ভারতের বিখ্যাত শিল্পসমৃদ্ধ শহর গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Famous Indian Industrial Cities Bengali PDF
ভারতের বিখ্যাত শিল্পসমৃদ্ধ শহর PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের শিল্পসমৃদ্ধ বিখ্যাত শহর সম্পূর্ণ তালিকা
শহর |
শিল্প |
কলকাতা |
মাটির তৈরি দ্রব্যাদি, ল্যাম্প তৈরি, ইলেকট্রনিক্স বাল্ব, পাট, তুলা |
দুর্গাপুর |
ইস্পাত |
হাওড়া |
জাহাজ মেরামত, পাটশিল্প, চা, তুলা |
রানীগঞ্জ |
কয়লা |
ঝরিয়া |
কয়লা |
বিশাখাপত্তনম |
সার কারখানা, জাহাজ তৈরি, ইস্পাত, তৈল শোধনাগার |
বেঙ্গালুরু |
খেলনা, ভারত ইলেকট্রনিক্স, টেলিফোনের কারখানা, কার্পেট |
দিল্লি |
সুতি বস্ত্র, হাতির দাঁতের কাজ, গৃহনির্মাণ সরঞ্জাম |
হায়দ্রাবাদ |
হাতির দাঁতের কাজ, হিন্দুস্থান মেশিন টুলস, কাঠ খোদাই, অ্যাসবেস্টস |
কানপুর |
সার কারখানা, জুতো শিল্প, তুলো ও পশমের কল, চামড়া, চিনি |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
সুরাট |
জরির কাজ, তুলা জাত বস্ত্র |
রাউরকেল্লা |
ইস্পাত |
ভিলাই |
ইস্পাত |
চেন্নাই |
সার কারখানা, তৈল শোধনাগার |
আলিগড় |
কাচি, ছুরি, তালা |
সোলাপুর |
তুলা জাত বস্ত্রাদি |
অংকলেশ্বর |
তৈল শোধনাগার |
পানিপথ |
মৃৎপাত্র, রুপো ও কাসার পাত্র, তুলা ও পশম শিল্প, কম্বল |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
লুধিয়ানা |
সাইকেল যন্ত্রাংশ, সেলাই মেশিন যন্ত্র, হুশিয়ারি |
জয়পুর |
মৃৎপাত্র, সূচিকর্ম |
আগ্রা |
খেলার পুতুল, চর্ম শিল্প, মার্বেল পাথর |
ডিগবয় |
তৈল শোধনাগার, পেট্রোল |
কাঞ্জিভরম |
রেল ইঞ্জিন |
নাসিক |
কাঁসা ও তামা শিল্প, সিকিউরিটি কারেন্সি ছাপাখানা |
সিংভূম |
তামা |
টিটাগর |
কাগজ শিল্প |
কুলু |
কম্বল কারখানা |
ক্ষেত্রী |
তামা শিল্প |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
নেপানগর |
নিউজ প্রিন্টিং |
মুঙ্গের |
সিগারেট শিল্প |
টাটানগর |
লৌহ ইস্পাত কারখানা |
বাটানগর |
জুতো |
গুন্টুর |
তুলা, তামাক |
পেরাম্বুর |
রেলওয়ে কোচ কারখানা |
রানা প্রতাপ সাগর |
স্বয়ংক্রিয় বিদ্যুৎ চালিত পাম্প |
তিরুচিরাপল্লী |
চুরুট ও সিগারেট |
সিন্দ্রি |
সার |
ডিন্ডিগুল |
চুরুট ও তামাক |
মথুরা |
তৈল শোধনাগার |
ফিরোজাবাদ |
তাঁত শিল্প |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ডালমিয়া নগর |
সিমেন্ট কারখানা |
মাদুরাই |
তুলা জাতীয় বস্ত্র, হস্তচালিত তাঁত শিল্প, রেশম বয়ন |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!