কলকাতার বিভিন্ন রাস্তার পরিবর্তিত নাম তালিকা [PDF] | Sopoth.in

কলকাতার বিভিন্ন রাস্তার পরিবর্তিত নাম তালিকা পিডিএফ ডাউনলোড | Renamed Streets Of Kolkata Bengali PDF


কলকাতার-বিভিন্ন-রাস্তার-পরিবর্তিত-নাম-তালিকা-পিডিএফ
কলকাতার বিভিন্ন রাস্তার পরিবর্তিত নাম তালিকা PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে কলকাতার বিভিন্ন রাস্তার পরিবর্তিত নাম তালিকা পিডিএফ শেয়ার করবো।

কলকাতার গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তাগুলির পূর্বে কি নাম ছিল এবং বর্তমানে কি নাম রাখা হয়েছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে কলকাতার বিভিন্ন রাস্তার পরিবর্তিত নাম সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

কলকাতার বিভিন্ন রাস্তার পরিবর্তিত নাম সম্পূর্ণ তালিকা


পূর্বতন নাম

পরিবর্তিত নাম

ডালহৌসি স্কোয়ার

বিনয়-বাদল-দীনেশ বাগ

ধর্মতলা স্ট্রিট

লেনিন সরণি

কলেজ স্কোয়ার

বিদ্যাসাগর উদ্যান

মিশন রোড

রাজেন্দ্রনাথ মুখার্জি রোড

চৌরঙ্গী রোড

জওহরলাল নেহেরু রোড

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

এলগিনন রোড

লালা লাজপত রায় সরণি

ক্যানিং স্ট্রিট

বিপ্লবী রাসবিহারী বোস রোড

ওয়েলেসলি স্ট্রীট

রফি আহমেদ কিদোয়াই রোড

চিৎপুর রোড

রবীন্দ্র সরণি

থিয়েটার রোড

শেক্সপিয়ার সরণি

বেলগাছিয়া

ক্ষুদিরাম বসু সরণি

ক্যামাক স্ট্রীট

অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি

আর্মহাস্ট স্ট্রীট

রাজা রামমোহন সরণি

হ্যারিংটোন স্ট্রীট

হো চি মিন সরণী

লোয়ার সার্কুলার রোড

আচার্য জগদীশচন্দ্র রোড

অ্যালবার্ট রোড

উত্তমকুমার সরণি

গ্রে স্ট্রীট

শ্রী অরবিন্দ সরণি

মির্জাপুর স্ট্রিট

সূর্যসেন স্ট্রিট

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

রিপন স্ট্রিট

মুজাফফর আহমেদ স্ট্রিট

সাউদার্ন এভিনিউ

ডঃ মেঘনাদ সাহা রোড

ল্যান্সডাউন রোড

শরৎ বসু রোড

ওল্ড কোর্ট হাউস স্ট্রিট

হেমন্ত বোস সরণি

ফ্রি স্কুল স্ট্রীট

মির্জা গালিব স্ট্রীট

আপার সার্কুলার রোড

আচার্য প্রফুল্ল চন্দ্র রোড

হ্যারিসন রোড

মহাত্মা গান্ধী রোড

সুতার্কিন স্ট্রীট

প্রফুল্ল সরকার স্ট্রিট


কলকাতার বিভিন্ন রাস্তার পরিবর্তিত নাম তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ