ভারতের বিখ্যাত রাজা ও রাজধানী তালিকা পিডিএফ ডাউনলোড - Famous Kings And Their Kingdoms Of India PDF In Bengali
![]() |
বিখ্যাত রাজা ও রাজধানী পিডিএফ |
▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে বিখ্যাত রাজা ও তাদের রাজধানী তালিকা পিডিএফ শেয়ার করবো।
বিখ্যাত বিভিন্ন রাজা ও তাদের গুরুত্বপূর্ণ এই রাজধানী গুলি সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে বিখ্যাত রাজা ও তাদের রাজধানী সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
বিখ্যাত রাজা ও তাদের রাজধানী সম্পূর্ণ তালিকা
রাজাদের নাম |
রাজধানী |
বিম্বিসার |
রাজগৃহ |
অজাতশত্রু |
রাজগৃহ |
প্রথম সাতকর্ণী |
প্রতিষ্ঠান বা পৈঠান |
কালাশোক |
পাটালিপুত্র |
শিশুনাগ |
বৈশালী |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
উজ্জয়িনী |
চন্দ্রগুপ্ত মৌর্য |
পাটলিপুত্র |
অশোক |
পাটলিপুত্র |
সমুদ্র গুপ্ত |
পাটলিপুত্র |
ধনানন্দ |
পাটলিপুত্র |
শশাঙ্ক |
কর্ণসুবর্ণ |
দ্বিতীয় পুলকেশী |
বাদামি |
তৃতীয় পুলকেশী |
ম্যানখেত |
লক্ষণ সেন |
লক্ষণাবতী |
রাজেন্দ্র চোল |
গণ্ডইকোন্ড |
সোমেশ্বর |
কল্যাণী |
প্রথম পরান্তক |
তাঞ্জোর |
প্রথম প্রবরসেন |
পুরীক |
যশোবর্মন |
মান্দাশোর |
ঘটাক |
বলভি |
মুহাম্মদ বিন তুঘলক |
দিল্লি, দেবগিরি |
ফিরোজ শাহ তুঘলক |
দিল্লি |
শিবাজী |
রায়গর |
আকবর |
ফতেপুর সিক্রি |
সিরাজ উ দ্দৌলা |
মুর্শিদাবাদ |
বিখ্যাত রাজা ও তাদের রাজধানী তালিকা PDF Download করে নাও - Famous Kings And Their Kingdoms List PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!