ভারতের সমস্ত অর্থ কমিশন ও চেয়ারম্যান (1951-2025) তালিকা [PDF Download] | Sopoth.in

ভারতের সমস্ত অর্থ কমিশন ও চেয়ারম্যান [১৯৫১-২০২৫] তালিকা পিডিএফ ডাউনলোড | All Finance Commissions And Chairman Of India PDF In Bengali


ভারতের-সমস্ত-অর্থ-কমিশন-তালিকা-পিডিএফ

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত অর্থ কমিশন ও চেয়ারম্যান তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতীয় সংবিধানের 280 নং ধারায় অর্থ কমিশনের সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থ কমিশন রাজ্য ও কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে। প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি একজন চেয়ারম্যান ও চারজন সহকারি সদস্য নিয়োগের মাধ্যমে অর্থ কমিশন গঠন করে থাকেন।

অর্থ কমিশনের পালনীয় দায়িত্বসমূহ:
  • কোথা থেকে প্রাপ্ত রাজস্ব কি অনুপাতে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে বিভাজিত হবে সেই বিষয় নির্ধারণ করা ও রাজস্ব থেকে প্রাপ্ত অংশ রাজ্যগুলির মধ্যে বন্টন করার বিষয়ে নীতি নির্ধারণ করা।
  • ভারতের সঞ্চিত তহবিল থেকে টাকা কিসের ভিত্তিতে "grant-in-aid (গ্র্যান্ট-ইন-এইড)" রূপে রাজ্যগুলিকে দেওয়া হবে সেই নীতি নির্ধারণ করা।
  • কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক সম্বন্ধীয় অন্য সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান করা।

বিভিন্ন সালে গঠিত হওয়া বিভিন্ন অর্থ কমিশন ও তাদের চেয়ারম্যান সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের অর্থ কমিশন ও তাদের চেয়ারম্যান সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন অর্থ কমিশনের চেয়ারম্যান সম্পূর্ণ তালিকা


অর্থ কমিশন

প্রতিষ্ঠা বর্ষ

চেয়ারম্যান

সময়কাল

প্রথম

1951

কে সি নিয়োগী

1952-1957

দ্বিতীয়

1956

কে সন্থানাম

1957-1962

তৃতীয়

1960

এ কে চন্দা

1962-1966

চতুর্থ

1964

পি ভি রাজমান্নার

1966-1969

পঞ্চম

1968

মহাবীর ত্যাগী

1969-1974

ষষ্ঠ

1972

কে ব্রহ্মানন্দ রেড্ডি

1974-1979

সপ্তম

1977

যে এম শেলাথ

1979-1984

অষ্টম

1983

ওয়াই বি চবন

1984-1989

নবম

1987

এন পি কে সালভে

1989-1995

দশম

1992

কে সি পন্থ

1995-2000

একাদশ

1998

এ এম খুসরু

2000-2005

দ্বাদশ

2003

সি রঙ্গরাজন

2005-2010

ত্রয়োদশ

2007

ডঃ বিজয় কেলকার

2010-2015

চতুর্দশ

2013

ডঃ ওয়াই ভি রেড্ডি

2015-2020

পঞ্চদশ

2017

এন কে সিং

2020-2025


ভারতের অর্থ কমিশন ও তাদের চেয়ারম্যান তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

FAQs - ভারতের অর্থ কমিশন সম্পর্কিত প্রশ্ন


1. ভারতের অর্থ কমিশন সম্পর্কে কত নং ধারায় আলোচনা করা হয়েছে?
280 নং ধারায়।

2. ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
কে সি নিয়োগী।

3. বর্তমানে ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি?
এন কে সিং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ