বিখ্যাত লিপি ও প্রশস্তির তালিকা [PDF Download]- Important Inscriptions of India History PDF| Sopoth.in

গুরুত্বপূর্ণ লিপি ও প্রশস্তির তালিকা পিডিএফ ডাউনলোড - Important Inscriptions of India History PDF In Bengali


important-inscriptions-of-different-Kings-PDF-in-Bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ লিপি ও প্রশস্তির সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন রাজার আমলে সৃষ্ট গুরুত্বপূর্ণ এই লিপি ও প্রশস্তি গুলি সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ লিপি ও প্রশস্তি সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

গুরুত্বপূর্ণ লিপি ও প্রশস্তির সম্পূর্ণ তালিকা


লিপি / প্রশস্তি

রাজার নাম

এলাহাবাদ প্রশস্তি

অশোক ও সমুদ্রগুপ্ত

সাঁচী

অশোক

সারনাথ

অশোক

দেবী

অশোক

ধৌলী

অশোক

মানসর

অশোক

কলিঙ্গ লিপি

অশোক

কৌশম্বি লিপি

অশোক

ঘুনাই লিপি

অশোক

রোধিয়

অশোক

মিরাট লিপি

অশোক

রূপনাথ

অশোক

শিবালিক

অশোক

গিরনার

অশোক

কলসি

অশোক

জৌগান

অশোক

সাহাবাজগড়ি

অশোক

জুনাগড় লিপি

রুদ্র দমন

আইহোল লিপি

দ্বিতীয় পুলকেশী

নানাঘাট লিপি

প্রথম সাতকর্ণী

নাসিক প্রশস্তি

গৌতমীপুত্র সাতকর্ণী

খালিমপুর লিপি

দেবপাল

মান্দাসোর

যশোবর্মন

হাতিগুম্ফা লিপি

কলিঙ্গরাজ খারবেল

গীরীনগর শিলালিপি

রুদ্রদমন

গোয়ালিয়র প্রশস্তি

ভোজরাজ

এলাহাবাদ স্তম্ভলিপি

সমুদ্র গুপ্ত

গজাম লিপি

শশাঙ্ক

দেওপাড়া প্রশস্তি

বিজয় সেন

কাসাক্কুদি

মহেন্দ্র বর্মন

হরহ লিপি

ঈশান বর্মন


গুরুত্বপূর্ণ লিপি ও প্রশস্তির তালিকা PDF Download করে নাও - Important Inscriptions of India History List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ