ভারতীয় সংবিধানের 12 টি তপশিল গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | 12 Schedules Of Indian Constitution Bengali PDF
ভারতীয় সংবিধানের 12 টি সিডিউল PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
ভারতীয় সংবিধানের 12 টি তফশিল সম্পূর্ণ তালিকা
তফশিল |
বিষয় |
প্রথম |
অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা সম্পর্কিত আলোচনা |
দ্বিতীয় |
রাষ্ট্রপতি ও রাজ্যপাল সম্পর্কিত বিধান সমূহ, লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি ও সহ-সভাপতি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, রাজ্য বিধানসভার সভাপতি ও সহ-সভাপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি সংক্রান্ত বিধান সমূহ, CAG সম্পর্কিত বিধান সমূহ |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
তৃতীয় |
শপথ বা প্রতিজ্ঞার বয়ানসমূহ |
চতুর্থ |
রাজ্যসভার আইন বন্টন |
পঞ্চম |
তপশিলি ক্ষেত্রসমূহ ও জনবসতি সমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান সমূহ |
ষষ্ঠ |
অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের জনবসতি ক্ষেত্রসমূহের প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান সমূহ |
সপ্তম |
কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার সুযোগ-সুবিধা |
অষ্টম |
সরকারি ভাষা সমূহ |
নবম |
কোনো কোনো আইন ও নিয়ম-কানুনের বৈধতা |
দশম |
দলত্যাগ বিরোধী আইন |
একাদশ |
পঞ্চায়েতের ক্ষমতা সংক্রান্ত বিষয় সমূহ |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
দ্বাদশ |
নগর পালিকার ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত বিষয় সমূহ |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!