মানবদেহের গুরুত্বপূর্ণ রোগ আক্রান্ত স্থান তালিকা পিডিএফ ডাউনলোড - Important Disease And Affected Organs Of Human Body PDF In Bengali
![]() |
মানবদেহের রোগ ও আক্রান্ত স্থান পিডিএফ |
▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে মানবদেহের গুরুত্বপূর্ণ রোগ ও আক্রান্ত স্থান তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ মানবদেহের বিভিন্ন রোগ ও তাদের দ্বারা আক্রান্ত স্থান সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে মানবদেহের বিভিন্ন রোগ আক্রান্ত স্থান সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
মানবদেহের গুরুত্বপূর্ণ রোগ ও আক্রান্ত স্থান তালিকা
রোগের নাম |
আক্রান্ত স্থান |
কনজাংটিভাইটিস |
চোখ |
গ্লুকোমা |
চোখ |
ট্রাকোমা |
চোখ |
অ্যাজমা |
ফুসফুস |
টিউবারকিউলোসিস |
ফুসফুস |
নিউমোনিয়া |
ফুসফুস |
প্লুরাইটিস |
ফুসফুস |
ডায়াবেটিস |
অগ্নাশয়, রক্ত |
ডিফথেরিয়া |
গলা |
গয়টার |
গলা, চোখ |
টনসিলাইটিস |
গলার গ্রন্থি |
আর্থ্রাইটিস |
হাড়ের সংযোগস্থল |
রিকেট |
অস্থি |
সাইনোসাইটিস |
মুখের হাড় |
রিউম্যাটিজম |
অস্থিসন্ধি |
পাইরিয়া |
দাঁত ও মাড়ি |
বাত |
হাড়ের সংযোগস্থল |
মেনিনজাইটিস |
মস্তিষ্ক |
পোলিও |
পা |
টাইফয়েড |
অন্ত্র, সারা দেহ |
লিউকেমিয়া |
রক্ত |
একজিমা |
চামড়া |
এইডস |
দেহের প্রতিরোধ ক্ষমতা |
মানব দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ ও আক্রান্ত স্থান তালিকা PDF Download করে নাও - Important Diseases And Affected Organs Of Human Body PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!