ভারতের প্রধান উপজাতি সমূহ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Major Tribes Of India Bengali PDF
ভারতের প্রধান উপজাতি সমূহের অবস্থান PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের প্রধান উপজাতি সমূহ সম্পূর্ণ তালিকা
উপজাতি |
অবস্থান |
সাঁওতাল |
পশ্চিমবঙ্গের বীরভূম জেলা; ঝাড়খণ্ডের – হাজারীবাগ, রাচি, পালামো |
গোন্ড |
মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ |
চুকিয়া, মিকির, এবোরাস, খাসি |
আসাম |
কল, ভিল, গারো |
মধ্যপ্রদেশ |
নাগা (সেমা, আও, তাঙকুল, লাহোরা, আংগামী) |
আসাম, নাগাল্যান্ড |
হো, সাঁওতাল, ওরাও, বিরহোর, কৈয়াম |
ঝাড়খন্ড, ওড়িশা |
টোডা, বাদাগাস, কোটা |
তামিলনাড়ু, নীলগিরি পর্বত |
অঙ্গী, জারোয়া, সম্পেন, সেন্টিনেলিস |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
গাদ্দি, গুর্জর, লাহাউলাস |
হিমাচল প্রদেশ, উত্তর ভারত |
মনপা, ত্রবোরস, অপাটামিস |
অরুণাচল প্রদেশ |
বাদাগা |
নীলগিরি, তামিলনাড়ু |
গারো |
মেঘালয় |
খাস |
উত্তর প্রদেশ |
মিনা, গাথালি, বইগা, ভিল |
রাজস্থান |
লেপচা, ওয়াংচু |
সিকিম |
মুরিয়া |
ছত্রিশগড় |
লুসাই |
ত্রিপুরা |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
সানসি |
পাঞ্জাব |
ওয়ারলিস |
মহারাষ্ট্র |
খাসি, ঢ্যাং |
আসাম, মেঘালয়, ত্রিপুরা |
ওরাও, গোল্ড |
বিহার |
কুফি, ফো |
মনিপুর, ত্রিপুরা |
ভুটিয়া, লোধা, চাকমা |
পশ্চিমবঙ্গ |
বাক্কারওয়ালস, গুর্জর |
জম্মু ও কাশ্মীর |
চেঞ্চু, গোল্ড, কোলাম |
অন্ধ্রপ্রদেশ |
মিনিকয় |
লাক্ষাদ্বীপ |
বইগা |
মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট |
ভুটিয়া |
উত্তরাখণ্ড ও কুমায়ুন অঞ্চল |
ইডসা |
কর্ণাটক |
মার |
মিজোরাম |
আবর |
অসাম, অরুণাচল প্রদেশ |
খন্ড |
ওড়িশা |
লুসাইন |
মিজোরাম |
হিমারশ |
মিজোরাম |
মিরাস |
মিজোরাম |
রালটেস |
মিজোরাম |
জয়ন্তিয়া |
মেঘালয় |
মেইথেই |
মনিপুর |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
সাংটম |
নাগাল্যান্ড |
লোথা |
নাগাল্যান্ড |
সিমা |
নাগাল্যান্ড |
আদি |
অরুণাচল প্রদেশ |
মিশমি |
অরুণাচল প্রদেশ |
সিংফো |
অরুণাচল প্রদেশ |
তাপিন |
অরুণাচল প্রদেশ |
নিসি |
অরুণাচল প্রদেশ |
কাদার |
কেরালা |
কোরকু |
ছত্রিশগড় |
কুরুম্ব |
নীলগিরি পর্বত |
ডুবলা |
দাদরা ও নগর হাভেলি |
বানজারা |
রাজস্থান |
বাইকা |
রাজস্থান |
ডোগড়া |
জম্মু ও কাশ্মীর |
মুন্ডা |
ঝাড়খন্ড |
রিয়াং |
ত্রিপুরা |
গাল্লোং |
উত্তর পূর্ব হিমালয় অঞ্চল |
কাদার, মোপলাহ, উরলিশ |
কেরালা |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!