ভারতের বিখ্যাত শিল্পসমৃদ্ধ শহর তালিকা [PDF] | Sopoth.in

ভারতের বিখ্যাত শিল্পসমৃদ্ধ শহর গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Famous Indian Industrial Cities Bengali PDF


ভারতের-বিখ্যাত-শিল্পসমৃদ্ধ-শহর-pdf
ভারতের বিখ্যাত শিল্পসমৃদ্ধ শহর PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের শিল্পসমৃদ্ধ বিখ্যাত শহর গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন শিল্পসমৃদ্ধ শহরগুলিতে কোন কোন শিল্প গড়ে উঠেছে, সে সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের শিল্পসমৃদ্ধ বিখ্যাত শহর তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের শিল্পসমৃদ্ধ বিখ্যাত শহর সম্পূর্ণ তালিকা


শহর

শিল্প

কলকাতা

মাটির তৈরি দ্রব্যাদি, ল্যাম্প তৈরি, ইলেকট্রনিক্স বাল্ব, পাট, তুলা

দুর্গাপুর

ইস্পাত

হাওড়া

জাহাজ মেরামত, পাটশিল্প, চা, তুলা

রানীগঞ্জ

কয়লা

ঝরিয়া

কয়লা

বিশাখাপত্তনম

সার কারখানা, জাহাজ তৈরি, ইস্পাত, তৈল শোধনাগার

বেঙ্গালুরু

খেলনা, ভারত ইলেকট্রনিক্স, টেলিফোনের কারখানা, কার্পেট

দিল্লি

সুতি বস্ত্র, হাতির দাঁতের কাজ, গৃহনির্মাণ সরঞ্জাম

হায়দ্রাবাদ

হাতির দাঁতের কাজ, হিন্দুস্থান মেশিন টুলস, কাঠ খোদাই, অ্যাসবেস্টস

কানপুর

সার কারখানা, জুতো শিল্প, তুলো পশমের কল, চামড়া, চিনি

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

সুরাট

জরির কাজ, তুলা জাত বস্ত্র

রাউরকেল্লা

ইস্পাত

ভিলাই

ইস্পাত

চেন্নাই

সার কারখানা, তৈল শোধনাগার

আলিগড়

কাচি, ছুরি, তালা

সোলাপুর

তুলা জাত বস্ত্রাদি

অংকলেশ্বর

তৈল শোধনাগার

পানিপথ

মৃৎপাত্র, রুপো কাসার পাত্র, তুলা পশম শিল্প, কম্বল

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

লুধিয়ানা

সাইকেল যন্ত্রাংশ, সেলাই মেশিন যন্ত্র, হুশিয়ারি

জয়পুর

মৃৎপাত্র, সূচিকর্ম

আগ্রা

খেলার পুতুল, চর্ম শিল্প, মার্বেল পাথর

ডিগবয়

তৈল শোধনাগার, পেট্রোল

কাঞ্জিভরম

রেল ইঞ্জিন

নাসিক

কাঁসা তামা শিল্প, সিকিউরিটি কারেন্সি ছাপাখানা

সিংভূম

তামা

টিটাগর

কাগজ শিল্প

কুলু

কম্বল কারখানা

ক্ষেত্রী

তামা শিল্প

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

নেপানগর

নিউজ প্রিন্টিং

মুঙ্গের

সিগারেট শিল্প

টাটানগর

লৌহ ইস্পাত কারখানা

বাটানগর

জুতো

গুন্টুর

তুলা, তামাক

পেরাম্বুর

রেলওয়ে কোচ কারখানা

রানা প্রতাপ সাগর

স্বয়ংক্রিয় বিদ্যুৎ চালিত পাম্প

তিরুচিরাপল্লী

চুরুট সিগারেট

সিন্দ্রি

সার

ডিন্ডিগুল

চুরুট তামাক

মথুরা

তৈল শোধনাগার

ফিরোজাবাদ

তাঁত শিল্প

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ডালমিয়া  নগর

সিমেন্ট কারখানা

মাদুরাই

তুলা জাতীয় বস্ত্র, ‌ হস্তচালিত তাঁত শিল্প, রেশম বয়ন


ভারতের শিল্পসমৃদ্ধ বিখ্যাত শহর গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ