পৃথিবীর বিখ্যাত তৃণভূমি গুলির অবস্থান তালিকা [PDF] | Sopoth.in

পৃথিবীর বিখ্যাত তৃণভূমি গুলির অবস্থান তালিকা পিডিএফ ডাউনলোড | World's Famous Grasslands Bengali PDF


পৃথিবীর-বিখ্যাত-তৃণভূমি-গুলির-অবস্থান-পিডিএফ
পৃথিবীর বিখ্যাত তৃণভূমি গুলির অবস্থান PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে পৃথিবীর বিখ্যাত তৃণভূমি গুলির অবস্থান তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিশ্বের বিখ্যাত বিভিন্ন তৃণভূমি গুলি কোন কোন দেশে বা মহাদেশ অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিশ্বের বিখ্যাত তৃণভূমি সমূহের অবস্থান তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

পৃথিবীর বিখ্যাত তৃণভূমি গুলির অবস্থান সম্পূর্ণ তালিকা


তৃণভূমির নাম

দেশ

স্টেপস (Steppes)

ইউরেশিয়া, কিরগিজস্তান

পার্কল্যান্ড (Parkland)

রোডেশিয়া

ক্যাম্পোস (Campos)

ব্রাজিল

সাভানা (Savanna)

আফ্রিকার সুদান

হাতিঘাস (Elephant grass)

আফ্রিকা

ভেল্ড (Veldt)

দক্ষিণ আফ্রিকা

ল্যানোস (Lanos)

ভেনিজুয়েলার অরিনকো নদী অববাহিকা

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

প্রেইরি (Prairies)

উত্তর আমেরিকা

পম্পাস (Pampas)

দক্ষিণ আমেরিকা

ডাউনস (Downs)

অস্ট্রেলিয়া

পোস্তাজ (Postaz)

হাঙ্গেরি

টাসোক (Tussock)

নিউজিল্যান্ড

ক্যান্টারবেরি (Canterbry)

নিউজিল্যান্ড


পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি গুলির অবস্থান তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process


🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ