গুরুত্বপূর্ণ সভাকবি ও রাজাদের তালিকা [PDF Download]- Important Court Poets of Indian Kings PDF|Sopoth.in

গুরুত্বপূর্ণ সভাকবি ও রাজাদের তালিকা পিডিএফ ডাউনলোড - Important Court Poets of Indian Kings List PDF in Bengali


famous-court-poets-of-different-kings-pdf-in-bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ সভাকবি ও রাজাদের সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন রাজার রাজসভায় উপস্থিত থাকা এইসব সভাকবিদের সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ সভাকবি ও রাজাদের সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

গুরুত্বপূর্ণ সভাকবি ও রাজাদের সম্পূর্ণ তালিকা


সভাকবি

পৃষ্ঠপোষক রাজা

সন্ধ্যাকর নন্দী

মদন পাল

বানভট্ট

হর্ষবর্ধন

কালিদাস

দ্বিতীয় চন্দ্রগুপ্ত

রবি কীর্তি

দ্বিতীয় পুলকেশী

হলায়ুধ

লক্ষণ সেন

নাগার্জুন

কনিষ্ক

অশ্বঘোষ

কনিষ্ক

জয়দেব

লক্ষণ সেন

আমির খসরু

আলাউদ্দিন খলজী

হরিষেণ

সমুদ্রগুপ্ত

ভারবি

সিংহ বিষ্ণু

অলবিরুনি

মোহাম্মদ গজনী

আবুল ফজল

আকবর

ধোয়ী

লক্ষণ সেন

ফেরদৌসী

সুলতান মামুদ

হলধর মিশ্র

নরসিংহ দেব

জিয়াউদ্দিন বরনী

ফিরোজ শাহ তুঘলক

চাঁদ বরদৈ

পৃথ্বীরাজ চৌহান

সোমদেব

দ্বিতীয় পৃথ্বীরাজ

অমর সিংহ

দ্বিতীয় চন্দ্রগুপ্ত

কবীন্দ্র পরমেশ্বর

পরাগল খাঁ

বারুপতি

যশবর্ধন

রাজশেখর

মহিপাল

গুনধ্যায়

রাজা হল

মহাবীরাচার্য

রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ

লাহরী

শাহজাহান

জগন্নাথ পন্ডিত

শাহজাহান

আব্দুল হামিদ

শাহজাহান

মীরা হাসান দেহলভি

আলাউদ্দিন খলজী

ভবভূতি

যশবর্ধন

হাসান নিজামী

কুতুবউদ্দিন আইবক

শিকর নন্দী

ছুটি খাঁ


গুরুত্বপূর্ণ সভাকবি ও রাজাদের তালিকা PDF Download করে নাও - Important Court Poets of Indian Kings List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ