পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি - জয়ী সেতু | সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য | Sopoth.in

পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি - জয়ী সেতু সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও | Longest Bridge of West Bengal - Joyee Bridge - Important Infos


জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
জয়ী সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে বর্তমানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু - জয়ী সেতু সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো।

বর্তমানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? - জয়ী সেতু


বর্তমানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হল - জয়ী সেতু বা জয়ী ব্রিজ। এটি কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এর মধ্যে যোগসূত্র স্থাপন করেছে।

সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির সমস্ত সামগ্রী ও PDF পেতে, মক টেস্ট দিতে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও এখনে ক্লিক করে👉 Sopoth.in Telegram

এবার জয়ী সেতু সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি নিচে দেখে নাও:-

FAQs - পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু - জয়ী সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন আকারে


জয়ী সেতু সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য:
  • পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? - জয়ী সেতু।
  • জয়ী সেতুটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? - 2015 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
  • জয়ী সেতুটি উদ্বোধন করা হয়েছে কবে? - 2021 সালের 1লা ফেব্রুয়ারি তারিখে।
  • পশ্চিমবঙ্গের দীর্ঘতম জয়ী সেতুর দৈর্ঘ্য কত? - প্রায় 2709 মিটার বা 1.6832 মাইল, যা পূর্ববর্তী দীর্ঘতম সেতু ফারাক্কা ব্রিজ এর থেকে প্রায় 500 মিটার বেশি দীর্ঘ।
  • জয়ী সেতু কোথায় অবস্থিত/ কোন জেলায় অবস্থিত? - কোচবিহার জেলায়।
  • জয়ী সেতুটি কোন নদীর উপর অবস্থিত/ নির্মাণ করা হয়েছে? - তিস্তা নদীর উপরে।
  • জয়ী সেতু কোন দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করেছে? - হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এর মধ্যে, সেতুটি এদের পূর্ববর্তী দূরত্ব 70 কিমি -কে কমিয়ে 15 কিমি -তে নামিয়ে এনেছে, ফলে এই দুই স্থানের মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হয়েছে।
  • পশ্চিমবঙ্গের দীর্ঘতম জয়ী সেতুটি কোন সংস্থা নির্মাণ করেছে? - এস পি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড।
  • জয়ী সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ওপর রয়েছে? - রাজ্যের পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট (PWD) এর ওপর।

🎯 আগামী পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ