ভারতীয় সংবিধানের ১২ টি তপশিল গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতীয় সংবিধানের 12 টি তপশিল গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | 12 Schedules Of Indian Constitution Bengali PDF


ভারতীয়-সংবিধানের-12-টি-সিডিউল-pdf
ভারতীয় সংবিধানের 12 টি সিডিউল PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতীয় সংবিধানের 12 টি তফশিল তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতীয় সংবিধানের 12 টি তপশিলে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতীয় সংবিধানের 12 টি তপশিল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতীয় সংবিধানের 12 টি তফশিল সম্পূর্ণ তালিকা


তফশিল

বিষয়

প্রথম

অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা সম্পর্কিত আলোচনা

দ্বিতীয়

রাষ্ট্রপতি রাজ্যপাল সম্পর্কিত বিধান সমূহ, লোকসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি সহ-সভাপতি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ উপাধ্যক্ষ, রাজ্য বিধানসভার সভাপতি সহ-সভাপতি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সংক্রান্ত বিধান সমূহ, CAG সম্পর্কিত বিধান সমূহ

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

তৃতীয়

শপথ বা প্রতিজ্ঞার বয়ানসমূহ

চতুর্থ

রাজ্যসভার আইন বন্টন

পঞ্চম

তপশিলি ক্ষেত্রসমূহ জনবসতি সমূহের প্রশাসন নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান সমূহ

ষষ্ঠ

অসম, মেঘালয়, ত্রিপুরা মিজোরামের জনবসতি ক্ষেত্রসমূহের প্রশাসন নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান সমূহ

সপ্তম

কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা যুগ্ম তালিকার সুযোগ-সুবিধা

অষ্টম

সরকারি ভাষা সমূহ

নবম

কোনো কোনো আইন নিয়ম-কানুনের বৈধতা

দশম

দলত্যাগ বিরোধী আইন

একাদশ

পঞ্চায়েতের ক্ষমতা সংক্রান্ত বিষয় সমূহ

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

দ্বাদশ

নগর পালিকার ক্ষমতা দায়িত্ব সংক্রান্ত বিষয় সমূহ


ভারতীয় সংবিধানের 12 টি তফশিল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ