পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সম্পূর্ণ তালিকা [PDF Download]- West Bengal National Parks List PDF| Sopoth.in

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - West Bengal National Parks Complete List PDF in Bengali


National-parks-list-of-West-Bengal-PDF-in-Bengali


▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!

▶️আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের তালিকা পিডিএফ শেয়ার করবো।


জাতীয় উদ্যান বা National Park হলো কেন্দ্র সরকার দ্বারা সংরক্ষিত বন্যজীবন ও জীব বৈচিত্রের সংরক্ষণ স্থান। এই  উদ্যান গুলিতে যেকোনরকম গঠনমূলক কাজ, চোরাশিকার, বৃক্ষছেদন, গোচারণ বা চাষবাস মুলক কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে।


এই জাতীয় উদ্যান গুলির সীমানা অতি স্পষ্ট হবে সরকার দ্বারা চিহ্নিত করা থাকে, এবং এর সীমানার ভিতরে কোন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে।


কোনো বিশেষ জীব বৈচিত্র সম্পন্ন এবং বিশেষ বাস্তুতান্ত্রিক গুরুত্বপূর্ণ স্থানকেই কেন্দ্র সরকার জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দান করে


পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার অনুমোদিত মোট 6 টি জাতীয় উদ্যান রয়েছে, এই জাতীয় উদ্যান গুলিতে বিশেষ করে কোন কোন প্রাণীর সংরক্ষণ করা হয়েছে, কোন কোন সালে এগুলি স্থাপন করা হয়েছিল ইত্যাদি সম্বন্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করা হয়ে থাকে,


তাই আজ তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান গুলি সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।


পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান সমূহ সম্পূর্ণ তালিকা


নাম

জেলার নাম

সংরক্ষিত প্রাণী

স্বীকৃতি সাল

সুন্দরবন

দক্ষিণ 24 পরগনা

বাঘ, হরিণ ইত্যাদি

1984

গরুমারা

জলপাইগুড়ি

একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ, কাকর হরিণ, বুনো শুকর, সম্বর, বরাহ হরিণ ইত্যাদি

1994

জলদাপাড়া

আলিপুরদুয়ার

একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ, কাকর হরিণ, বুনো শুকর, সম্বর, বরাহ হরিণ ইত্যাদি

2012

বক্সা

আলিপুরদুয়ার

বাঘ, হাতি ইত্যাদি

1992

সিঙ্গালিলা

দার্জিলিং

লাল পান্ডা, বনবিড়াল, মেঘলা চিতা, বাঘ, পাখি ইত্যাদি

1986

নেওড়া ভ্যালি

দার্জিলিং

বাঘ, কাকর হরিণ, হাতি, চিতল হরিণ, বন্য শূকর, লাল পান্ডা ইত্যাদি

1986


পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সম্পূর্ণ তালিকা PDF Download করে নাও - West Bengal National Parks Complete List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF


▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ