ভারতের বিভিন্ন শস্যের প্রধান উৎপাদনকারী রাজ্য তালিকা [PDF] | Sopoth.in

ভারতের বিভিন্ন শস্যের প্রধান উৎপাদনকারী রাজ্য তালিকা পিডিএফ ডাউনলোড | Major Producer States Of Different Crops Of India Bengali PDF


ভারতের-বিভিন্ন-শস্যের-প্রধান-উৎপাদনকারী-রাজ্য-pdf
ভারতের বিভিন্ন শস্যের প্রধান উৎপাদনকারী রাজ্য PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিভিন্ন শস্যের প্রধান উৎপাদনকারী রাজ্য গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের গুরুত্তপূর্ণ বিভিন্ন শস্য গুলি প্রধান প্রধান কোন রাজ্য দ্বারা উৎপাদিত হয় সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন শস্যের প্রধান উৎপাদনকারী রাজ্য তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন শস্যের প্রধান উৎপাদনকারী রাজ্য সম্পূর্ণ তালিকা


শস্য

প্রধান উৎপাদনকারী রাজ্য

নারকেল

কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ

হলুদ

তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক

গোলমরিচ

কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু

বাদাম

গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র

তামাক

পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, তামিলনাড়ু, উত্তর প্রদেশ

জোয়ার

মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ

রেশম

কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ

আদা

আসাম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ

ভুট্টা

অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ছোট এলাচ

কেরালা, সিকিম, কর্ণাটক, তামিলনাড়ু

কাজুবাদাম

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা

বাজরা

রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, হরিয়ানা

বার্লি

রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ

রেপসিড সরষে

রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp


ভারতের বিভিন্ন শস্যের প্রধান উৎপাদনকারী রাজ্য গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ