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যেও একাধিক বিস্ময়কর প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বস্তু রয়েছে।
বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ইত্যাদি সম্পর্কে এই তথ্যগুলি শুধুমাত্র মজাদারই নয়, এগুলি তোমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্যেও খুবই গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষা গুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গেরই দীর্ঘতম, উচ্চতম, বৃহত্তম ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে,
তাই আজকে পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ইত্যাদির তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, তালিকাটি দেখে নিয়ে তারপর PDF টি ডাউনলোড করে নাও।
সমস্ত রকম চাকরির পরীক্ষা প্রস্তুতির প্রয়োজনীয় সামগ্রী, ফ্রী PDF নোটস পেতে, মক টেস্ট দিতে হোয়াটসঅ্যাপে যুক্ত হও এখানে ক্লিক করে👉 Sopoth.in WhatsApp,
পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ও ব্যস্ততম এর তালিকা
🎯সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
প্রথম 👉 | |
দ্বিতীয় 👉 |
পশ্চিমবঙ্গের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম ও ব্যস্ততম এর তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
FAQs - প্রশ্ন আকারে দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম ও ব্যস্ততম
1. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি/ সেতুর নাম কি?
জয়ী সেতু (তিস্তা নদীর উপরে, কোচবিহার)।
2. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
গঙ্গা নদী, 520 কিমি পশ্চিমবঙ্গে।
3. পশ্চিমবঙ্গের দীর্ঘতম - বৃহত্তম জাতীয় সড়ক কোনটি?
2 নং জাতীয় সড়ক, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।
4. পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি?
শরৎ সেতু - কোলাঘাট ব্রিজ।
5. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি?
দামোদর প্রকল্প খাল।
6. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি?
সান্দাকফু।
7. পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি/ বাঁধের নাম কি?
ফারাক্কা বাঁধ।
8. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
হাওড়া রেল স্টেশন, 23 টি প্ল্যাটফর্ম।
9. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি?
খড়গপুর রেল স্টেশন, 1072.5 মিটার দীর্ঘ।
10. পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি?
শিয়ালদা রেল স্টেশন।
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!