পৃথিবীর প্রধান প্রধান সাগর ও ক্ষেত্রফল তালিকা [PDF] | Sopoth.in

বিশ্বের প্রধান সমুদ্র সমূহের ক্ষেত্রফল তালিকা পিডিএফ ডাউনলোড | Major Sea Of The World Bengali PDF


পৃথিবীর-প্রধান-সমুদ্র-ও-ক্ষেত্রফল-তালিকা-পিডিএফ
পৃথিবীর প্রধান সমুদ্র সমূহ ও তাদের ক্ষেত্রফল PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে বিশ্বের প্রধান প্রধান সাগর ও তাদের ক্ষেত্রফল তালিকা পিডিএফ শেয়ার করবো।

পৃথিবীর প্রধান ও বৃহত্তম সমুদ্র গুলির নাম ও তাদের ক্ষেত্রফল সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে পৃথিবীর প্রধান ও বৃহত্তম সমুদ্র সমূহের ক্ষেত্রফল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

পৃথিবীর প্রধান ও বৃহত্তম সমুদ্র সমূহ সম্পূর্ণ তালিকা


নাম

ক্ষেত্রফল (বর্গ কিমি)

দক্ষিণ চীন সাগর

2974600

ক্যারিবিয়ান সাগর

2515900

ভূমধ্যসাগর

2510000

বেরিং সাগর

2268180

গোলফ অফ মেক্সিকো

1542985

সি অফ অখোটক্স

1527570

পূর্ব চীন সাগর

1249150

হাডসন উপসাগর

1232300

সি অফ জাপান

1070500

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

আন্দামান সাগর

797700

উত্তর সাগর

575300

কৃষ্ণ সাগর

461980

লোহিত সাগর

437700

বাল্টিক সাগর

422160


পৃথিবীর প্রধান প্রধান সমুদ্র ও তাদের ক্ষেত্রফল তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ