পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - West Bengal National Parks Complete List PDF in Bengali
জাতীয় উদ্যান বা National Park হলো কেন্দ্র সরকার দ্বারা সংরক্ষিত বন্যজীবন ও জীব বৈচিত্রের সংরক্ষণ স্থান। এই উদ্যান গুলিতে যেকোনরকম গঠনমূলক কাজ, চোরাশিকার, বৃক্ষছেদন, গোচারণ বা চাষবাস মুলক কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে।
এই জাতীয় উদ্যান গুলির সীমানা অতি স্পষ্ট হবে সরকার দ্বারা চিহ্নিত করা থাকে, এবং এর সীমানার ভিতরে কোন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে।
কোনো বিশেষ জীব বৈচিত্র সম্পন্ন এবং বিশেষ বাস্তুতান্ত্রিক গুরুত্বপূর্ণ স্থানকেই কেন্দ্র সরকার জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দান করে
পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার অনুমোদিত মোট 6 টি জাতীয় উদ্যান রয়েছে, এই জাতীয় উদ্যান গুলিতে বিশেষ করে কোন কোন প্রাণীর সংরক্ষণ করা হয়েছে, কোন কোন সালে এগুলি স্থাপন করা হয়েছিল ইত্যাদি সম্বন্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করা হয়ে থাকে,
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান সমূহ সম্পূর্ণ তালিকা
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সম্পূর্ণ তালিকা PDF Download করে নাও - West Bengal National Parks Complete List PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!