বিশ্বের বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর দপ্তর তালিকা [PDF] | Sopoth.in

গুরুত্বপূর্ণ বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর দপ্তর তালিকা পিডিএফ ডাউনলোড | Important Sports Organisations And Headquarters Bengali PDF


বিভিন্ন-খেলা-পরিচালক-সংস্থার-সদর-দপ্তর-pdf
বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর দপ্তর PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর দপ্তর তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিশ্বের বিভিন্ন খেলার পরিচালক সংস্থাগুলির সদর দপ্তর কোথায় রয়েছে এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন খেলার পরিচালক সংস্থার প্রধান কার্যালয় সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর দপ্তর সম্পূর্ণ তালিকা


পরিচালক সংস্থা (প্রতিষ্ঠা)

কার্যালয়

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল - ICC (1909)

দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী

ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন - FIFA (1904)

জুরিখ, সুইজারল্যান্ড

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন - IFA (1893)

কলকাতা, ভারত

ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি এল অটোমোবাইল - FIA (1904)

প্যারিস, ফ্রান্স

ইন্টার্নেশনাল গলফ ফেডারেশন – IGF (1958)

লাওযেন, সুইজারল্যান্ড

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

ওয়ার্ল্ড ফেডারেশন অফ বিলিয়ার্ডস স্পোর্টস – WBCS (1992)

সিন্ট মার্টিনস ল্যাটিন, বেলজিয়াম

এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন (1974)

হাস্টিং, ইট সাসেক্স, ইংল্যান্ড

ইন্টার্নেশনাল হ্যান্ডবল ফেডারেশন (1946)

বাসেল, সুইজারল্যান্ড

ইন্টারন্যাশনাল বক্সিং এসোসিয়েশন আর্মিচার – AIBA (1946)

লাউজেন, সুইজারল্যান্ড

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন – BFW (1934)

কুয়ালালামপুর, মালয়েশিয়া

ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন - FIBA (1932)

মাইস, সুইজারল্যান্ড

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (1932)

নিউ দিল্লি, ভারত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড – BCCI (1928)

মুম্বাই, ভারত

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিকস ফেডারেশন – IAAF (1942)

মোনাকো

ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ভলিবল (1947)

লাউজেন, সুইজারল্যান্ড

সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া (1948)

আমেদাবাদ, ভারত

ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন – WSF (1967)

হস্টিং, ইট সাসেক্স, ইংল্যান্ড

ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন – WA (1931)

লাউজেন, সুইজারল্যান্ড

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন – ITTF (1926)

লাউজেন, সুইজারল্যান্ড

ব্রিটিশ অ্যামেচার জিমনাস্টিক অ্যাসোসিয়েশন – BAGA (1888)

শ্রপসায়ার, ইংল্যান্ড

শেফিল্ড এফ সি ফুটবল ক্লাব (পৃথিবীর প্রাচীনতম) (1857)

ইংল্যান্ড

ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন – IWF (1905)

বুদাপেস্ট, হাঙ্গেরি

ইন্টার্নেশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন – ISSF(1907)

মিউনিক, জার্মানি

ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ন্যাটেশন – FINA (1908)

লাউজেন, সুইজারল্যান্ড

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং – UWW (1912)

লাউজেন, সুইজারল্যান্ড

ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন – ITF (1913)

লন্ডন, ইউ কে

ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস এচেস – FIDE/ ওয়ার্ল্ড চেস ফেডারেশন (1924)

এথেন্স, গ্রীস


বিভিন্ন খেলার পরিচালক সংস্থার সদর কার্যালয় গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ