মানব চক্ষুর বিভিন্ন অংশের অবস্থান ও কাজ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Parts Of Human Eye Bengali PDF
মানব চক্ষুর বিভিন্ন অংশ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
মানব চক্ষুর বিভিন্ন অংশ সম্পূর্ণ তালিকা
অংশ |
কার্য |
রেটিনা |
বস্তুর প্রতিবিম্ব গঠন |
করয়েড |
রেটিনা কে রক্ষা ও বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ |
স্ক্লেরা |
অক্ষিগোলকের পশ্চাৎভাগকে রক্ষা করা |
আইরিশ |
তারা রন্ধ্রকে সংকুচিত ও প্রসারিত হতে সাহায্য করা |
কর্নিয়া |
প্রতিসারক মাধ্যম হিসেবে কার্য এবং আলোক রশ্মি কে কেন্দ্রীভূত করা |
পিউপিল |
চোখে আলোকরশ্মি প্রবেশ করানো |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
লেন্স |
আলোর প্রতিসরণ ঘটানো ও রেটিনায় কেন্দ্রীভূত করা |
কনজাংটিভা |
কর্নিয়া কে রক্ষা করা |
অ্যাকুয়াস হিউমার |
প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা |
ভিট্রিয়াস হিউমার |
প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা |
ব্লাইন্ড স্পট বা পীতবিন্দু |
প্রতিবিম্ব গঠন না করা |
ইয়োলো স্পট |
সর্বাপেক্ষা উৎকৃষ্ট প্রতিবিম্ব গঠন করা |
সিলিয়ারি বডি |
লেন্সের উপযোজনে সহায়তা করা |
রড কোষ |
মৃদু আলো শোষণ করা |
অশ্রুগ্রন্থি |
চোখকে আদ্র রাখা |
কোন কোষ |
উজ্জ্বল আলো শোষণ করা |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!