ভারতের বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য সেচখাল সমূহ তালিকা পিডিএফ ডাউনলোড | Important Canal Irrigation Systems In India Bengali PDF
ভারতের উল্লেখযোগ্য সেচখাল সমূহ তালিকা PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের উল্লেখযোগ্য সেচখাল সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতের বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য সেচখাল গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ভারতের উল্লেখযোগ্য সেচখাল সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতের প্রধান সেচখাল সমূহ সম্পূর্ণ তালিকা
রাজ্য |
সেচখাল |
পশ্চিমবঙ্গ |
পূর্ব দামোদর খাল, দুর্গাপুর খাল, ইডেন খাল, বক্রেশ্বর খাল |
বিহার |
বক্সার খাল, পাটনা খাল, চৌখা খাল, আরা খাল |
অন্ধ্রপ্রদেশ |
তুঙ্গভদ্রা খাল, পেনার খাল, এলোর খাল |
তামিলনাড়ু |
মেত্তুর খাল, মনিমুখর খাল, কাতালাই খাল, জওহর খাল, লালবাহাদুর খাল, বাকিংহাম খাল |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
উত্তর প্রদেশ |
পূর্ব যমুনা খাল, উচ্চ গঙ্গা খাল, নিম্ন গঙ্গা খাল, সারদা খাল, রামগঙ্গা সেচ খাল, বেতারা খাল |
পাঞ্জাব ও হরিয়ানা |
পশ্চিম যমুনা খাল, ভাকরা প্রকল্প খাল, পূর্ব গ্রে খাল, উচ্চবাড়ি দোয়াব খাল, সিরহিন্দ খাল |
রাজস্থান |
রাজস্থান গঙ্গানগর খাল, বিকানির সেচ খাল, চম্বল প্রকল্প খাল |
মহারাষ্ট্র |
মুথা খাল, নীরা খাল, প্রবড় খাল, পূর্ণা খাল, গীর্ণা খাল, গোদাবরী খাল |
ভারতের উল্লেখযোগ্য সেচখাল সমূহ তালিকা PDF Download করে নাও
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!