পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - West Bengal Sanctuaries Complete List PDF in Bengali
▶️আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য এর তালিকা পিডিএফ শেয়ার করবো।
অভায়ারণ্য সেই সমস্ত স্থানকে বলা হয়, যেখানে জীব বৈচিত্র এবং বাস্তু তন্ত্রের কিছু বিশেষ গুরুত্ব এবং বিশেষত্ব রয়েছে, এবং যেগুলি সরকার দ্বারা সংরক্ষিত বলে ঘোষিত হয়েছে।
জাতীয় উদ্যান গুলির মত অভয়ারণ্য গুলিতে মনুষ্য প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকে না, এগুলিতে আংশিকভাবে মানুষের প্রবেশ, বসবাস এবং চাষবাস করার সরকার দ্বারা অনুমতি দেওয়া থাকে, কিন্তু এই মনুষ্য প্রবেশ যেন যেন কোনোভাবেই বন্যজীবন বা বন্য জীব সমুহের অসুবিধার সৃষ্টি না করে।
এখানে এই তালিকাতে পশ্চিমবঙ্গের সমস্ত অভয়ারণ্যের সম্পর্কে তথ্য, যেমন - কোন জেলায় অবস্থান করছে, কোন কোন প্রাণী সংরক্ষিত রয়েছে, কত সালে স্থাপিত হয়েছিল ইত্যাদি সমস্ত সম্পর্কে উল্লেখ করা হয়েছে, যা তোমাদের চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ,
তাই আজ তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের অভায়ারণ্য গুলির সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
পশ্চিমবঙ্গের অভয়ারণ্য সম্পূর্ণ তালিকা
নাম | জেলার নাম | সংরক্ষিত প্রাণী | প্রতিষ্ঠা সাল |
বক্সা | জলপাইগুড়ি | বাঘ, হাতি ইত্যাদি | 1986 |
চাপড়ামারি | জলপাইগুড়ি | চিতা, ময়ূর, হাতি, বাঘ, সম্বর, কাকর হরিণ, বরাহ হরিণ, গাউর ইত্যাদি | 1998 |
পক্ষী বিতান | জলপাইগুড়ি | বিভিন্ন প্রজাতির পাখি | 2013 |
সজনেখালি | দক্ষিণ 24 পরগনা | হাঁস, পানকৌড়ি, শঙ্খচিল, ঈগল, কুমির, বন্য শূকর, বাঘ, মরাল, ভোঁদড় ইত্যাদি | 1976 |
হলিডে দ্বীপ | দক্ষিণ 24 পরগনা | চিতল হরিণ, বুনো শুকর, কুমির, মর্কট | 1976 |
লোথিয়ান দ্বীপ | দক্ষিণ 24 পরগনা | চিতল হরিণ, বানর, বুনো শুকর, বনবিড়াল, মর্কট | 1976 |
বিভূতিভূষণ অভয়ারণ্য | দক্ষিণ 24 পরগনা | হরিণ, বনবিড়াল ইত্যাদি | 1980 |
চিন্তামণি কর পক্ষী | দক্ষিণ 24 পরগনা | বেনেবৌ, টুনটুনি, ছাতারে, মুনিয়া ইত্যাদি পক্ষী ও বিভিন্ন প্রজাতির প্রজাপতি | 1982 |
জোড়পোখরি | দার্জিলিং | স্যালাম্যান্ডার, গন্ডার, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি | 1985 |
সিঞ্চল | দার্জিলিং | কাকর হরিণ, হিমালয়ের ভাল্লুক | 1915 |
মহানন্দা | দার্জিলিং | বাঘ, হাতি, কাকর হরিণ, বরাহ হরিণ, সম্বর, বুনো শুকর | 1976 |
রায়গঞ্জ পক্ষী | উত্তর দিনাজপুর | বিভিন্ন প্রজাতির পাখি | 1985 |
বেথুয়াডহরি | নদীয়া | হরিণ, ঘড়িয়াল, বনবিড়াল, পাখি | 1980 |
রমনাবাগান | পূর্ব বর্ধমান | বাঘ, হরিণ, ভাল্লুক, লঙ্গুর | 1981 |
বল্লভপুর | বীরভূম | বাঘ, হরিণ, ভাল্লুক | 1977 |
পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের সম্পূর্ণ তালিকা PDF Download করে নাও - West Bengal Sanctuaries Complete List PDF Download
নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!