ভারতের সমস্ত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর তালিকা | Sopoth.in

ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর তালিকা PDF Download করে নাও| First Chief Ministers of Indian States PDF


First-chief-ministers-of-all-states-PDF-in-bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর তালিকা পিডিএফ শেয়ার করব।

সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি রাজ্য মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত হয়। এবং এই মুখ্যমন্ত্রী প্রতিটি রাজ্যের জনগণ দ্বারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

তাই সংবিধানকে মেনে 1947 সাল 15 ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন করার জন্য স্বাধীন ভারতের প্রথম নির্বাচন শুরু হয়। 25 শে অক্টোবর 1951 থেকে 21 শে ফেব্রুয়ারি 1952 পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এবার এই প্রথম মুখ্যমন্ত্রী দের নাম বিভিন্ন সরকারী পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই আজকে ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর তালিকা এবং সঙ্গে এর Free PDF শেষে দিয়ে দিলাম, তালিকাটি দেখে নিয়ে তারপর PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ তালিকা


রাজ্য

প্রথম মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ

প্রফুল্লচন্দ্র ঘোষ

অন্ধ্রপ্রদেশ

নিলাম সঞ্জীব রেড্ডি

তেলেঙ্গানা

কে চন্দ্রশেখর রাও

অরুণাচলপ্রদেশ

প্রেমখান্ডু তুঙ্গন

অসম

গোপীনাথ বরদলৈ

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

বিহার

কৃষ্ণ সিং

ছত্রিশগড়

অজিত যোগী

গোয়া

দয়ানন্দ শ্রী বন্দোদকর

গুজরাট

জে এন মেহতা

হরিয়ানা

বি ডি শর্মা

হিমাচল প্রদেশ

ওয়াই এস পরমার

জম্মু কাশ্মীর

জি এম সাদিক

ঝাড়খন্ড

বাবুলাল মারান্ডি

কর্ণাটক

কে সি রেড্ডি

কেরালা

ওয়াই এম এস নাম্বুদ্রিপাদ

মধ্যপ্রদেশ

রবিশংকর শুক্লা

মহারাষ্ট্র

ওয়াই চৌহান

মনিপুর

মাইরেম্বাম কোইরেঙ্গসিং

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

মেঘালয়

ডাবলু সাংমা

মিজোরাম

সি চুঙ্গা

নাগাল্যান্ড

পি সিলুয়াও

উড়িষ্যা

কৃষ্ণচন্দ্র গজপতি

পাঞ্জাব

জি সি ভার্গভ

রাজস্থান

এইচ এল শাস্ত্রী

সিকিম

কে এল দর্জি

তামিলনাড়ু

সি এন আন্নাদুরাই

ত্রিপুরা

শচীন্দ্রলাল সিং

উত্তরপ্রদেশ

গোবিন্দবল্লভ পন্থ

উত্তরাখণ্ড

নিত্যানন্দ স্বামী


ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ