ভারতের প্রথম সমস্ত বিষয় তালিকা [PDF Download]- All First Things of India PDF| Sopoth.in

ভারতের প্রথম সমস্ত বিষয় তালিকা পিডিএফ ডাউনলোড - All First Things of India PDF In Bengali


first-things-in-india-full-list-pdf-in-bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের প্রথম সমস্ত বিষয় সমূহের সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতে ঘটে যাওয়া অথবা নির্মিত বিভিন্ন প্রথম বিষয় সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের প্রথম সমস্ত বিষয় সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতের প্রথম সমস্ত বিষয় সম্পূর্ণ তালিকা


ক্ষেত্রের নাম

প্রথম

প্রথম কলেজ

ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতা

প্রথম মহিলা কলেজ

বেথুন কলেজ

প্রথম মহিলা স্কুল

ব্যাপ্টিস্ট মিশন স্কুল (কলকাতা)

প্রথম মেডিকেল কলেজ

কলকাতা মেডিকেল কলেজ (প্রতিষ্ঠিত হয় 1835, উইলিয়াম বেন্টিঙ্ক দ্বারা)

প্রথম সবাক চলচ্চিত্র

'আলম আরা' (1931, নির্মাতা -আরদেশীর ইরানি)

প্রথম দেশীয় নির্বাক চলচ্চিত্র

'রাজা হরিশচন্দ্র' (নির্মাতা - দাদা সাহেব ফালকে)

প্রথম রঙিন চলচ্চিত্র

'কান-কান ডান্স'

প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র

On A Moonlit Night (নির্মাতা - আর সি বোরা)

প্রথম সংস্কৃত চলচ্চিত্র

শংকরাচার্য

প্রথম অনুবাদ চলচ্চিত্র

পুন্ডলিক (1912)

প্রথম হলিউডের হিন্দিতে অনুবাদিত চলচ্চিত্র

জুরাসিক পার্ক

প্রথম গোল্ডেন জুবিলি চলচ্চিত্র

সন্তডুকারাম (মারাঠি ভাষা)

প্রথম ব্যাংক

ব্যাঙ্ক অফ হিন্দুস্তান

প্রথম দেশীয় ব্যাংক

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

প্রথম বিদেশী ব্যাংক

চার্টার্ড ব্যাংক

প্রথম আইন বিশ্ববিদ্যালয়

নেশনাল স্কুল অফ ইন্ডিয়া, ব্যাঙ্গালোর

থম মহিলা বিশ্ববিদ্যালয়

ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি, পুনে

প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়

অন্ধ্রপ্রদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়

প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ

ঠমসন কলেজ, রুরকি

প্রথম হাসপাতাল

চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ

প্রথম চক্ষু হাসপাতাল

চেন্নাইয়ের চক্ষু হাসপাতাল

প্রথম ক্ষেপণাস্ত্র

পৃথ্বী (সারফেস টু সারফেস মিসাইল)

প্রথম স্বল্পপাল্লার ভূমি থেকে বায়ু ক্ষেপণাস্ত্র

ত্রিশূল

প্রথম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল

আকাশ

প্রথম যুদ্ধজাহাজ

আই এন এস ভিনাশ

প্রথম ক্ষুদ্র রণতরী

আই এন এস খুকরি

প্রথম ট্যাংকার

আই এন এস শক্তি

প্রথম দেশীয় প্যাট্রোল বোট

আই এন এস অজয়

প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাবমেরিন

আই এন এস সিন্ধুশাস্ত্র

প্রথম এয়ারক্রাফট বাহী জাহাজ

আই এন এস ভিক্রান্ত (1997 সালে অকেজো হয়ে যায়)

প্রথম আধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ক্ষুদ্র রণতরী

আই এন এস গোদাভরী

ভারতের প্রথম সংবাদপত্র

বেঙ্গল গেজেট (1780, সম্পাদক - জেমস অগাস্টাস হিকি)

প্রথম স্বদেশী সংবাদপত্র

সমাচার দর্পণ (1818, বাংলা ভাষায় শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কর্তৃক প্রকাশিত)

প্রথম রেল কোম্পানি

ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি

প্রথম রেল পথ

মুম্বাই থেকে থানে (1853, 200 মাইল)

প্রথম রেলওয়ে টার্মিনাস

বরি ভান্ডার, মুম্বাই

প্রথম সুপারফাস্ট ট্রেন

ডেকান কুইন

প্রথম বৈদ্যুতিক ট্রেন

মুম্বাই থেকে কুরলা পর্যন্ত (1925)

প্রথম ডাবল ডেকার ট্রেন

সিংহগড় এক্সপ্রেস, মুম্বাই থেকে পুনে

প্রথম মেট্রোরেল

কলকাতা মেট্রো রেল (1984)

প্রথম সৌরশক্তিচালিত স্টেশন

ইয়েদাকুমারি

প্রথম পোস্ট অফিস

ফোর্ট সেন্ট জর্জ স্কয়ার, চেন্নাই

প্রথম ডাকটিকিট প্রচলন স্থান

গুজরাটের কাটিওয়ার

প্রথম ব্রিটিশদের দ্বারা ডাকঘর প্রতিষ্ঠা

বোম্বে (1764)

প্রথম ভারতীয় ডাকঘর প্রতিষ্ঠা

1837

প্রথম পোস্টাল স্টাম্প প্রচলন

1852

প্রথম ডাক টিকিটের রূপকার

ক্যাপ্টেন এইচ আই থুইলার

প্রথম এয়ারমেল

1911 (এলাহাবাদ থেকে নৈনিতাল)

প্রথম পরীক্ষামূলক ইলেকট্রিক টেলিগ্রাফ লাইন

1851 (কলকাতা থেকে ডায়মন্ড হারবার)

প্রথম টেলিগ্রাফ লাইন

কলকাতা থেকে ডায়মন্ড হারবার

প্রথম টেলিফোন এক্সচেঞ্জ

1882 (মুম্বাইয়ের অরিয়ান্টাল টেলিফোন এক্সচেঞ্জ কোম্পানি)

প্রথম টেলিফিল্ম

সদ্গতি (1987, পরিচালক- সত্যজিৎ রায়)

প্রথম টিভি সিরিয়াল

তিসরা রাস্তা (1962)

প্রথম কৃত্রিম উপগ্রহ

আর্যভট্ট, 1975

প্রথম পরীক্ষামূলক জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট

APPLE (Ariane Passenger Pay Load Experiment)

প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কারী যান

SLV - 3

প্রথম চন্দ্র অভিযান, চন্দ্রযান-1 প্রেরণ

22 শে অক্টোবর, 2008

প্রথম মঙ্গল যান প্রেরণ

5 ই নভেম্বর, 2013

প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর

অপ্সরা

প্রথম লৌহ সেতু

গোমতী নদীর উপর নির্মিত 'লোহে কা পুল'

প্রথম লাইব্রেরী

শ্রীরামপুরের উইলিয়াম কেরি লাইব্রেরী, 1800 সাল

প্রথম ভোট

প্রথম সাধারণ ভোট (1952)

প্রথম ইলেকট্রনিক্স ভোট যন্ত্র ব্যবহৃত রাজ্য

কেরালা

প্রথম স্টিল কারখানা

জামশেদপুর স্টিল প্লান্ট, 1907

প্রথম সিমেন্ট কারখানা

চেন্নাই, 1904

প্রথম সুতো মিল

মুম্বাই, 1854

প্রথম নিউজপ্রিন্ট কারখানা

মধ্যপ্রদেশ

প্রথম ব্লাস্ট ফার্নেস ব্যবহৃত আধুনিক স্টিল কারখানা

কুলটি, 1870

প্রথম অল ইন্ডিয়া রেডিও স্থাপন

1930

প্রথম এটিএম চালু

মুম্বাই, 1987, HSBC ব্যাংক

প্রথম ইন্টারনেট

1995, BSNL দ্বারা

প্রথম পরীক্ষামূলক টেলিভিশন চালু

1959

প্রথম STD কল

1960, লখনৌ থেকে কানপুর

প্রথম ISD কল

1976, মুম্বাই থেকে লন্ডন


ভারতের প্রথম সমস্ত বিষয় সম্পূর্ণ তালিকা PDF Download করে নাও - All First Things In India Complete List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ