ভারতের সমস্ত অর্থ কমিশন ও চেয়ারম্যান [১৯৫১-২০২৫] তালিকা পিডিএফ ডাউনলোড | All Finance Commissions And Chairman Of India PDF In Bengali
▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত অর্থ কমিশন ও চেয়ারম্যান তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতীয় সংবিধানের 280 নং ধারায় অর্থ কমিশনের সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থ কমিশন রাজ্য ও কেন্দ্রের মধ্যে আর্থিক সম্পর্ক নির্ধারণ করে। প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি একজন চেয়ারম্যান ও চারজন সহকারি সদস্য নিয়োগের মাধ্যমে অর্থ কমিশন গঠন করে থাকেন।
অর্থ কমিশনের পালনীয় দায়িত্বসমূহ:
- কোথা থেকে প্রাপ্ত রাজস্ব কি অনুপাতে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে বিভাজিত হবে সেই বিষয় নির্ধারণ করা ও রাজস্ব থেকে প্রাপ্ত অংশ রাজ্যগুলির মধ্যে বন্টন করার বিষয়ে নীতি নির্ধারণ করা।
- ভারতের সঞ্চিত তহবিল থেকে টাকা কিসের ভিত্তিতে "grant-in-aid (গ্র্যান্ট-ইন-এইড)" রূপে রাজ্যগুলিকে দেওয়া হবে সেই নীতি নির্ধারণ করা।
- কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক সম্বন্ধীয় অন্য সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান করা।
বিভিন্ন সালে গঠিত হওয়া বিভিন্ন অর্থ কমিশন ও তাদের চেয়ারম্যান সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ভারতের অর্থ কমিশন ও তাদের চেয়ারম্যান সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতের বিভিন্ন অর্থ কমিশনের চেয়ারম্যান সম্পূর্ণ তালিকা
অর্থ কমিশন |
প্রতিষ্ঠা বর্ষ |
চেয়ারম্যান |
সময়কাল |
প্রথম |
1951 |
কে সি নিয়োগী |
1952-1957 |
দ্বিতীয় |
1956 |
কে সন্থানাম |
1957-1962 |
তৃতীয় |
1960 |
এ কে চন্দা |
1962-1966 |
চতুর্থ |
1964 |
পি ভি
রাজমান্নার |
1966-1969 |
পঞ্চম |
1968 |
মহাবীর ত্যাগী |
1969-1974 |
ষষ্ঠ |
1972 |
কে ব্রহ্মানন্দ
রেড্ডি |
1974-1979 |
সপ্তম |
1977 |
যে এম শেলাথ |
1979-1984 |
অষ্টম |
1983 |
ওয়াই বি চবন |
1984-1989 |
নবম |
1987 |
এন পি কে সালভে |
1989-1995 |
দশম |
1992 |
কে সি পন্থ |
1995-2000 |
একাদশ |
1998 |
এ এম খুসরু |
2000-2005 |
দ্বাদশ |
2003 |
সি রঙ্গরাজন |
2005-2010 |
ত্রয়োদশ |
2007 |
ডঃ বিজয় কেলকার |
2010-2015 |
চতুর্দশ |
2013 |
ডঃ ওয়াই ভি
রেড্ডি |
2015-2020 |
পঞ্চদশ |
2017 |
এন কে সিং |
2020-2025 |
ভারতের অর্থ কমিশন ও তাদের চেয়ারম্যান তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
FAQs - ভারতের অর্থ কমিশন সম্পর্কিত প্রশ্ন
1. ভারতের অর্থ কমিশন সম্পর্কে কত নং ধারায় আলোচনা করা হয়েছে?
280 নং ধারায়।
2. ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
কে সি নিয়োগী।
3. বর্তমানে ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম কি?
এন কে সিং।
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!