বিভিন্ন ক্ষেত্রে শব্দের তীব্রতার উচ্চমাত্রা তালিকা [PDF]- Permissible Noise Level In Different Areas PDF| Sopoth.in

বিভিন্ন ক্ষেত্রে শব্দের তীব্রতার উচ্চমাত্রা তালিকা পিডিএফ ডাউনলোড - Permissible Noise Level In Different Areas PDF In Bengali


বিভিন্ন-ক্ষেত্রে-শব্দের-তীব্রতার-উচ্চমাত্রা-pdf
বিভিন্ন ক্ষেত্রে শব্দের তীব্রতার উচ্চমাত্রা PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে শব্দের তীব্রতার উচ্চমাত্রা তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় শব্দের তীব্রতার উচ্চমাত্রা গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই একাধিক চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে শব্দের তীব্রতার উচ্চমাত্রা সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন ক্ষেত্রে শব্দের তীব্রতার উচ্চমাত্রা তালিকা


শব্দের উৎস

শব্দের মাত্রা (ডেসিবেল

/dB)

মহাকাশযান উৎক্ষেপণ

140-170

জেট বিমান

140

রকেট উৎক্ষেপণ

130

জেট বিমান ছাড়ার পর (100 মিটার দূরত্বে)

120

অর্কেস্ট্রা

120

বিমানের আওয়াজ

90-120

বজ্রপাত

110

মোটরসাইকেল

105

জোরালো রেডিও, মিক্সচার গ্রাইন্ডার, ব্লেন্ডার

100

ট্রলার, বাস বা ট্রাক

90-100

রেসিং কার

80-95

সিংহের গর্জন

90

ব্যস্ত রাস্তাঘাট

60-90

খুব জোরে নাক ডাকা

88

গাড়ির মধ্যে, পাতালরেল, ভ্যাকিউম ক্লিনার

80

লাউড স্পিকার

70-80

টেলিভিশন, ব্যস্ত রাস্তার ট্রাফিক

70

ছোটদের খেলাধুলা, ঘাস কাটার যন্ত্র

60-80

অফিসের গোলমাল, চেঁচামেচি

65

সাধারণ কথাবার্তা, রেডিওর বাজনা, অফিস

60

রেস্তোরাঁ

50-60

গ্রামাঞ্চল

40

গলির মধ্যে বাড়ি

35

ঘড়ির শব্দ, স্বাভাবিক কথাবার্তা

30

ফিসফিস শব্দ

20-30

গাছের মধ্যে দিয়ে হাওয়া চলাচল

20

গাছের পাতার শব্দ

10

শ্বাস-প্রশ্বাস

10

নিস্তব্ধতা

0


বিভিন্ন ক্ষেত্রে শব্দের তীব্রতার উচ্চমাত্রা PDF Download করে নাও - Permissible Noise Level In Different Areas List PDF Download


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 কিছু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ