ভারতের নদ নদীর গুরুত্বপূর্ণ মিলনস্থল [PDF Download]- Meeting Points of Indian Rivers PDF| Sopoth.in

ভারতের নদ নদীর গুরুত্বপূর্ণ মিলনস্থল পিডিএফ ডাউনলোড - Important Meeting Points of Indian Rivers List PDF in Bengali


important-meeting-points-of-Indian-rivers-pdf-in-bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!

▶️আজকে তোমার সঙ্গে ভারতের নদনদীর গুরুত্বপূর্ণ মিলনস্থল তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতীয় নদ-নদী এর গুরুত্বপূর্ণ এই মিলনস্থল গুলির সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের নদনদীর গুরুত্বপূর্ণ মিলনস্থল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতের নদনদীর গুরুত্বপূর্ণ মিলনস্থল তালিকা


নদীর নাম

সঙ্গমস্থলের নাম

অলকানন্দা ও ভাগীরথী

দেবপ্রয়াগ (উত্তরাখণ্ড)

অলকানন্দা ও মন্দাকিনী

রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড)

অলকানন্দা ও নন্দাকিনী

নন্দাপ্রয়াগ (উত্তরাখণ্ড)

অলকানন্দা ও ধৌলিগঙ্গা

বিষ্ণুপ্রয়াগ (উত্তরাখণ্ড)

অলকানন্দা ও পিন্দার 

কর্ণপ্রয়াগ (উত্তরাখণ্ড)

অলকানন্দা ও সরস্বতী

কেশব প্রয়াগ

মন্দাকিনী ও অলশতরঙ্গিনী

সূর্য প্রয়াগ

গঙ্গা, যমুনা ও সরস্বতী

প্রয়াগ রাজ

গঙ্গা ও যমুনা

এলাহাবাদ (উত্তর প্রদেশ)

গঙ্গা ও কোশি

কুরুসেলা (বিহার)

গঙ্গা ও গন্ডক

হাজিপুর (বিহার)

শ্যামগঙ্গা ও ভাগীরথী

শ্যামপ্রয়াগ

নীলগঙ্গা ও ভাগীরথী

গুপ্ত প্রয়াগ

ভাগীরথী ও ন্যাসগঙ্গা

ইন্দ্র প্রয়াগ

সোমনদী ও মন্দাকিনী

সোম প্রয়াগ

যমুনা, চম্বল, পাহুজ, সিন্দ ও কুয়ারি

পঞ্চনদ (উত্তর প্রদেশ)

যমুনা ও বেতোয়া

হামিরপুর (উত্তর প্রদেশ)

শতদ্রু ও বিপাশা

হারিকা জলাভূমি (পাঞ্জাব)

কৃষ্ণা ও তুঙ্গভদ্রা

আলমপুর (তেলেঙ্গানা)

তুঙ্গ ও ভদ্রা

কুডলি (কর্ণাটক)

গোদাবরী ও ইন্দ্রাবতী

ভদ্রকালী (ছত্রিশগড়)

কাবেরী, ভবানী ও আমুধা

ত্রিবেণীসঙ্গম (তামিলনাড়ু)

কালিয়ার, কথায়ার ও থোডুপুঝায়ার

মুভাট্টুপুঝা (কেরালা)

মুধিরাপুঝা, নাল্লাথানি ও কন্ডলি

মুন্নার (কেরালা)


ভারতের নদ-নদীর গুরুত্বপূর্ণ মিলনস্থল তালিকা PDF Download করে নাও -  Important Meeting Points of Indian Rivers List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ