পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান সমূহের উপনাম [PDF Download]- West Bengal Places Nicknames| Sopoth.in

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান সমূহের উপনাম পিডিএফ ডাউনলোড - West Bengal Places Nicknames PDF in Bengali


West-Bengal-famous-places-nickname-PDF-in-Bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!

▶️আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান ও তাদের উপনাম তালিকা পিডিএফ শেয়ার করবো।

গোটা বিশ্বের মতো পশ্চিমবঙ্গের এমন কিছু বিখ্যাত স্থান রয়েছে, যেগুলি কোন না কোন দিক দিয়ে সমৃদ্ধ বা বিশেষ খ্যাতি সম্পন্ন।

এই সমস্ত স্থানের উপনাম গুলি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে দেওয়া হয়েছে, যেমন - কোনো বিশেষ ভৌগলিক অবস্থান, কোনো প্রাকৃতিক সৌন্দর্যের অবস্থান, বা কোনো প্রাকৃতিক সৃষ্টির অবস্থান, কোনো বিশেষ ইন্ডাস্ট্রির অবস্থান, বা কোন প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, অথবা কোন বিস্তৃত অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যকে  চিহ্নিত করতে দেওয়া হয়েছে।

স্থান গুলিকে এই সমস্ত উপনাম ঐতিহাসিকভাবে, সরকারিভাবে বা  বেসরকারিভাবে বিভিন্ন মাধ্যমে প্রদান করা হয়েছে।

পশ্চিমবঙ্গের এই বিখ্যাত স্থানের বিশেষ উপনাম গুলি পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য,

তাই আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিখ্যাত স্থানের উপনাম সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান ও তাদের উপনাম সম্পূর্ণ তালিকা


উপনাম

আসল নাম

প্রাসাদ নগরী (City of palace)

কলকাতা

বিজ্ঞান নগরী (Science City)

কলকাতা

আনন্দের শহর (City of joy)

কলকাতা

পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of eastern India)

কলকাতা

ভারতের সাংস্কৃতিক রাজধানী (Cultural capital of India)

কলকাতা

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

বাংলার দুঃখ (Sorrow of Bengal)

দামোদর নদ

ভারতের গ্লাসগো (Glasgow of India)

হাওড়া

বাংলার অক্সফোর্ড (Oxford of Bengal)

নবদ্বীপ

ভারতের রূঢ় (Rurh of India)

দুর্গাপুর

পশ্চিমবঙ্গের ধানের গোলা (Rice bowl of West Bengal)

বর্ধমান

কালো হীরের স্থান (Land of Black diamond)

আসানসোল

ত্রাসের নদী (River of fear)

তিস্তা

আমের শহর (Mango City)

মালদা

উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার (Gateway of North eastern India)

শিলিগুড়ি

পাহাড়ের রানী (Queen of hills)

দার্জিলিং

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

ডুয়ার্সের প্রবেশদ্বার (Gateway Of The duars)

শিলিগুড়ি

অর্কিডের শহর (City of orchid)

কার্শিয়াং

মানভূম সিটি (Manbhum City)

পুরুলিয়া


পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্থান ও তাদের উপনাম তালিকা PDF Download করে নাও - West Famous Places and Nicknames List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ