ভারতের প্রধান প্রধান উপজাতির অবস্থান তালিকা [PDF] | Sopoth.in

ভারতের প্রধান উপজাতি সমূহ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Major Tribes Of India Bengali PDF


ভারতের-প্রধান-উপজাতি-সমূহ-pdf
ভারতের প্রধান উপজাতি সমূহের অবস্থান PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের প্রধান প্রধান উপজাতি তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের প্রধান প্রধান বিভিন্ন উপজাতি গুলি ভারতের কোথায় বা কোন কোন রাজ্যে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের প্রধান উপজাতি সমূহ ও অবস্থান তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের প্রধান উপজাতি সমূহ সম্পূর্ণ তালিকা


উপজাতি

অবস্থান

সাঁওতাল

পশ্চিমবঙ্গের বীরভূম জেলা; ঝাড়খণ্ডের হাজারীবাগ, রাচি, পালামো

গোন্ড

মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ

চুকিয়া, মিকির, এবোরাস, খাসি

আসাম

কল, ভিল, গারো

মধ্যপ্রদেশ

নাগা (সেমা, আও, তাঙকুল, লাহোরা, আংগামী)

আসাম, নাগাল্যান্ড

হো, সাঁওতাল, ওরাও, বিরহোর, কৈয়াম

ঝাড়খন্ড, ওড়িশা

টোডা, বাদাগাস, কোটা

তামিলনাড়ু, নীলগিরি পর্বত

অঙ্গী, জারোয়া, সম্পেন, সেন্টিনেলিস

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

গাদ্দি, গুর্জর, লাহাউলাস

হিমাচল প্রদেশ, উত্তর ভারত

মনপা, ত্রবোরস, অপাটামিস

অরুণাচল প্রদেশ

বাদাগা

নীলগিরি, তামিলনাড়ু

গারো

মেঘালয়

খাস

উত্তর প্রদেশ

মিনা, গাথালি, বইগা, ভিল

রাজস্থান

লেপচা, ওয়াংচু

সিকিম

মুরিয়া

ছত্রিশগড়

লুসাই

ত্রিপুরা

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

সানসি

পাঞ্জাব

ওয়ারলিস

মহারাষ্ট্র

খাসি, ঢ্যাং

আসাম, মেঘালয়, ত্রিপুরা

ওরাও, গোল্ড

বিহার

কুফি, ফো

মনিপুর, ত্রিপুরা

ভুটিয়া, লোধা, চাকমা

পশ্চিমবঙ্গ

বাক্কারওয়ালস, গুর্জর

জম্মু কাশ্মীর

চেঞ্চু, গোল্ড, কোলাম

অন্ধ্রপ্রদেশ

মিনিকয়

লাক্ষাদ্বীপ

বইগা

মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট

ভুটিয়া

উত্তরাখণ্ড কুমায়ুন অঞ্চল

ইডসা

কর্ণাটক

মার

মিজোরাম

আবর

অসাম, অরুণাচল প্রদেশ

খন্ড

ওড়িশা

লুসাইন

মিজোরাম

হিমারশ

মিজোরাম

মিরাস

মিজোরাম

রালটেস

মিজোরাম

জয়ন্তিয়া

মেঘালয়

মেইথেই

মনিপুর

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

সাংটম

নাগাল্যান্ড

লোথা

নাগাল্যান্ড

সিমা

নাগাল্যান্ড

আদি

অরুণাচল প্রদেশ

মিশমি

অরুণাচল প্রদেশ

সিংফো

অরুণাচল প্রদেশ

তাপিন

অরুণাচল প্রদেশ

নিসি

অরুণাচল প্রদেশ

কাদার

কেরালা

কোরকু

ছত্রিশগড়

কুরুম্ব

নীলগিরি পর্বত

ডুবলা

দাদরা নগর হাভেলি

বানজারা

রাজস্থান

বাইকা

রাজস্থান

ডোগড়া

জম্মু কাশ্মীর

মুন্ডা

ঝাড়খন্ড

রিয়াং

ত্রিপুরা

গাল্লোং

উত্তর পূর্ব হিমালয় অঞ্চল

কাদার, মোপলাহ, উরলিশ

কেরালা

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook


ভারতের প্রধান উপজাতি সমূহ ও অবস্থান তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ