পৃথিবীর বিভিন্ন দ্বীপ দেশ ও রাজধানী তালিকা [PDF] | Sopoth.in

দ্বীপ দেশ ও রাজধানীর তালিকা পিডিএফ ডাউনলোড | Different Island Countries And Capitals Bengali PDF


বিভিন্ন-দ্বীপ-দেশ-ও-রাজধানী-তালিকা-পিডিএফ-ডাউনলোড
বিভিন্ন দ্বীপ দেশ ও রাজধানী PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন দ্বীপ দেশ ও রাজধানী তালিকা পিডিএফ শেয়ার করবো।

পৃথিবীর গুরুত্বপূর্ণ বিভিন্ন দ্বীপ দেশের রাজধানীর নাম সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন দ্বীপ দেশ ও রাজধানী সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন দ্বীপ দেশ ও রাজধানী সম্পূর্ণ তালিকা


দেশ

রাজধানী

এশিয়া

সাইপ্রাস

নিকোসিয়া

জাপান

টোকিও

মালদ্বীপ

মালে

শ্রীলংকা

কলম্বো

ফিলিপাইনস

ম্যানিলা

বাহারিন

মানামা

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ইউরোপ

মালতা

ভ্যালেটা

আইসল্যান্ড

রেয়কযাভিক

ইউনাইটেড কিংডম

লন্ডন

আফ্রিকা

মাদাগাস্কার

আনতানানারিভো

মরিশাস

পোর্ট লুইস

সিসিলি

ভিক্টোরিয়া

সও টম প্রিন্সিপি

সও টম

কামোরস

মরনি

কেপ ভার্দে

প্রইয়া

আমেরিকা

বাহামাস

নাসৌ

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

গ্রেনেডা

সেন্ট জর্জেস

জামাইকা

কিংস্টন

সেন্ট লুসিয়া

কাস্ট্রীজ

ত্রিনিদাদ টোবোগো

পোর্ট অব স্পেন

সেন্ট কিটস নেভিস

বাসেতেরে

সেন্ট ভিনসেন্ট দি গ্রেনাডাইনস

কিংস্টাউন

জোমিনিকা

রোশো

বার্বাডোজ

ব্রিজটাউন

এন্টিগুয়া বারবুডা

সেন্ট জোন্স

ফিজি

সুভা

ওশিয়ানিয়া

মার্শাল দ্বীপ

মাজুরো এটল

পালাউ

মেলেকিঅক

সলোমন দ্বীপ

হনিয়ারা

টঙ্গা

পুকু আলফা

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

তুভালু

ফুনাফুটি

মাইক্রোনেশিয়া

পালিকির

কিরিবাতি

তারায়া

নৌরু

ইরেন নৌরু

সামোয়া

এপিয়া

ভানুয়াতু

ভিলা


বিভিন্ন দ্বীপ দেশ ও রাজধানী গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ