গুরুত্বপূর্ণ রোগ ও ভ্যাকসিনের আবিষ্কর্তা তালিকা [PDF Download]- Important Diseases And Vaccines List PDF| Sopoth.in

গুরুত্বপূর্ণ রোগ ও ভ্যাকসিনের আবিষ্কর্তা তালিকা পিডিএফ ডাউনলোড - Important Diseases And Vaccine Inventors List PDF In Bengali


important-diseases-and-vaccine-inventors-PDF-in-Bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ রোগ ও তাদের ভ্যাকসিনের আবিষ্কর্তা তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন রোগ ও তাদের ভ্যাকসিনের‌ আবিষ্কর্তা সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ ও ভ্যাকসিন এর আবিষ্কর্তা সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

গুরুত্বপূর্ণ রোগ ও ভ্যাকসিন এর আবিষ্কর্তা তালিকা


রোগ (জীবাণুর ধরন)

টিকা (আবিষ্কার সাল)

আবিষ্কারক

কলেরা (ব্যাকটেরিয়া)

কলেরা ভ্যাকসিন (1892)

রবার্ট কোচ

টিউবারকিউলোসিস (ব্যাকটেরিয়া)

বিসিজি ভ্যাকসিন (1921)

অ্যালবার্ট ক্যালমিত্রা ও ক্যামিলে গুয়েরিন

টিটেনাস (ব্যাকটেরিয়া)

টিটেনাস টক্সাইড (1927)

পি ডেসকমবে

ডিপথেরিয়া (ব্যাকটেরিয়া)

ডিপথেরিয়া ভ্যাকসিন (1923)

জি রামান

পারটুসিস (ব্যাকটেরিয়া)

পারটুসিস ভ্যাকসিন (1923)

থোরভাল্ড ম্যাডসেন

ইনফ্লুয়েঞ্জা (ভাইরাস)

ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (1937)

থমাস ফ্রান্সিস

পোলিও (ভাইরাস)

ওরাল পোলিও ভ্যাকসিন (1957)

স্যাবিন

পোলিও (ভাইরাস)

সক'স পোলিও ভ্যাকসিন (1954)

জোনাস সক

স্মলপক্স (ভাইরাস)

পক্স ভ্যাকসিন (1898)

এডওয়ার্ড জেনার

মাম্পস (ভাইরাস)

মাম্পস ভ্যাকসিন (1949)

মরিস হিলম্যান

ইয়েলো ফিভার (ভাইরাস)

ইয়েলো ফিভার ভ্যাকসিন (1937))

ম্যাক্স থিলার

হাইড্রোফোবিয়া (ভাইরাস)

রেবিস ভ্যাকসিন (1885)

পল বার্গ

রুবেলা (ভাইরাস)

রুবেলা ভ্যাকসিন (1962)

মরিস হিলম্যান

হেপাটাইটিস এ (ভাইরাস)

হেপাটাইটিস এ ভ্যাকসিন (1976)

মরিস হিলম্যান

মিসলেস (ভাইরাস)

মিসলেস ভ্যাকসিন (1960)

মরিস হিলম্যান


গুরুত্বপূর্ণ রোগ ও ভ্যাকসিন এর আবিষ্কর্তা তালিকা PDF Download করে নাও - Important Diseases And Vaccine Inventors List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ