ভারতের সমস্ত ক্ষেপণাস্ত্রের তালিকা পিডিএফ ডাউনলোড করে নাও - Missiles Of India List PDF in Bengali
ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং ক্ষেপণাস্ত্রের ক্ষমতা প্রতিটি দেশেরই সামরিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ এটিই ঠিক করে দেয় যে প্রতিটি দেশ আন্তর্জাতিকভাবে কতটা সুরক্ষিত।
ভারতের ক্ষেত্রও এর কোন ব্যতিক্রম ঘটেনি, ভারতের ক্ষেপণাস্ত্র গুলিও অবশ্যইভাবে ভারতকে আন্তর্জাতিক থেকে আরও সুরক্ষিত করে তোলে।
এবং এই সুরক্ষার জন্যই ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং ক্ষেপণাস্ত্রের ক্ষমতা প্রতিটি দেশের কাছে অতি গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বের জন্যই ভারতের বিভিন্ন চাকরির পরীক্ষায় ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে।
এই তালিকাটিতে ক্ষেপণাস্ত্রের নাম, প্রকৃতি, ক্ষমতা ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এর যে কোন অংশ থেকেই আগামী চাকরীর পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে,
তাই প্রথমে নিচে দেওয়া তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতের ক্ষেপনাস্ত্রের তালিকা
ভারতের ক্ষেপণাস্ত্র/ মিসাইল সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর তথ্য
- সরকারিভাবে ঘোষণা না করলেও ভারতের কাছে প্রায় 130 থেকে 140 টি পারমাণবিক মিসাইল/ ক্ষেপণাস্ত্র রয়েছে।
- ভারত প্রথম পারমাণবিক কর্মসূচি শুরু করে 1967 সালে
- ভারত তার প্রথম পারমাণবিক মিসাইল/ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে 18ই মে 1974 সাল।
- ভারতের সর্বাধিক পাল্লার/ দূরত্ব অতিক্রম করার ক্ষমতা যুক্ত মিসাইল হলো: অগ্নি-5, 8000 কিমি।
- ভারত আজ পর্যন্ত মোট 6 বার পারমাণবিক মিসাইল/ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।
- ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র স্থাপন করেন হোমি জাহাঙ্গীর ভাবা 1944 সালে, যার নাম - টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ।
- 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক মিসাইল/ ক্ষেপণাস্ত্র পরীক্ষা "স্মাইলিং বুদ্ধা" সংঘটন করা হয়, ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে।
ভারতের ক্ষেপনাস্ত্রের তালিকা PDF Download করে নাও - List Of Missiles Of India PDF Download
FAQs
1. ভারতের কাছে মোট কয়টি পারমাণবিক/ ক্ষেপণাস্ত্র রয়েছে?
প্রায় 130-140 টি।
2. ভারত কত সালে প্রথম পারমাণবিক মিসাইল/ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে?
1974 সালে।
3. ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম কি?
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ।
4. ভারতের পারমাণবিক রিসার্চ, কর্মসূচি/ প্রোগ্রামের জনক কে?
হোমি জাহাঙ্গীর ভাবা।
5. ভারতের প্রথম পারমাণবিক গবেষণামূলক পরীক্ষার নাম কি ছিল?
স্মাইলিং বুদ্ধা।
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!