বিশ্বের প্রধান সমুদ্র সমূহের ক্ষেত্রফল তালিকা পিডিএফ ডাউনলোড | Major Sea Of The World Bengali PDF
পৃথিবীর প্রধান সমুদ্র সমূহ ও তাদের ক্ষেত্রফল PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে বিশ্বের প্রধান প্রধান সাগর ও তাদের ক্ষেত্রফল তালিকা পিডিএফ শেয়ার করবো।
পৃথিবীর প্রধান ও বৃহত্তম সমুদ্র গুলির নাম ও তাদের ক্ষেত্রফল সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে পৃথিবীর প্রধান ও বৃহত্তম সমুদ্র সমূহের ক্ষেত্রফল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
পৃথিবীর প্রধান ও বৃহত্তম সমুদ্র সমূহ সম্পূর্ণ তালিকা
নাম |
ক্ষেত্রফল (বর্গ কিমি) |
দক্ষিণ চীন সাগর |
2974600 |
ক্যারিবিয়ান সাগর |
2515900 |
ভূমধ্যসাগর |
2510000 |
বেরিং সাগর |
2268180 |
গোলফ অফ মেক্সিকো |
1542985 |
সি অফ অখোটক্স |
1527570 |
পূর্ব চীন সাগর |
1249150 |
হাডসন উপসাগর |
1232300 |
সি অফ জাপান |
1070500 |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
আন্দামান সাগর |
797700 |
উত্তর সাগর |
575300 |
কৃষ্ণ সাগর |
461980 |
লোহিত সাগর |
437700 |
বাল্টিক সাগর |
422160 |
পৃথিবীর প্রধান প্রধান সমুদ্র ও তাদের ক্ষেত্রফল তালিকা PDF Download করে নাও
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!