পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের সম্পূর্ণ তালিকা [PDF Download]- West Bengal Sanctuaries List PDF| Sopoth.in

পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - West Bengal Sanctuaries Complete List PDF in Bengali


West-Bengal-sanctuaries-list-PDF-in-Bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য এর তালিকা পিডিএফ শেয়ার করবো।


অভায়ারণ্য সেই সমস্ত স্থানকে বলা হয়, যেখানে জীব বৈচিত্র এবং বাস্তু তন্ত্রের কিছু বিশেষ গুরুত্ব এবং বিশেষত্ব রয়েছে, এবং যেগুলি সরকার দ্বারা সংরক্ষিত বলে ঘোষিত হয়েছে।


জাতীয় উদ্যান গুলির মত অভয়ারণ্য গুলিতে মনুষ্য প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকে না, এগুলিতে আংশিকভাবে মানুষের প্রবেশ, বসবাস এবং চাষবাস করার সরকার দ্বারা অনুমতি দেওয়া থাকে, কিন্তু এই মনুষ্য প্রবেশ যেন যেন কোনোভাবেই বন্যজীবন বা বন্য জীব সমুহের অসুবিধার সৃষ্টি না করে।


এখানে এই তালিকাতে পশ্চিমবঙ্গের সমস্ত অভয়ারণ্যের সম্পর্কে তথ্য, যেমন - কোন জেলায় অবস্থান করছে, কোন কোন প্রাণী সংরক্ষিত রয়েছে, কত সালে স্থাপিত হয়েছিল ইত্যাদি সমস্ত সম্পর্কে উল্লেখ করা হয়েছে, যা তোমাদের চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ,


তাই আজ তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের অভায়ারণ্য গুলির সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।


পশ্চিমবঙ্গের অভয়ারণ্য সম্পূর্ণ তালিকা


নাম

জেলার নাম

সংরক্ষিত প্রাণী

প্রতিষ্ঠা সাল

বক্সা

জলপাইগুড়ি

বাঘ, হাতি ইত্যাদি

1986

চাপড়ামারি

জলপাইগুড়ি

চিতা, ময়ূর, হাতি, বাঘ, সম্বর, কাকর হরিণ, বরাহ হরিণ, গাউর ইত্যাদি

1998

পক্ষী বিতান

জলপাইগুড়ি

বিভিন্ন প্রজাতির পাখি

2013

সজনেখালি

দক্ষিণ 24 পরগনা

হাঁস, পানকৌড়ি, শঙ্খচিল, ঈগল, কুমির, বন্য শূকর, বাঘ, মরাল, ভোঁদড় ইত্যাদি

1976

হলিডে দ্বীপ

দক্ষিণ 24 পরগনা

চিতল হরিণ, বুনো শুকর, কুমির, মর্কট 

1976

লোথিয়ান দ্বীপ

দক্ষিণ 24 পরগনা

চিতল হরিণ, বানর, বুনো শুকর, বনবিড়াল, মর্কট

1976

বিভূতিভূষণ অভয়ারণ্য

দক্ষিণ 24 পরগনা

হরিণ, বনবিড়াল ইত্যাদি

1980

চিন্তামণি কর পক্ষী

দক্ষিণ 24 পরগনা

বেনেবৌ, টুনটুনি, ছাতারে, মুনিয়া ইত্যাদি পক্ষী ও বিভিন্ন প্রজাতির প্রজাপতি

1982

জোড়পোখরি

দার্জিলিং

স্যালাম্যান্ডার, গন্ডার, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি

1985

সিঞ্চল

দার্জিলিং

কাকর হরিণ, হিমালয়ের ভাল্লুক

1915

মহানন্দা

দার্জিলিং

বাঘ, হাতি, কাকর হরিণ, বরাহ হরিণ, সম্বর, বুনো শুকর

1976

রায়গঞ্জ পক্ষী

উত্তর দিনাজপুর

বিভিন্ন প্রজাতির পাখি

1985

বেথুয়াডহরি

নদীয়া

হরিণ, ঘড়িয়াল, বনবিড়াল, পাখি

1980

রমনাবাগান

পূর্ব বর্ধমান

বাঘ, হরিণ, ভাল্লুক, লঙ্গুর

1981

বল্লভপুর

বীরভূম

বাঘ, হরিণ, ভাল্লুক

1977


পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের সম্পূর্ণ তালিকা PDF Download করে নাও - West Bengal Sanctuaries Complete List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF


▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ