গুরুত্বপূর্ণ রোগ ও ভ্যাকসিনের আবিষ্কর্তা তালিকা পিডিএফ ডাউনলোড - Important Diseases And Vaccine Inventors List PDF In Bengali
▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ রোগ ও তাদের ভ্যাকসিনের আবিষ্কর্তা তালিকা পিডিএফ শেয়ার করবো।
বিভিন্ন রোগ ও তাদের ভ্যাকসিনের আবিষ্কর্তা সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এর আবিষ্কর্তা সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
গুরুত্বপূর্ণ রোগ ও ভ্যাকসিন এর আবিষ্কর্তা তালিকা
রোগ (জীবাণুর ধরন) | টিকা (আবিষ্কার সাল) | আবিষ্কারক |
কলেরা (ব্যাকটেরিয়া) | কলেরা ভ্যাকসিন (1892) | রবার্ট কোচ |
টিউবারকিউলোসিস (ব্যাকটেরিয়া) | বিসিজি ভ্যাকসিন (1921) | অ্যালবার্ট ক্যালমিত্রা ও ক্যামিলে গুয়েরিন |
টিটেনাস (ব্যাকটেরিয়া) | টিটেনাস টক্সাইড (1927) | পি ডেসকমবে |
ডিপথেরিয়া (ব্যাকটেরিয়া) | ডিপথেরিয়া ভ্যাকসিন (1923) | জি রামান |
পারটুসিস (ব্যাকটেরিয়া) | পারটুসিস ভ্যাকসিন (1923) | থোরভাল্ড ম্যাডসেন |
ইনফ্লুয়েঞ্জা (ভাইরাস) | ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (1937) | থমাস ফ্রান্সিস |
পোলিও (ভাইরাস) | ওরাল পোলিও ভ্যাকসিন (1957) | স্যাবিন |
পোলিও (ভাইরাস) | সক'স পোলিও ভ্যাকসিন (1954) | জোনাস সক |
স্মলপক্স (ভাইরাস) | পক্স ভ্যাকসিন (1898) | এডওয়ার্ড জেনার |
মাম্পস (ভাইরাস) | মাম্পস ভ্যাকসিন (1949) | মরিস হিলম্যান |
ইয়েলো ফিভার (ভাইরাস) | ইয়েলো ফিভার ভ্যাকসিন (1937)) | ম্যাক্স থিলার |
হাইড্রোফোবিয়া (ভাইরাস) | রেবিস ভ্যাকসিন (1885) | পল বার্গ |
রুবেলা (ভাইরাস) | রুবেলা ভ্যাকসিন (1962) | মরিস হিলম্যান |
হেপাটাইটিস এ (ভাইরাস) | হেপাটাইটিস এ ভ্যাকসিন (1976) | মরিস হিলম্যান |
মিসলেস (ভাইরাস) | মিসলেস ভ্যাকসিন (1960) | মরিস হিলম্যান |
গুরুত্বপূর্ণ রোগ ও ভ্যাকসিন এর আবিষ্কর্তা তালিকা PDF Download করে নাও - Important Diseases And Vaccine Inventors List PDF Download
নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!