কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য ও প্রতিষ্ঠাতা - নকশাকার তালিকা [PDF] | Sopoth.in

কলকাতার বিভিন্ন স্থাপত্য ও প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ ডাউনলোড | Architectures And Establisher In Kolkata PDF Download


কলকাতার-বিভিন্ন-স্থাপত্য-ও-প্রতিষ্ঠাতা-তালিকা-পিডিএফ
কলকাতার বিখ্যাত স্থাপত্য ও প্রতিষ্ঠাতা PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে কলকাতার বিখ্যাত বিভিন্ন স্থাপত্য ও প্রতিষ্ঠাতা - নক্সাকার তালিকা পিডিএফ শেয়ার করবো।

কলকাতার উল্লেখযোগ্য বিভিন্ন স্থাপত্য গুলি কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বা সেগুলির নকশা পরিকল্পনা কারা করেছিলেন, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে কলকাতার বিখ্যাত বিভিন্ন স্থাপত্য ও প্রতিষ্ঠাতা - নকশাকার সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

কলকাতার উল্লেখযোগ্য বিভিন্ন স্থাপত্য সম্পূর্ণ তালিকা


স্থাপত্য

নকশা/ পরিকল্পনা

কলকাতা জাদুঘর (1937)

ওয়াল্টার বি গ্র্যানভিল (নকশা)

বসু বিজ্ঞান মন্দির (1917)

জগদীশচন্দ্র বসু (পরিকল্পনা)

এশিয়াটিক সোসাইটি (1784)

ক্যাপ্টেন লক (নকশা), উইলিয়াম জোন্স (প্রতিষ্ঠাতা, সভাপতি)

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

জি পি (1864)

ওয়াল্টার গ্রানভিল (স্থপতি)

জব চার্নকের সমাধি (1695)

চার্লস আইয়ার (নির্মাতা - চার্নকের জামাতা)

আর্মেনিয়ান গির্জা

পারস্যের গ্যাভস্তের (স্থপতি)

শহীদ মিনার (1848)

চার্লস নোয়েল রবিনসন (নকশা)

রাজভবন (1803)

রোবার্ট অ্যাডাম (নির্মাতা)

সেন্ট অ্যান্ড্রুজ গির্জা

ডি ব্রাইস (পরিকল্পনা প্রতিষ্ঠাতা)

এলবার্ট হল

কেশব চন্দ্র সেন (উদ্যোক্তা)

মহাজাতি সদন (1939)

সুভাষচন্দ্র বসু (উদ্যোক্তা)

ভিক্টোরিয়া মেমোরিয়াল (1921)

লর্ড কার্জন (প্রতিষ্ঠাতা), উইলিয়াম এমারসন (নকশা)


কলকাতার বিখ্যাত বিভিন্ন স্থাপত্য গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ