WBP কনস্টেবল সিলেবাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার- WBP Constable Syllabus 2021 Most Important Chapters| Sopoth.in

WBP পুলিশ কনস্টেবল সিলেবাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সমূহ - WBP Constable Syllabus Most Important Chapters In Bengali


WBP-Constable-Syllabus-2021-In-Bengali
WBP কনস্টেবল সিলেবাস 2021

🔶পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ইতিমধ্যে যে Constable 2021 এর vacancy প্রকাশিত করেছে তার preparation হয়তো তুমি শুরু করে দিয়েছ, কিন্তু তুমি কি WBP পুলিশ কনস্টেবল সিলেবাস 2021 সম্পর্কে সম্পূর্ন ভাবে জানো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ chapter, যেগুলি থেকে প্রশ্নের সংখ্যা সবথেকে বেশি থাকে তা জানো?

যদি না জানো তাহলে কোনো চিন্তার কারণ নেই, কারণ আজকে WBP Constable এর Syllabus সম্পূর্ন ভাবে জানবো এবং গুরত্বপূর্ণ চ্যাপ্টার গুলিও দেখেনেবো।

দেখো বন্ধু Constable 2021 crack করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সিলেবাসকে সম্পূর্ন ভাবে জেনেফেলা ও গুরুত্বপূর্ণ chapter গুলিকে বেশি প্রাধান্য দিয়ে পড়া, যাতে তোমার কাছে কম সময় থাকলেও তুমি কম পড়ে বেশি score করতে পারো।

▶️তাই আর দেরি না করে চল দেখে নিই, কিন্তু তার আগে তোমাকে Sopoth.in -এ হার্দিক ভাবে স্বাগত জানাই!🙏

নিচে দেওয়া সূচিপত্র বা Table of Contents এর মাধ্যমে তোমার প্রয়োজন মতো যেকোনো point -এ চলে যেতে পারো-


    ▶️সিলেবাসের আগে চলো কনস্টেবল রিক্রুটমেন্টের সম্পূর্ণ process টি কয়েকটি গুরুত্বপূর্ণ point এর মাধ্যমে জেনে নিই -

    কনস্টেবল সিলেবাসের সঙ্গে রিক্রুটমেন্টের সমস্ত ধাপ - Important Points Of WBP Recruitment and Syllabus


    ▶️Constable নিয়োগ এর গুরুত্বপূর্ণ ধাপগুলি দেখে নাও -

    1. Recruitment -এ পাঁচটি প্রধান ধাপ রয়েছে-
    • প্রথম ধাপে তোমাকে MCQ based প্রিলিমিনারি রিটেন টেস্ট দিতে হবে, 
    • এর পর Physical measurement test (PMT) বা শারিরীক মাপজপ, 
    • তৃতীয় ধাপে Physical efficiency rest (PET) বা শারিরীক সক্ষমতার পরীক্ষা, 
    • চতুর্থ ধাপে MCQ based Final লিখিত পরীক্ষা এবং 
    • সবশেষে Personality test বা ইন্টারভিউ পাস করতে হবে

    2. Priliminary পরীক্ষা তে মোট 100 টি 1 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ) থাকে এবং প্রতিটি ভূল উত্তর এর জন্য ¼ বা .25 নম্বর কেটে নেওয়া হবে, উত্তর না দিলে কোনো নম্বর কাটা হবে না। এরপর প্রিলিমিনারী পরীক্ষার Cut Off Marks প্রকাশিত করা হবে

    3. Priliminary পরীক্ষা তে Cut Off Marks অনুযায়ী পাস করার পরেই তোমায় PET ও PMT এর জন্য ডাকা হবে

    4. এর পর PET ও PMT তে সফল ভাবে উতীর্ণ হওয়ার পরে তোমায় ফাইনাল পরীক্ষা তে বসতে দেওয়া হবে

    5. Final লিখিত পরীক্ষা তে মোট 85 টি 1 নম্বরের MCQ প্রশ্ন থাকবে এবং প্রতিটি ভূল উত্তর এর জন্য ¼ নম্বর কেটে নেওয়া হবে

    6. ফাইনাল পরীক্ষায় পাস করার পর তোমায় Interview -এ ডাকা হবে এবং তোমার চারিত্রিক গুণাবলী ও এই চাকরির জন্য তোমার উপযুক্ততা যাচাই করা হবে, জেটিতে মোট 15 নম্বর থাকবে। এই ধাপেই তোমার সমস্ত প্রয়োজনীয় documents ও কাগপত্রগুলো check করা হবে

    7. এর পর Final Cut Off Marks প্রকাশ করা হবে, ফাইনাল cut off marks ফাইনাল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মিলিয়ে প্রস্তুত করা হবে

    8. Final Cut Off Marks অনুযায়ী পাস করার পর তোমায় Medical ও DV (Documents Verification) এর জন্য ডাকা হবে এবং Police Verification করা হবে।

    9. সমস্ত ধাপে পাস করার পর তোমায় WBP Constable হিসেবে চয়ণ করা হবে এবং কিছু দিন অন্তর Training এর জন্য ডাকা হবে।

    এছাড়াও WBP Constable Exam 2021 এর সম্পর্কে অন্যান্য অনেক জানার বিষয় রয়েছে যেমন WBP Constable হলে তোমার মাইনে কত হবে, Constable হওয়ার জন্যে তোমার শরীরের কত মাপজোপ ও কত ওজন হওয়া প্রয়োজন, আনুমানিক প্রিলিমিনারী পরীক্ষার তারিখ ইত্যাদি, 

    🎯সেগুলি এই পোস্ট এ গিয়ে জানতে পারবে 👉 WBP কনস্টেবল নিয়োগ 2021 যোগ্যতা, Salary এবং অন্যান্য details

    এবার আমরা প্রিলিমিনারী পরীক্ষার Syllabus নীচে দেখে নেবো-

    WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস - Priliminary Exam Syllabus In Bengali


    ▶️আগেই আলোচনা করেছি যে প্রিলিমিনারী পরীক্ষাতে মোট 100 টি 1 নম্বরের প্রশ্ন থাকে এবার দেখে নাও কোন কোন বিষয় থাকে এবং কোন বিষয় থেকে কটি প্রশ্ন থাকে।

    Priliminary পরীক্ষায় যে বিষয় গুলো থাকে সেগুলি হলো-
    • প্রথম - General knowledge (G.K) এবং General Awareness (G.A)
    • দ্বিতীয় - Elementary Mathematics - প্রাথমিক গণিত ( Madhyamik standard - মাধ্যমিক লেভেল এর) এবং
    • তৃতীয় General Intelligence (G.I) ও Reasoning

    এবারে কোন বিষয় থেকে কত নম্বর থাকে নীচের টেবিল থেকে দেখে নাও-

    বিষয়

    প্রযোজ্য প্রশ্ন ও নম্বর

    G.K ও G.A

    50

    ম্যাথ

    30

    রিজনিং

    20

    মোট

    100


    এবারে দেখেনাও কোন বিষয় -এ কি কি topic বা চ্যাপ্টার রয়েছে -

    1. কনস্টেবল জিকে সিলেবাস - General Knowledge Syllabus


    🔴G.K এবং G.S -এর চ্যাপ্টার গুলি হলো -
    •  History (ইতিহাস)
    • Geography (ভূগোল)
    • Political Science (রাষ্ট্র বিজ্ঞান)
    • Economics (অর্থনীতি)
    • Physical Science (ভৌত বিজ্ঞান)
    • Life Science (জীবন বিজ্ঞান)
    • ভারতের ইতিহাস
    • পশ্চিমবঙ্গের ইতিহাস
    • ভারতের ভূগোল
    • পশ্চমবঙ্গের ভূগোল
    • Current Affairs বা কারেন্ট ইভেন্টস বা সাম্প্রতিক ঘটনাবলী
    • সামাজিক ও অর্থনৈতিক উন্নতি (Socio-economic Development)
    • ভারতীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য (Indian Art, Culture and Heritage)

    ওপরে দেওয়া 13 বিষয় থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, কিন্তু প্রতিটি বিষয় -এর সমস্ত chapter পড়া ও মনে রাখা অনেক কঠিন কাজ এবং এর কোনো প্রয়োজনও নেই, কারণ - সব chapter থেকে প্রশ্ন আসার কোনো গ্যারান্টি নাই কিন্তু এমন কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে প্রশ্ন তো আসেই বরং প্রশ্নের পরিমাণও সবচেয়ে বেশি থাকে।

    তাই WBP GK Syllabus এর প্রতিটি বিষয় এর জন্য আলাদা আলাদাভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলি যদি জানতে চাও তাহলে অবশ্যই নীচে কমেন্ট বক্সে লিখে জানাও।


    2. কনস্টেবল ম্যাথ সিলেবাস - Elementary Mathematics Syllabus


    🔴Math বা গণিত এর চ্যাপ্টার গুলি হলো -
    • সরলীকরণ (Simplification)
    • লসাগু ও গসাগু (L.C.M and H.C.M)
    • অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion)
    • অংশীদারি কারবার (Partnership Business)
    • গড় (Average)
    • সময় ও কার্য (Time and Work)
    • নল ও চৌবাচ্চা (Pipe and Tank)
    • সময় ও দুরত্ব (Time and Distance)
    • ট্রেন সংক্রান্ত সময় ও দুরত্ব (Train related time and distance)
    • নৌকা ও স্রোত (Boat and Stream)
    • শতকরা (Percentage)
    • লাভ ও ক্ষতি (Profit and Loss)
    • সরল সুদ (Simple Interest)
    • জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ (Complex Interest)
    • মিশ্রণ (Mixture)
    • ঘড়ি সংক্রান্ত সমস্যা (Clock related problems)
    • পরিমিতি (Mensuration)
    • বীজগাণিতিক সমীকরণ সম্পর্কিত সমস্যা (Algebraic equation related problems)
    • দশমিক ও ভগ্নাংশ (Decimal and fraction)

    আবারও একই কথা - এখানে মোট 18-19 টি চ্যাপ্টার এর উল্লেখ করেছি সবগুলোই syllabus এ রয়েছে এবং প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, কিন্তু সব chapter থেকে প্রশ্ন আসার কোনো গ্যারান্টি নাই, যদিও কিছু chapter রয়েছে - যেগুলো থেকে একাধিক প্রশ্ন আসে, সেই chapter গুলিতে কি কি ধরনের প্রশ্ন থাকে যদি জানতে চাও তাহলে অবশ্যই নীচে কমেন্ট বক্সে লিখে জানাও।
     
    • 🎯WBP কনস্টেবলের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটি দেখো 👉 WBP Constable Medical Exam, Documents Verification

    3. রিজনিং ও জিআই সিলেবাস - Reasoning and G.I Syllabus


    রীজনিং দুটি অংশে বিভক্ত, যথা- ভার্বাল ও নন-ভার্বাল, এদের চ্যাপ্টার গুলি নীচে দেখে নাও -

    ভার্বাল রিজোনিং সিলেবাস - Verbal Reasoning Syllabus


    🔴ভার্বাল রীজনিং এর chapter গুলি হলো -
    • সংখ্যা শ্রেণী (Number series)
    • বর্ণ শ্রেণী (Alphabet series)
    • শ্রেণী বিভাজন (Classification)
    • সাদৃশ্য (Analogy)
    • সংকেতিকরণ ও অসংকেতিকরন (Coding and Decoding)
    • দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা (Direction based problem)
    • ভেন চিত্র (Ven Diagram)
    • লুপ্ত সংখ্যা নির্ণয় (Finding missing Number)
    • বর্ণমালা সংক্রান্ত সমস্যা (Alphabet based problems)
    • সংখ্যা, বিন্যাস ও ক্রম নির্ণয় (Number, ranking and sequence)
    • গাণিতিক ক্রিয়া (Mathemetical operations)
    • যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস (Logical arrangements of words)
    • বিবৃতি ও সিদ্ধান্ত (Statement and conclusion)
    • রক্তের সম্পর্ক (Blood relation)

    নন-ভার্বাল রিজোনিং সিলেবাস - Non-verbal reasoning Syllabus 


    🔴নন-ভার্বাল রিজোনিং এর চ্যাপ্টার গুলি হলো -
    • দর্পণ প্রতিবিম্ব (Mirror image)
    • জল প্রতিবিম্ব (Water image)
    • অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণকরণ (Completion of incomplete image)
    • কাগজ ভাজকরণ (Paper folding)
    • কাগজ কর্তন (Paper Cutting)
    • গ্রথিত চিত্র সনাক্তকরণ (Spotting out the embedded figures)
    • বিন্দু স্থান নির্ণয় (Dot placement)
    • চিত্রদল গঠন (Grouping of figures)
    • জ্যামিতিক চিত্র গণনা (Counting of geometrical figures)
    • শ্রেণী (Series)
    • সাদৃশ্য (Analogy)
    • শ্রেণী বিভাজন (Classification)
    • ঘনক ও ছক্কা (Cube and Dice)

    ▶️এবার Priliminary Exam সম্পর্কে অন্যান্য important পয়েন্ট গুলি দেখে নাও -
    • Priliminary পরীক্ষা তে মোট 100 নম্বর থাকে যদিও এটি আগে বলেছি
    • Priliminary তে মোট সময় দেওয়া হয় 1 ঘণ্টা
    • প্রিলিমিনরী হবে লিখিত অর্থাৎ হাতে ও কলমে
    • MCQ Question এর উত্তর করার জন্য তোমাকে একটি OMR sheet দেওয়া হবে
    • OMR sheet তোমাকে প্রশ্নপত্র এর আগেই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ উত্তর করার জন্য প্রযোজ্য 1 ঘণ্টা শুরুর আগেই তোমাকে OMR sheet দিয়ে দেওয়া হবে, এই এক্সট্রা সময় দেওয়া হয় যাতে তুমি OMR sheet -এ তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, যেমন তোমার রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি আগেথেকেই লিখেনিতে পারো

    WBP পিলিমিনারি পরীক্ষা -এর syllabus দেখে নেওয়ার পর এবার WBP মেন পরীক্ষা Syllabus -এ কি কি বিষয় আছে ও কি কি chapter আছে দেখে নাও-

    ডব্লিউবিপি পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার সিলেবাস - WBP Constable Main Exam Syllabus In Bengali


    ▶️আগেই আলোচনা করেছি যে মেইন পরীক্ষাতে মোট 85 টি 1 নম্বরের প্রশ্ন থাকে এবং যেযে বিষয় থাকে তা হলো-
    • প্রথম - G.K (General Knowledge) ও G.A (General Awareness)
    • দ্বিতীয় - প্রাথমিক গণিত - মাধ্যমিক লেভেল এর (Elementary Mathematics of Madhyamik level)
    • তৃতীয় - G.I ও Reasoning এবং
    • চতুর্থ - ইংরেজি (English)

    অতএব বুঝতেই পারছ যে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার সিলেবাস প্রায় একই শুধুমাত্র একটিই বিষয় অতিরিক্ত রয়েছে যেটি হলো ইংরেজি, এবার দেখেনাও কোন বিষয় থেকে কত নম্বর থাকে নীচের টেবিল থেকে -

    বিষয়

    প্রযোজ্য প্রশ্ন ও নম্বর

    G.K ও G.A

    25

    ম্যাথ

    20

    রিজনিং

    15

    ইংরেজি

    25

    মোট

    85


    মেইন পরীক্ষার প্রথম তিনটি বিষয় - অর্থাৎ G.K ও G.S, Math এবং Reasoning এর syllabus প্রিলিমিনারি পরীক্ষার syllabus এর সঙ্গে হুবহু এক, তাই Main পরীক্ষায় এই তিনটি বিষয় এর জন্য Priliminary -এর syllabus follow করলেই হয়েযাবে। এবার অতিরিক্ত বিষয় English এর syllabus ও চ্যাপ্টার গুলি দেখেনাও নীচে -

    পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংরেজি সিলেবাস - Main Exam English Syllabus


    🔴ইংলিশে যেযে চ্যাপ্টার বা topic গুলি থাকে সেগুলি হলো -
    • Idioms (বাগধারা) ও Phrases (বাক্যাংশ)
    • One Word substitution (এক কথায় প্রকাশ)
    • Synonyms (সমার্থক শব্দ)
    • Antonyms (বিপরীতার্থক শব্দ)
    • Spelling (বানান)
    • Phrasal verbs
    • Fill in the blanks (শুন্য স্থান পূরণ) with Article and Prepositions
    • Voice Change
    • Narration Change
    • Error Correction বা Spotting Errors (ভূল নির্ণয়)
    • Arrangements of Order of sentences (বাক্যের সঠিক ক্রম নির্ণয়)

    WBP মেইন পরীক্ষার ইংরেজি সিলেবাস -এর এই 11 টি চ্যাপ্টারের কোন গুলি থেকে প্রশ্ন বিগত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি আসছে এবং অন্যান্য গুলি থেকে কম আসছে, সেই সমন্ধে জানতে চাইলে কমেন্ট করে জানাও।

    ▶️এবার WBP মেইন পরীক্ষা সম্পর্কে অন্যান্য important পয়েন্ট গুলি দেখে নাও-
    • মেইন পরীক্ষায় যে 85 টি প্রশ্ন থাকে যার জন্য তোমাকে 1 ঘণ্টা সময় দেওয়া হবে
    • প্রিলিমিনারি পরীক্ষার মতো মেইন পরীক্ষাও খতায় ও কলমে হয়, এর জন্য OMR sheet দেওয়া হয় এবং OMR sheet টি প্রশ্নপত্র দেওয়ার অর্থাৎ প্রযোজ্য 1 ঘণ্টা শুরুর আগেই দেওয়া হয়।
    • মেইন বা ফাইনাল পরীক্ষা হওয়ার কয়েক মাস পর মেইন পরীক্ষার Cut Off বের হয় এবং এই Cut Off এমন ভাবে তৈরি করা হয় যাতে খুব কম সংখ্যক প্রার্থীই ডব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউ এর জন্য কোয়ালিফাই করে। এমন করা হয় যাতে কম সংখ্যক প্রার্থীদের Interview নিতে বোর্ড মেম্বার দের সুবিধে হয়।
    • এই কারণে Main Exam এ ভালো স্কোর করাটা খুবই জরুরি, যাতে Cut Off Marks যতই হোকনা কেন তুমি যেনো খুব সহজেই পাস করে যেতে পারো।

    পুলিশ কনস্টেবল ইন্টারভিউ - WBP Constable Interview Syllabus


    Main পরীক্ষার Cut Off Marks অনুযায়ী সফল ভাবে পাস করার পর তোমাকে ইন্টারভিউ বা Personality Test এর জন্য ডাকা হবে, যেটাতে মোট 15 নম্বর থাকবে।

    ▶️WBP ইন্টারভিউ এর গুরুত্বপূর্ণ তথ্য ও তোমার কোন কোন ব্যাক্তিগত গুণাগুণ গুলি check করা হয় নীচে দেখে নাও -
    • WBP Constable এর ইন্টারভিউ সাধারণত পুলিশের বিভিন্ন অফিস যেমন ডিস্ট্রিক্ট পুলিশ অফিস ইত্যাদি তে হয়ে থাকে, যেটা তোমাকে আগে থেকই জানিয়ে দেওয়া হবে
    • ইন্টারভিউ তে বোর্ড এর কয়েক জন member থাকেন, এবং তাদের কাছে তোমার ফিলআপ করা ফর্ম এর কপি আগে থেকেই মজুত থাকে, সেখান থেকে তোমার personal বিষয়ে বিভিন্ন প্রশ্নও করা হতে পারে
    • তোমার শিক্ষা, পড়াশোনা ও schooling নিয়েও question করা হবে
    • ইন্টারভিউ তে WBP Constable হিসেবে তুমি যোগ্য কিনা তা বিভিন্ন দিক থেকে যাচাই করা হবে
    • তোমার মানসিক ও বৈশ্লেষিক ক্ষমতার যাচাই করা হবে
    • তুমি সমকালীন রাজ্যে ও রাজ্যের বাইরে ঘটমান বিভিন্ন ব্যাপার অর্থাৎ Current Affairs সম্পর্কে সচেতন কিনা যাচাই করা হবে
    • এই সমস্ত বিষয় check করার পর performance অনুযায়ী তোমায় 15 মধ্যে নির্দিষ্ট মার্কস দেওয়া হবে

    ইন্টারভিউ তে প্রাপ্ত মার্কস ও Main Exam -এ প্রাপ্ত মার্কস একসঙ্গে মিলিয়ে ফাইনাল Cut Off Marks প্রস্তুত করা হবে। ফাইনাল Cut Off Marks অনুযায়ী সফল হলে তারপর তোমায় পরবর্তী ধাপের জন্য ডাকা হবে।

    এবারে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস 2021 সম্পর্কে কিছু প্রশ্ন দেখে নাও যেগুলো প্রায়ই জিজ্ঞাস্য থাকে -

    কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - FAQ Related to WBP Constable Syllabus 2021


    1. WBP কনস্টেবল নিয়োগ 2021 এর ধাপ গুলি কি কি? - What is the selection procedure of WBP Constable 2021?

    ▶️WBP কনস্টেবল recruitment এ প্রধান পাঁচটি ধাপ রয়েছে, যথা -
    • প্রিলিমিনারী পরীক্ষা
    • PMT (Physical Measurement Test) অর্থাৎ শারিরীক মাপযোপ
    • PET (Physical Efficiency Test) অর্থাৎ শারিরীক সক্ষমতা পরীক্ষা
    • Main পরীক্ষা এবং
    • ইন্টারভিউ 

    2. WBP কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষা কোন মাধ্যমে হয়? - What is the mode of WBP Constable Priliminary Exam?

    ▶️WBP Constable প্রিলিমিনারী পরীক্ষার মাধ্যম হলো অফলাইন অর্থাৎ খাতায় ও কলমে

    3. WBP Constable Main পরীক্ষা কোন মাধ্যমে হয়? - What is the mode of WBP Constable Main Exam?

    ▶️WBP Constable Main পরীক্ষার মাধ্যমও হলো অফলাইন অর্থাৎ খাতায় ও কলমে

    4. WBP কনস্টেবল এর প্রিলিমিনারী ও Main পরীক্ষায় কি কোনো নেগেটিভ মার্কিং থাকে? - Is there any negative marking in WBP Constable Priliminary and Main Exam?

    ▶️হ্যাঁ, প্রিলমিনারি ও Main উভয় পরীক্ষা তেই ভূল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকে, একটি ভূল উত্তরের জন্য ¼ বা .25 নম্বর কেটে নেওয়া হয়, কিন্তু উত্তর না দেওয়ার জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই।

    5. পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ও কনস্টেবল এর সিলেবাস কি এক? - Is the syllabus of WBP SI and Constable Exam same?

    ▶️ না, পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ও কনস্টেবল এর সিলেবাস আলাদা।

    🔶WBP কনস্টেবল সিলেবাস 2021 সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাস্য থাকলে অবশ্যই নীচে কমেন্ট বক্সে লিখে জানাও।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ