গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা সম্পূর্ণ তালিকা [PDF Download]- International Boundaries List PDF| Sopoth.in

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - Important International Boundaries List PDF in Bengali


important-international-bounderies-list-pdf-in-bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!

▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা গুলির নাম প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানার সম্পূর্ণ তালিকা


সীমানার নাম

যে দেশের মধ্যে রয়েছে

রেডক্লিফ লাইন

ভারত ও পাকিস্তান

ম্যাকমোহন লাইন

ভারত ও চীন (1120 মিটার, 1962 সালে নির্মিত)

ডুরান্ড লাইন

ভারত (বর্তমানে পাকিস্তান) ও আফগানিস্তান

তিনবিঘা করিডোর

ভারত ও বাংলাদেশ

পক প্রণালী

ভারত ও শ্রীলংকা

লাইন অফ কন্ট্রোল (LOC)

ভারত ও পাকিস্তান

লাইন অব একচুয়াল কন্ট্রোল (LAC)

ভারত ও চীন

24 তম প্যারালাল

ভারত ও পাকিস্তান

28 তম প্যারালাল

ভারত ও পাকিস্তান

37 তম প্যারালাল

ভারত ও মায়ানমার

8 ডিগ্রি চ্যানেল

ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ

গ্রেট চ্যানেল

ভারত (আন্দামান ও নিকোবর) ও সুমাত্রা

সমব্রেরো চ্যানেল

আন্দামান ও নিকোবর

ম্যাগিনট লাইন

ইতালি, জার্মানি ও ফ্রান্স

ইংলিশ চ্যানেল

ইংল্যান্ড ও ফ্রান্স

মালাক্কা প্রণালী

মালয়েশিয়া ও সুমাত্রা

জিব্রাল্টার প্রণালী

ইউরোপ ও আফ্রিকা

ওডার নাইসে লাইন

জার্মানি ও পোল্যান্ড

সিগফ্রিড লাইন

জার্মানি ও ফ্রান্স

হিন্ডেনবার্গ লাইন

জার্মানি ও পোল্যান্ড ( 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অঙ্কিত)

ম্যানারহেম লাইন

রাশিয়া ও ফিনল্যান্ড

হট লাইন

ক্রেমলিন ও হোয়াইট হাউস

16 তম প্যারালাল

নামিবিয়া ও অ্যাঙ্গোলা

17 তম প্যারালাল

উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম

38 তম প্যারালাল

উত্তর ও দক্ষিণ কোরিয়া

49 তম প্যারালাল (বৃহত্তম)

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র

9 ডিগ্রী চ্যানেল

লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ

10 ডিগ্রি চ্যানেল

আন্দামান ও নিকোবর

লোহিত সাগর

এশিয়া ও আফ্রিকা

ডানকান প্যাসেজ

সাউথ আন্দামান ও লিটল আন্দামান

শাত-আল-আরব

ইরাক ও ইরান


গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানার সম্পূর্ণ তালিকা PDF Download করে নাও - Important International Boundaries Complete List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ