বিভিন্ন সার্ক সম্মেলন এর স্থান তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন সার্ক সম্মেলন এর গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Different SAARC Summits Locations Bengali PDF


বিভিন্ন-সার্ক-সম্মেলন-এর-স্থান-তালিকা-পিডিএফ
বিভিন্ন সার্ক সম্মেলন স্থান PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন সার্ক সম্মেলন এর স্থান তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ বিভিন্ন সার্ক সম্মেলন গুলির সাল ও স্থান সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিভিন্ন সার্ক সম্মেলন এর স্থান তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন সার্ক সম্মেলন এর স্থান সম্পূর্ণ তালিকা


ক্রমিক (সাল)

স্থান

প্রথম (1985)

ঢাকা - বাংলাদেশ

দ্বিতীয় (1986)

ম্যাঙ্গালোর - ভারত

তৃতীয় (1987)

কাঠমান্ডু - নেপাল

চতুর্থ (1988)

ইসলামাবাদ - পাকিস্তান

পঞ্চম (1990)

মালে - মালদ্বীপ

ষষ্ঠ (1991)

কলম্বো - শ্রীলঙ্কা

সপ্তম (1993)

ঢাকা - বাংলাদেশ

অষ্টম (1995)

নতুন দিল্লি - ভারত

নবম (1997)

মালে - মালদ্বীপ

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

দশম (1998)

কলম্বো - শ্রীলঙ্কা

একাদশ (2002)

কাঠমান্ডু - নেপাল

দ্বাদশ (2004)

ইসলামাবাদ - পাকিস্তান

ত্রয়োদশ (2005)

ঢাকা - বাংলাদেশ

চতুর্দশ (2007)

দিল্লি - ভারত

পঞ্চদশ (2008)

শ্রীলঙ্কা - কলম্বো

ষষ্ঠদশ (2010)

থিম্পু - ভুটান

সপ্তদশ (2011)

আদ্দুশহর - মালদ্বীপ

অষ্টাদশ (2014)

কাঠমান্ডু - নেপাল

উনবিংশ (2016)

ইসলামাবাদ - পাকিস্তান


বিভিন্ন সার্ক সম্মেলন তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process


🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ