পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার তালিকা [PDF Download]- First Cabinet of West Bengal| Sopoth.in

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার তালিকা পিডিএফ ডাউনলোড করে নাও - First Cabinet of West Bengal PDF in Bengali


West-Bengal-first-cabinet-ministers-PDF-in-Bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার তালিকা জিকে পিডিএফ শেয়ার করবো।

স্বাধীনতা লাভের পর ভারতের অন্যান্য অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও সংবিধান অনুযায়ী প্রথম মন্ত্রীদের নির্বাচন অনুষ্ঠান শুরু হয়।

25 শে অক্টোবর 1951 থেকে 21 শে ফেব্রুয়ারি 1952 পর্যন্ত এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এই প্রথম নির্বাচনের পর প্রথম মুখ্যমন্ত্রী ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ নিজে কোন কোন দপ্তর পরিচালনা করতেন? অন্য কোন কোন মন্ত্রী কোন কোন দপ্তরে নিযুক্ত হয়েছিলেন? সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই তালিকাটি প্রস্তুত করা হলো।

এই তালিকা থেকে প্রশ্ন বিভিন্ন সরকারী পরীক্ষায় এসে থাকে, তাই আজকে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীদের তালিকাটি এবং সঙ্গে এর Free PDF শেষে দিয়ে দিলাম, তালিকাটি দেখে নিয়ে তারপর PDF টি ডাউনলোড করে নাও।

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার মন্ত্রীদের তালিকা


মন্ত্রীর নাম

দপ্তর

ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ

মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষা দপ্তর

সুরেশচন্দ্র ব্যানার্জি

বাণিজ্য, শ্রম ও শিক্ষা মন্ত্রী

যাদবেন্দ্রনাথ পাঁজা

অর্থমন্ত্রী

বিমল চন্দ্র সিনহা

স্বাস্থ্যমন্ত্রী

কালিদাস মুখার্জি

ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী

হেমচন্দ্র নস্কর

কৃষি, বন ও মৎস্য মন্ত্রী

কমল কৃষ্ণ রায়

সমবায় ঋণ ও ত্রাণমন্ত্রী

নিকুঞ্জবিহারী মাইতি

সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রী

রাধানাথ দাস

অসামরিক সরবরাহ মন্ত্রী

মোহিনীমোহন বর্মন

বিচার ও আইনমন্ত্রী


পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ