বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম ব্যক্তিত্বদের তালিকা | First In India List PDF Download in Bengali
▶️আজকে তোমার সঙ্গে ভারতের প্রথম ব্যক্তিত্বদের তালিকা শেয়ার করবো।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ব্যক্তিত্বদের এই তালিকাটি স্ট্যাটিক জিকের (Static GK) একটি অংশ, কারণ প্রথম হওয়া এই ব্যক্তিত্বরা চিরদিন প্রথমই থাকবে, কোনভাবেই পরিবর্তিত হবে না।
এই তালিকাটি রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক বিভিন্ন বিষয়ে, সামরিক বিভাগে ইত্যাদি সমস্ত বিষয়ে প্রথম হওয়া ব্যক্তিত্বদের নিয়ে প্রস্তুত করা হয়েছে।
এই তালিকা থেকে বিভিন্ন প্রশ্ন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষাতে একাধিকবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তাই আজ তোমার সঙ্গে ভারতের প্রথম ব্যক্তিত্বদের এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ভারতের প্রথম ব্যক্তিত্বদের তালিকা - List Of First in India
ক্ষেত্র | ব্যক্তির নাম |
ভারতের প্রথম রাষ্ট্রপতি | ডঃ রাজেন্দ্র প্রসাদ |
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি | ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
ভারতের প্রথম প্রধানমন্ত্রী | জওহরলাল নেহেরু |
ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী | সরদার বল্লভভাই প্যাটেল |
ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি | ডঃ রাজেন্দ্র প্রসাদ |
ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি | ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী | আর কে সম্মুগম চেট্টি |
ভারতের প্রথম আই সি এস অফিসার | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
প্রথম ভারতীয় নোবেল জয়ী | রবীন্দ্রনাথ ঠাকুর(1913) |
প্রথম ভারতীয় অস্কার জয়ী | ভানু অথাইয়া |
ভারতের প্রথম বিলেত যাত্রী | রাজা রামমোহন রায় |
প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি | রাম প্রসাদ রায় |
প্রথম ভারতীয় গভর্নর | লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ |
প্রথম ভারতীয় ব্যারিস্টার | জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর |
ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী | জি শংকর কুরুপ |
ভারতের প্রথম মহাকাশচারী | রাকেশ শর্মা |
প্রথম ভারতরত্ন প্রাপক | চক্রবর্তী রাজা গোপালাচারী |
ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান | ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
ভারতের প্রথম চিফ জাস্টিস | হীরালাল জে কানিয়া |
ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান | স্যার টমাস অ্যালমহারেস্ট |
ভারতের প্রথম নৌ বাহিনীর প্রধান | আর ডি কাটারি |
ভারতের প্রথম কমান্ডার ইন চিফ | কে এম কারিয়াপ্পা |
ভারতের প্রথম টেস্ট ক্রিকেট ক্যাপটেন | সি কে নাইডু |
জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি | সরোজিনী নাইডু |
অক্সিজেন না নিয়ে প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী | ফু দর্জি |
প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি | উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
ভারতের প্রথম দক্ষিণ মেরু জয়ী | জে কে বাজাজ |
প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল জয়ী | মিহির সেন |
প্রথম ভারতীয় ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী | কে ডি যাদব (কুস্তিতে) |
বিশ্ব ব্যাংকের প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর | গৌতম কাজী |
প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য | দাদাভাই নওরোজি |
প্রথম ভারতীয় নিশান-ই-পাকিস্তান জয়ী | মোরারজি দেশাই |
প্রথম ভারতীয় টেস্টে হ্যাটট্রিককারী ক্রিকেটার | চেতন শর্মা (1987) |
প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী | আচার্য্য বিনোবা ভাবে |
প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক | দাদাসাহেব ফালকে |
প্রথম ভারতীয় বিমান বাহিনীর প্রধান | এয়ার চীফ মার্শাল সুব্রত মুখার্জি |
প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড় | রনজিত সিংজি |
ভারতের প্রথম ব্যক্তিত্বদের তালিকা পিডিএফ ডাউনলোড - List Of First in India PDF Download
নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!