ভারতের প্রথম মহিলাদের তালিকা PDF Download করে নাও | First in India Female List PDF
▶️আজকে তোমার সঙ্গে ভারতের প্রথম মহিলাদের তালিকা পিডিএফ শেয়ার করবো।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া এই মহিলার ব্যক্তিত্বদের তালিকাটিও স্ট্যাটিক জিকে (Static GK) এর একটি অংশ, এবং এই তালিকাটি তোমাদের চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ।
এই তালিকাটি ভারতের রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক বিভিন্ন বিষয়ে, সামরিক বিভাগে ইত্যাদি সমস্ত বিষয়ে প্রথম হওয়া মহিলা ব্যক্তিত্বদের নিয়ে প্রস্তুত করা হয়েছে।
এই তালিকা থেকে বিভিন্ন প্রশ্ন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষাতে একাধিকবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে, তাই আজ তোমার সঙ্গে ভারতের প্রথম মহিলা ব্যক্তিত্বদের এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতের প্রথম মহিলাদের তালিকা
ক্ষেত্রের নাম | ব্যক্তির নাম |
প্রথম মহিলা প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী |
প্রথম ভারতীয় মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী |
প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী | কল্পনা চাওলা |
প্রথম মহিলা ক্রিকেট কোচ | সুনিতা শর্মা |
প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি | সরোজিনী নাইডু |
প্রথম মহিলা জ্ঞানপীঠ জয়ী | আশাপূর্ণা দেবী |
প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী | দেবিকা রানি |
প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া |
প্রথম ভারতীয় মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
প্রথম মহিলা পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন জয়ী সংগীতশিল্পী | সুভালক্ষী |
প্রথম পদ্মশ্রী জয়ী অভিনেত্রী | নার্গিস দত্ত |
কমনওয়েলথ গেমসে কুস্তিতে সোনা মেডেল জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর | গীতা ফোগাট |
ভারতের প্রথম মহিলা আইপিএস | কিরণ বেদী |
প্রথম ভারতীয় মিস আর্থ | নিকোলা ফারিয়া |
প্রথম মহিলা অটোরিকশা চালক | শিলা দ্বারি |
অলিম্পিক গেমসে ফাইনাল রাউন্ডে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট | পি টি ঊষা |
পাঁচটি মহাদেশের সাত সমুদ্র অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা | বুলা চৌধুরী |
কাশ্মীরের প্রথম মহিলা আইপিএস অফিসার | রুবেদা সালাম |
বিশ্বের প্রথম মহিলা হিসেবে এক দিবসীয় ক্রিকেটে ছয় হাজার রান সংগ্রহকারী | মিতালি রাজ |
প্রথম মহিলা কার্ডিয়লজিস্ট | ডক্টর এস পদ্মাবতী |
গ্র্যামি পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা | তানভি শা |
ভারতের প্রথম মহিলা ট্যাক্সি ড্রাইভার | সেলভি গৌরা |
মার্চেন্ট নেভির প্রথম মহিলা ক্যাপ্টেন | রাধিকা মেনন |
যাত্রীবাহী ট্রেনের প্রথম মহিলা পাইলট | সুরেখা যাদব |
ভারতের প্রথম মহিলাদের তালিকা PDF Download করে নাও - First in India Female List PDF Download
নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!