সমস্ত ভারত সচিবদের নাম ও কার্যকাল গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

সমস্ত ভারত সচিবের সময়কাল গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | All Secretary Of State For India Bengali PDF


সমস্ত-ভারত-সচিবদের-নাম-ও-কার্যকাল-pdf
সমস্ত ভারত সচিবদের নাম ও কার্যকাল PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে সমস্ত ভারত সচিবদের নাম ও কার্যকাল তালিকা পিডিএফ শেয়ার করবো।

ব্রিটিশ শাসিত ভারতে বিভিন্ন সময়ে কোন কোন ব্রিটিশ শাসক ভারতের ভারত সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং কতদিন যাবৎ কার্যরত ছিলেন, সেসব সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে সমস্ত ভারত সচিবের নাম ও কার্যকাল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

সমস্ত ভারত সচিবের নাম ও কার্যকাল সম্পূর্ণ তালিকা


নাম

সময়কাল

লর্ড স্ট্যানলে

2.8.1858-11.6.1859

স্যার চার্লস উড

18.6.1859-16.2.1866

অর্ল দ্যা গ্রে

16.2.1866-26.6.1866

ভাইকাউন্ট ক্র্যানবোর্নে (পরবর্তীতেস্যালিসবোরের মারকোয়েস)

6.7.1866-8.3.1867

স্যার স্টাফোর্ড নর্থকোটে

8.3.1867-1.12.1868

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

আর্গ দ্বিতীয় ডিউক

9.12.1868-17.2.1874

স্যালিসবোরের মারকোয়েস

21.2.1874-2.4.1878

ভাইকাউন্ট ক্যানব্রুক

2.4.1878-21.4.1880

হ্যারিংটোনের মারকোয়েস

28.4.1880-16.12.1882

কিম্বার্লের আর্ল

16.12.1882-9.6.1885

লর্ড রান্ডলফ চার্চিল

24.6.1885-28.1.1886

কিম্বার্লের আর্ল

6.2.1886-20.7.1886

স্যার আর ক্রস

3.8.1886-11.8.1892

কিম্বার্লের আর্ল

18.8.1892-10.3.1894

হেনরি ফউলার

10.3.1894-21.6.1895

লর্ড জর্জ হ্যামিলটন

4.7.1895-9.10.1903

জণ ব্রডরিক

9.10.1903-4.12.1905

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

জন মরলে

10.12.1905-3.11.1910

ক্রুর আর্ল

3.11.1910-7.3.1911

জন মরলে

7.3.1911-25.5.1911

ক্রুর মারকোয়েস

25.5.1911-25.5.1915

অস্টেন চেম্বারলেন

25.5.1915-17.7.1917

এডউইন স্যামুয়েল মন্ডাগু

17.7.1917-19.3.1922

ভাইকাউন্ট পিল

19.3.1922-22.1.1924

লর্ড অলিভিয়ার

22.1.1924-3.11.1924

বার্কেনহেডের অর্ল

6.11.1924-18.10.1928

ভাইকাউন্ট পিল

18.10.1928-4.6.1929

উইলিয়াম ওয়েজউড বেন

7.6.1929-24.8.1931

স্যার স্যামুয়েলস হয়ারে

25.8.1931-7.6.1935

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

জেটল্যান্ডের মারকোয়েস

7.6.1935-13.5.1940

লিও অ্যামেব্য

13.5.1940-26.7.1945

লর্ড পেথিক লরেন্স

3.8.1945-17.4.1947

লিস্টোয়েলস অর্ল

17.4.1947-18.8.1947


সমস্ত ভারত সচিবের নাম ও সময়কাল তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ