ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা [PDF] | Sopoth.in

ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা পিডিএফ ডাউনলোড | Different Indian Research Centres Bengali PDF


ভারতের-গুরুত্বপূর্ণ-বিভিন্ন-গবেষণা-কেন্দ্র-pdf
ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্র PDF

🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের গবেষণা কেন্দ্র গুলি কোথায় বা কোন রাজ্যে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্র সম্পূর্ণ তালিকা


গবেষণা কেন্দ্র

অবস্থান

কেন্দ্রীয় ওষুধ গবেষণাগার

দিল্লি

কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার

দিল্লি

সারা ভারত ম্যালেরিয়া ইনস্টিটিউট

দিল্লি

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স

দিল্লি

ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট

নতুন দিল্লি

কেন্দ্রীয় রোড রিসার্চ ইনস্টিটিউট

নতুন দিল্লি

ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি

নতুন দিল্লি

কেন্দ্রীয় গম গবেষণাগার

পুসা, দিল্লি

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ড্রাগ গবেষণাগার

লখনৌ

কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট

লখনৌ

কেন্দ্রীয় আখ গবেষণাগার

লখনৌ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স

বেঙ্গালুরু

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন

বেঙ্গালুরু

দুধ গবেষণাগার

বেঙ্গালুরু

কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার

মাইসোর, কর্ণাটক

চা-কফি গবেষণাগার

কাশেরগর, কেরালা

কেন্দ্রীয় নারকেল গবেষণাগার

কাশেরগর, কেরালা

কেন্দ্রীয় মহাকাশ গবেষণা কেন্দ্র

থুম্বা, কেরালা

মৎস্য প্রযুক্তি গবেষণাগার

এরনাকুলাম, কেরালা

জাহাজ গবেষণাগার

চেন্নাই, তামিলনাড়ু

কেন্দ্রীয় চামড়া রিসার্চ ইনস্টিটিউট

চেন্নাই, তামিলনাড়ু

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিটিউট

কানপুর, উত্তর প্রদেশ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি

কানপুর, উত্তর প্রদেশ

ন্যাশনাল এনভারমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট

নাগপুর, মহারাষ্ট্র

ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট

মুম্বাই, মহারাষ্ট্র

কেন্দ্রীয় কার্পাস গবেষণাকেন্দ্র

নাগপুর, মহারাষ্ট্র

বস্ত্র গবেষণাগার

পুনে, মহারাষ্ট্র

পেট্রোলিয়াম গবেষণাগার

দেরাদুন, উত্তরাখন্ড

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট

দেরাদুন, উত্তরাখন্ড

কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

রূর্কী, উত্তরাখণ্ড

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট

শিমলা, হিমাচল প্রদেশ

হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি

গুলমার্গ, কাশ্মীর

মৃত্তিকা গবেষণাগার

ভোপাল, মধ্য প্রদেশ

কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র

কটক, উড়িষ্যা

খনি গবেষণাগার

ধানবাদ, ঝাড়খন্ড

জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার

উজ্জয়িনী, হায়দ্রাবাদ

কেন্দ্রীয় সমুদ্র গবেষণাগার

গোয়া

ন্যাশনাল জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট

হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ

সেন্ট্রাল ফিশারি রিসার্চ ইনস্টিটিউট

ব্যারাকপুর, পশ্চিমবঙ্গ

ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট

কর্নাল, হরিয়ানা

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram


ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ