গুরুত্বপূর্ণ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম তালিকা পিডিএফ ডাউনলোড - Important Plants Scientific Names PDF In Bengali
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম তালিকা পিডিএফ শেয়ার করবো।
প্রতিটি উদ্ভিদ প্রজাতির একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম রয়েছে, যার দ্বারা বিভিন্ন উদ্ভিদ প্রজাতিকে আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ করা সম্ভব। এমনটা করা হয়েছে যাতে - পৃথিবীর যেকোনো প্রান্তের যেকেউ একটি নির্দিষ্ট উদ্ভিদকে তার বিজ্ঞানসম্মত নাম দেখে সঠিকভাবে চিনতে পারে।
বর্তমানে প্রচলিত বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নামটি হলো "দ্বিপদ নামকরণ", এর দুটি অংশ থাকে। প্রথমটি হলো "গণ" (বা Genus) এবং দ্বিতীয়টি হলো "প্রজাতি" ( বা Species)।
গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্ভিদের বিজ্ঞানসম্মত এই নাম গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
গুরুত্বপূর্ণ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম তালিকা
গুরুত্বপূর্ণ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম তালিকা PDF Download করে নাও - Important Plants Scientific Names List PDF Download
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
উদ্ভিদের বিজ্ঞানসম্মত নামকরণের সমস্ত নিয়মাবলী ও তথ্য
- প্রতিটি উদ্ভিদের একটি মাত্র সঠিক বিজ্ঞানসম্মত নাম থাকবে এবং নিয়ম মেনে প্রথম প্রকাশিত হওয়া নামটিই অগ্রাধিকার পাবে, তবে 1লা মে 1753 তারিখের আগে প্রকাশিত নাম বাতিল বলে ধরা হবে।
- উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সর্বদা বাঁকা ইংরেজি হরফে (ইটালিক) প্রিন্ট করতে হবে, হাতে লেখার সময় নামের নিচে দাগ (Underline) দিতে হবে।
- বিজ্ঞানসম্মত নাম কখনোই বাংলা হরফে লেখা যাবে না।
- বিজ্ঞানসম্মত নামকরণের প্রথম পদ, "গণ" এর প্রথম অক্ষরটি বড় হরফের এবং দ্বিতীয় পদ অর্থাৎ- "প্রজাতির" প্রথম অক্ষরটি ছোট হরফের লিখতে হবে।
- যে বিজ্ঞানী উদ্ভিদের বিজ্ঞানসম্মত নামকরণ করবেন দ্বিপদ নামের শেষে তার নাম সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
- যদি কোনো উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সংশোধন করতে হয় তবে যিনি সংশোধন করবেন তার নাম ও পুরনো নাম দাতার নাম ব্র্যাকেটে লিখতে হবে।
- দুজন বৈজ্ঞানিক একসঙ্গে কোন বিজ্ঞানসম্মত নাম করণ করলে দুজনের নাম 'et' বা '&' দিয়ে জুড়ে লিখতে হবে।
- কোনো দুটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম কখনোই এক হবে না।
FAQs - উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম সম্পর্কিত কয়েকটি প্রশ্ন
1. টেকটোনা গ্র্যান্ডিস/ টেকটোনা গ্রান্ডিস কার বিজ্ঞানসম্মত নাম?
সেগুন গাছের।
2. ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি?
ওরাইসা স্যাটাইভা।
3. গম গাছের বিজ্ঞানসম্মত নাম কি?
ট্রিটিকাম অ্যাসটিভাম।
4. বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি?
ফিকাস বেঙ্গালেন্সিস।
5. মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি?
পিজাম স্যাটিভাম।
6. আম গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
মঙ্গিফেরা ইন্ডিকা।
7. পেয়ারা গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
পসিডিয়াম গুয়াজাভা।
8. শাল গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
সিরিয়া রোবাস্টা।
9. চা গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
ক্যামেলিয়া সিনেন্সিস।
10. কফি গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
কফি অ্যারাবিকা।
11. তামাক গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
নিকোটিনা টাবাকাম।
12. সিঙ্কোনা গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
সিঙ্কোনা ক্যালিসায়া।
13. সর্পগন্ধা গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
রাউলফিনা সর্পেন্টিনা।
14. হলুদ গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
করকুমা লঙ্গা।
15. কলা গাছের বিজ্ঞানসম্মত নাম কী?
মুসা প্যারাডিসিয়েকা।
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!