পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা [PDF Download] - First in West Bengal Female PDF| Sopoth.in

পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা PDF Download করে নাও | First in West Bengal Female List PDF


First-in-West-Bengal-female-list-PDF-in-Bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পশ্চিমবঙ্গ থেকে প্রথম হওয়া এই মহিলার ব্যক্তিত্বদের তালিকাটিও স্ট্যাটিক জিকে (Static GK) এরই একটি অংশ, এবং এই তালিকাটি তোমাদের চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ।

এই তালিকাটি রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক, সামরিক ইত্যাদি বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রথম হওয়া মহিলা ব্যক্তিত্বদের নিয়ে প্রস্তুত করা হয়েছে।

এই তালিকা থেকে প্রশ্ন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষাতে বহুবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা আছে, তাই আজ তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ব্যক্তিত্বদের এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা


ক্ষেত্রের নাম

মহিলার নাম

প্রথম মহিলা শহীদ

মাতঙ্গিনী হাজরা (29 সেপ্টেম্বর 1942)

প্রথম একাডেমী পুরস্কার প্রাপক

মৈত্রেয়ী দেবী

প্রথম এভারেস্ট জয়ী

ক্যাপ্টেন শিপ্রা মজুমদার

প্রথম জ্ঞানপীঠ পুরস্কার

আশাপূর্ণা দেবী

প্রথম রাজ্যপাল

পদ্মজা নাইডু

প্রথম এম. এ.

চন্দ্রমুখী বসু

প্রথম IAS

রমা মজুমদার

প্রথম জেলাশাসক

রানী ঘোষ

প্রথম দক্ষিণমেরু যাত্রী

সুদ্বীপ্তা সেনগুপ্ত

প্রথম কমার্শিয়াল পাইলট

দূর্বা বন্দ্যোপাধ্যায়

প্রথম ডি.এস.সি

অসীমা চট্টোপাধ্যায়

প্রথম লেনিন শান্তি পুরস্কার

অরুনা আশরাফ আলী


পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের তালিকা PDF Download করে নাও - First in West Bengal Female List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ