WBP কনস্টেবল রিক্রুটমেন্ট, মাইনে, প্রিলি পরীক্ষার তারিখ |WBP Constable Recruitment 2021, Salary, Prili Exam Date In Bengali| Sopoth.in

ডাবলুবিপি কনস্টেবলের মাইনে, প্রিলিমিনারী পরীক্ষার তারিখ বিস্তারিভাবে | WBP Police Constable Recruitment Eligibility, Salary, Priliminary Exam Date in Bengali


WBP-Constable-Eligibility-Salary-Prili-Exam-Date
WBP কনস্টেবল নিয়োগ 2021

আজকে তোমার সঙ্গে WBP পুলিশ কনস্টেবল 2021 এর সাধারণ যোগ্যতা, বিশেষ যোগ্যতা, মাইনে, মোট শূন্যপদ, উচ্চতা ও শারীরিক মাপজোপ, প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করবো

তুমি WBP Constable 2021 -এর সাধারণ যোগ্যতা বা Eligibility গুলি হয়তো জানো, কিন্তু তুমি কি WBP Constable 2021- এর বিশেষ যোগ্যতা (Special Eligibility) ও বিশেষ rules গুলি জানো?

WBP Constable হওয়ার জন্য কিছু বিশেষ Rules রয়েছে, যেগুলি তোমায় online আবেদন থেকে শুরু করে, প্রিলিমিনারী পরীক্ষা, PET, PMT এমনকী Main পরীক্ষা তেও মেনে চলতে হবে এবং মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নিতে হবে।

তুমি যদি এইসব special rules গুলি না জানো, তাহলে কোনো চিন্তার বিষয় নেই, কারণ আজকে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

এই সব eligibility ছাড়াও আজকে WBP Constable 2021 Salary, Vacancy DetailsPriliminary Exam date সম্পর্কে জানবো।

তাই আর দেরি না করে চলো start করি, কিন্তু তারা আগে তোমায় Sopoth.in -এ স্বাগত জানাই 🙏

নীচে দেওয়া সূচীপত্র বা Table of Content এর মাধ্যমে প্রয়োজনমতো যেকোনো point এ চলে যেতে পারো-

        
       


    কনস্টেবল যোগ্যতা - Constable Eligibility In Bengali


    WBP Constable Eligibility এর কিছু বিশেষ গুরুত্বপূর্ণ point গুলি নীচে পর পর দেখে নাও-
    • তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ( জন্মগত ভাবে অথবা registration এর মাধ্যমে)
    • তোমাকে অবশ্যই বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে, যদিও এটি দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ি অঞ্চলের subdivision গুলির বাসিন্দা দের ওপর প্রযোজ্য নয়
    • দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ি অঞ্চলের বাসিন্দা দের নেপালী ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে, যদি তারা নেপালী ভাষা কে পরীক্ষার মাধ্যম হিসেবে বেছে নেয়
    • তোমাকে শারিরীক, মানসিক ও চারিত্রিক সমস্ত দিক থেকে সুস্থ এবং WBP Constable হওয়ার যোগ্য হতে হবে

    এবার Eligibility এর বিষয় ভিত্তিক আলাদা আলাদা মানদণ্ড গুলি দেখে নাও-

    বয়স সীমা - WBP Constable Age Limit


    1. তোমার বয়স কমপক্ষে 18 (eighteen) বছর হতে হবে, এবং সর্বাধিক বয়স 27 (twenty seven) বছর হতে হবে।

    2. এবং এই বয়স গণনা করা হবে 01/01/2021 অনুযায়ী

    3. সিডিউল কস্ট (SC) ও সিডিউল ট্রাইব (ST) দের জন্য  বয়স এর ছার রয়েছে 5 বছর অর্থাৎ SC ও ST দের বয়স এর ঊর্ধ্ব সীমা হলো (27+5)=32 বছর।

    4. আদার ব্যাকোয়ার্ড ক্লাসেস (OBC) এর জন্য বয়স এর ছার রয়েছে 3 বছর অর্থাৎ OBC দের বয়স এর ঊর্ধ্ব সীমা হলো (27+3)=30 বছর।

    5. এছাড়া পশ্চিমবঙ্গে কার্যরত ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স (NVF) ও হোম গার্ড (Home Guard) দের জন্যেও বয়স এর ছার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট আইন অনুযায়ী।

    6. কিন্তু সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) দের জন্য বয়স এর কোনো ছার নেই।

    7. এবার WBP Constable Age Limit সম্পর্কে অন্যান্য প্রধান গুরুত্বপূর্ণ বিষয় গুলি নীচে দেখে নাও-
    • তোমার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) -এ নথিভুক্ত জন্ম তারিখ-কেই বয়স -এর চূড়ান্ত ও বৈধ প্রমাণ হিসেবে গণ্য করা হবে
    • তোমাদের OBC-A ও OBC-B ক্যাটাগরি এর যারা ইন্টারভিউ এর জন্য কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউ এ document ভেরিফিকেশন এর সময় নির্দিষ্ট কতৃপক্ষ দ্বারা নতুন ভাবে renew করা OBC-A/OBC-B কার্ড দেখতে হবে। এবং সেই renew এর তারিখ 01.01.2021 এর সাপেক্ষে বিগত 1 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যারা 01.01.2020 এর আগে renew করিয়েছো তাদেরকে পুনরায় renew করাতে হবে
    • OBC-A ও OBC-B এর যেসব প্রার্থীরা নতুন ভাবে renew করা OBC সারটিফিকেট দেখতে ব্যর্থ হবে তাদেরকে আর OBC category এর ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে না। তাদের সাধারণ (General) ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হতেও পারে যদি তারা General ক্যাটাগরির সর্বশেষ ক্যান্ডিডেট দ্বারা প্রাপ্ত নম্বরের সমান নম্বর পেয়ে থাকে। এবং অবশ্যই ভাবে সে General ক্যাটাগরির বয়স সীমার মধ্যে পরে কিনা তাও check করা হবে
    • কারোর OBC certificate এ OBC-A না OBC-B স্পষ্ট ভাবে লেখা না থাকলে তার certificate টি অবৈধ বলে গণ্য করা হবে
    • OBC-A ও OBC-B ক্যাটাগরির যারা তাদের OBC Certificate এর মাধ্যমে বয়স এর ঊর্ধ্ব সীমার ছার চাইবে, তারা ইন্টারভিউ -এর ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় নতুনকরে renewed করা OBC সারটিফিকেট দেখতে না পারলে, তাদের WBP Constable হওয়ার Application তথা প্রার্থী পদ বাতিল করে দেওয়া হবে, যেহেতু তারা OBC ক্যাটাগরির বয়স এর ছার চায় কিন্তু বৈধ প্রমাণপত্র দেখতে ব্যর্থ
    • পশ্চিমবঙ্গে কার্যরত যেসব NVF ও Home Guard রা বয়স এর ছার চাইবে, তারা ইন্টারভিউ -এ qualify করলে, ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় তারা যে NVF বা হোম গার্ড হিসেবে কাজ করেছে সেটার সপক্ষে নির্দিষ্ট ডকুমেন্ট বা সারটিফিকেট দেখতে হবে

    • WBP কনস্টেবলের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি দেখো 👉 WBP Constable Medical Exam, Documents Verification

    এবার দেখে নাও WBP Constable এর qualification-

    শিক্ষাগত যোগ্যতা - WBP Constable Qualification in Bengali


    এখানে Qualification বলতে Educational Qualification -কে বোঝানো হয়েছে। WBP Constable এর জন্য Educational Qualification হলো - WBBSE (West Bengal Board Of Secondary Education) -থেকে মাধ্যমিক পাস অথবা এর সমতুল্য অন্য কোনো ডিগ্রি। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তুমি WBP Constable হতে পারবে।

    WBP Qualification সমন্ধে কিছু গুরুত্বপূর্ণ শর্তাদি গুলি নীচে দেখে নাও-
    • তোমাকে WBP Constable এর Educational Qualification অর্থাৎ মাধ্যমিক এর ডিগ্রি WBP Constable 2021 এর notification যে তারিখ -এ প্রকাশিত হয়েছে ঠিক সেইদিন অথবা তার আগে প্রাপ্ত করতে হবে
    • WBP Constable Recruitment -এর কোনো ধাপে যদি এমন প্রমাণিত হয় যে - তুমি এই Qualification Notification প্রকাশিত হওয়ার পরে প্রাপ্ত করেছো, তাহলে তোমার application বাতিল করা দেওয়া হবে।

    • WBP কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মক টেস্ট দিয়ে নাও👉 Important WBP Constable Mock Test

    এবার WBP Constable 2021 নিয়োগ এর প্রধান ধাপ গুলি দেখে নাও -

    পরীক্ষা পদ্ধতি - WBP Constable Recruitment Procedure


    WBP Constable এর নিয়োগ অর্থাৎ recruitment এর প্রধান ধাপ গুলি হলো -
    • প্রথমে প্রিলিমিনারী লিখিত পরীক্ষা
    • তারপর শারিরীক মাপজোপ পরীক্ষা (PMT - Physical Measurement Test)
    • এরপর শারিরীক সক্ষমতা পরীক্ষা (PET - Physical Efficiency Test)
    • চতুর্থতে ফাইনাল লিখিত পরীক্ষা (Final Written Test)
    • ইন্টারভিউ বা Personality Test
    • এরপর Medical Examination ও Police Verification

    • WBP সিলেবাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলি, যেগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলি জানতে এই পোস্টটি দেখো 👉 WBP Constable Syllabus

    এবার দেখে নাও যে WBP Constable হওয়ার জন্য তোমার height ও শারিরীক মপজপ কত হওয়া প্রয়োজন-

    উচ্চতা ও শারীরিক মাপজোপ - Height and Physical Measurements


    এখানে আমরা Physical Measurements ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা ভাবে দেখে নেব -

    পুরুষদের মাপজোপ -  Physical Measurements for Male Candidates


    WBP Constable হওয়ার জন্য দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া অন্য সব জেলার ছেলেদের height হতে হবে কমপক্ষে 167 সেন্টিমিটার, যা মোটামুটি 5 ফুট 6 ইঞ্চি এর সমান। এদের ওজন হতে হবে কমপক্ষে 57 কেজি এবং বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফালানোর পর হতে হবে 83 সেন্টিমিটার, অর্থাৎ নূন্যতম 78 থেকে তোমাকে কমপক্ষে 5 সেন্টিমিটার বুকের ছাতি ফোলাতে হবে।

    দার্জিলিং ও কালিম্পং জেলার ছেলেদের height হতে হবে কমপক্ষে 160 সেন্টিমিটার যা মোটামুটি 5 ফুট 3 ইঞ্চি এর সমান। এদের ওজন হতে হবে কমপক্ষে 53 কেজি। এবং বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে নূন্যতম 76 সেন্টিমিটার এবং কমপক্ষে 5 সেন্টিমিটার ফোলাতে হবে অর্থাৎ ফোলানোর পর বুকের ছাতি হতে হবে কমপক্ষে 81 সেন্টিমিটার



    শারিরীক মাপ

    পুরুষ Constable

    সমস্ত ক্যাটাগরির পুরুষ (দার্জিলিং ও কালিম্পং ছাড়া)

    দার্জিলিং ও কালিম্পং এর পুরুষ

    উচ্চতা (সেমি তে)

    167

    160

    ওজন (কেজি তে)

    57

    53

    বুকের ছাতি (সেমি তে)

    78 (না ফুলিয়ে) এবং 83 (5 সেন্টিমিটার ফোলানোর পর)

    76 (না ফুলিয়ে) এবং 81 (5 সেন্টিমিটার ফোলানোর পর)


    মহিলাদের মাপজোপ - Physical Measurements for Female Candidates


    মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র height ও ওজন -এরই মপজপ করা হয়।

    WBP Constable হওয়ার জন্য দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া অন্য সব জেলার মেয়েদের নূন্যতম উচ্চতা (minimum height) হতে হবে 160 সেন্টিমিটার অর্থাৎ মোটামুটি 5 ফুট 3 ইঞ্চি এবং ওজন হতে হবে কমপক্ষে 49 কেজি।

    দার্জিলিং ও কালিম্পং জেলার মেয়েদের height হতে হবে কমপক্ষে 152 সেন্টিমিটার অর্থাৎ মোটামুটি 5 ফুট এবং ওজন হতে হবে কমপক্ষে 45 কেজি।



    শারিরীক মাপ

    মহিলা Constable

    সমস্ত ক্যাটাগরির মহিলা (দার্জিলিং ও কালিম্পং ছাড়া)

    দার্জিলিং ও কালিম্পং এর মহিলা

    উচ্চতা (সেমি তে)

    167

    160

    ওজন (কেজি তে)

    57

    53


    এবার দেখে নাও WBP Constable হলে তোমাকে ঠিক কত মাইনে দেওয়া হবে -

    ডব্লিউবিপি কনস্টেবল মাইনে - WBP Constable Salary in Bengali


    7th Pay Commission অনুযায়ী WB Police Constable এর মাইনে (Pay Scale) Level-6 -এর মধ্যে পরে, অর্থাৎ এখন WBP Constable এর মাইনের Pay Matrix হলো - 22,700 টাকা থেকে 58,500 টাকা। এবং Constable পদের Grade Pay হিসেবে আনুমানিক 2,600 টাকা দেওয়া হবে।

    এবার WBP Constable 2021 তে কত গুলি Vacancy রয়েছে দেখে নাও -

    মোট শূন্যপদ - WBP Constable 2021 Vacancy in Bengali


    WBP Constable 2021 এ মোট শুন্য পদের সংখ্যা হলো 8632 টি, যার মধ্যে 7440 টি হলো ছেলেদের অর্থাৎ Constable Male এর জন্য এবং 1192 টি হলো মেয়েদের অর্থাৎ Constable Female এর জন্য।

    এবার General, SC, ST, OBC-A ও OBC-B ক্যাটাগরি অনুযায়ী শুন্য পদ জানার জন্য নিচের টেবিল টি দেখেনাও -

    ক্যাটাগরি ও সাব-ক্যাটাগরি

    শূন্য পদ

    পুরুষ কনস্টেবল

    মহিলা কনস্টেবল

    সাধারণ (Unreserved - UR)

    2640

    423

    সাধারণ (E.C)

    1280

    205

    সিডিউল কাস্ট

    1120

    179

    সিডিউল কস্ট (E.C)

    560

    90

    সিডিউল ট্রাইব

    320

    51

    সিডিউল ট্রাইব (E.C)

    160

    26

    OBC-A

    560

    90

    OBC-A (E.C)

    240

    38

    OBC-B

    400

    64

    OBC-B (E.C)

    160

    26

    মোট

    7440

    1192



    এবার WBP Constable 2021 এর প্রিলিমিনারী পরীক্ষার আনুমানিক তারিখ দেখে নাও -

    প্রিলিমিনারি পরীক্ষার তারিখ - Priliminary Exam Date



    এবার WBP Constable 2021 এর বিশেষ গুরুত্বপূর্ণ Rules ও তথ্য গুলি জেনে নাও যেগুলি তোমাকে নিয়োগ এর বিভিন্ন ধাপে খেয়াল রাখতে হবে-

    গুরুত্বপূর্ণ তথ্য - Most Important Infos Of WBP Recruitment 2021


    WBP Constable 2021 এর বিশেষ গুরুত্বপূর্ণ Rules ও তথ্য গুলি হলো-
    • পরীক্ষার হলে কোনরকম স্মার্ট ফোন, স্মার্ট গ্যাজেট, রেকর্ডিং ডিভাইস বা অন্য কোনো রকম ইলেকট্রনিক যন্ত্র নিয়ে গেলে তার পরীক্ষা তো বাতিল করা হবেই বরং ভবিষ্যতেও তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা
    • কোনো ব্যক্তি একটির বেশি Application করলে তাদের আবেদন বাতিল হবে এবং তাদের আবেদন মূল্যও বাজেয়াপ্ত করা হবে
    • তোমাদেরকে নিয়োগের বিভিন্ন ধাপে WBP এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ADMIT কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র download করে নিতে হবে
    • Application ফর্ম এ দেওয়া সমস্ত তথ্যের কোনোটিই নিয়োগ এর কোনো ধাপে তোমার ডকুমেন্ট এর সঙ্গে না মিললে অর্থাৎ ভূল প্রমাণিত হলে, তোমার আবেদন বাতিল করা হবে
    • পরীক্ষার হলে invigilator বা পরীক্ষা রক্ষণাবেক্ষণকারীর সমস্ত নির্দেশ পালন করতে হবে, না করলে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবং তোমার বিরুদ্ধে নির্দিষ্ট ব্যাবস্থা নেওয়া হবে
    • অন্যান্য রাজ্যের SC, ST, OBC-A ও OBC-B ক্যান্ডিডেট দের General ক্যান্ডিডেট হিসাবেই গণ্য করা হবে
    • Priliminary, PMT, PET, ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ পরীক্ষা এর স্থলে যাওয়ার জন্য সমস্ত খরচ তোমদের নিজেকেই বহন করতে হবে, নিজের দাইত্বেই সেসব স্থানে যেতে হবে, তোমার কোনো রকম ক্ষতির জন্য WBP বোর্ড কোনো ক্ষতিপূরণ দেবে না
    • পরীক্ষার উত্তর পত্রে অর্থাৎ OMR sheet এ কোনরকম আইডেন্টিটি information, যেমন নাম, রোল নম্বর ইত্যাদি লেখা যাবে না, লিখলে তার পরীক্ষা বাতিল করা হবে
    • নিয়োগ এর যেকোনো ধাপে তোমার উচ্চতা বা height পুনরায় মাপা হতে পারে, এমন কি ইন্টারভিউ তেও, এটা সম্পূর্ণ recruitment বোর্ড এর মেম্বার দের ইচ্ছার ওপর নির্ভর করবে
    • পরীক্ষার বিভিন্ন ধাপে শুধুমাত্র সফল হওয়া ক্যান্ডিডেট দেরই ভেরিফিকেশন করার জন্য নির্দিষ্ট আসল প্রমাণপত্র (Original documents) এবং self-attested কপি দেখতে বলা হবে, দেখতে ব্যর্থ হলে তাদের application বাতিল করা হবে
    • যারা দার্জিলিং ও কালিম্পং জেলা থেকে ইন্টারভিউ এর জন্য qualify করবে, তাদের কে ইন্টারভিউ -এর Documents Verification -এর সময় বাসিন্দা প্রমাণপত্র (Domicile Certificate) দেখতে হবে
    • যেসব প্রার্থীরা অন্য কোনো সরকারি চাকরি তে আগে থেকেই কার্যরত রয়েছে, তাদেরকে ইন্টারভিউ এর সময় তাদের অফিস বা কতৃপক্ষের Head এর কাছ থেকে প্রাপ্ত NOC সারটিফিকেট (No Objection Certificate) দেখতে হবে।

    এবার WBP Constable 2021 এর Eligibility অর্থাৎ যোগ্যতা সম্পর্কে কয়একটি প্রশ্ন দেখেনাও -

    কিছু প্রশ্ন - FAQ Related To WBP Recruitment


    1. What is the Salary of a WBP Constable? - একজন 
    WBP Constable এর মাইনে কত?

    বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে একজন WBP Constable এর মাইনে হলো 22,700 টাকা থেকে 58,500 টাকা এর মধ্যে।

    2. How much Height is required to be WBP Constable? - WBP Constable হওয়ার জন্য কত উচ্চতা হতে হবে?

    পুরুষ দের উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার এবং মহিলা দের উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার।

    দার্জিলিং ও কালিম্পং এর এবং ST (Scheduled Tribe) এর পুরুষ দের উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার ও মহিলা দের উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার। 

    3. Is it compulsory to know Bengali language to be WBP Constable? - WBP Constable হওয়ার জন্য বাংলা ভাষা জানা কি আবশ্যক?

    হ্যাঁ,  WBP Constable হওয়ার জন্য তোমাকে ভালোভাবে বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

    4. Are NRI Candidates fit for WBP Constable Eligibility? - NRI ক্যান্ডিডেটরা কী WBP Constable হওয়ার যোগ্য?

    না, WBP Constable হওয়ার জন্য তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা তুমি যে ভারতের permanent resident অর্থাৎ স্থায়ী বাসিন্দা সে সপক্ষে নির্দিষ্ট বৈধ প্রমাণপত্র দেখতে হবে।

    5. What is the maximum age limit of WBP Constable Recruitment 2021? - WBP Constable হওয়ার জন্য সর্বাধিক বয়স সীমা কত?

    General অর্থাৎ সাধারণ ক্যান্ডিডেট দের সর্বাধিক বয়স সীমা হলো 27 বছর, SC ও ST দের জন্য 5 বছর এবং OBC দের জন্য 3 বছরের ছার রয়েছে।


    WBP Constable Recruitment 2021 Eligibility বা Salary বা Vacancy ইত্যাদি নিয়ে তোমার অন্য কিছু জানার থাকলে বা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। 

    WBP Constable এর মাইনে নিয়ে তুমি কি বিস্তারিত জানতে চাও? অর্থাৎ তুমি Net কত টাকা হাতে পাবে, প্রবেশন পিরিওড এর পর অন্যান্য কি কি সুবিধা বা allowance পাবে ইত্যাদি যদি জানতে চাও comment করে জানাও।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ