ভারতের জাতীয় পতাকার ছবি সংক্রান্ত জিকে পিডিএফ ডাউনলোড করে নাও - Indian National Flag Photo GK PDF in Bengali
 |
ভারতের জাতীয় পতাকা সংক্রান্ত জিকে |
▶️আজকে তোমার সঙ্গে ভারতের জাতীয় পতাকার ছবি ও এর সংক্রান্ত জিকে পিডিএফ শেয়ার করবো।
জাতীয় পতাকা প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বার্তা বহন করে। এই কারণে জাতীয় পতাকা সংক্রান্ত সমস্ত তথ্য জানা দেশের প্রতিটি নাগরিকের অবশ্য পালনীয় কর্তব্য।
ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপটি 1947 সালের 22 এ জুলাই জাতীয় হিসেবে গ্রহণ করা হয়।
এই তালিকাটি ভারতীয় জাতীয় পতাকা সংক্রান্ত সম্ভাব্য সমস্ত রকম তথ্য নিয়ে প্রস্তুত করা হয়েছে।
জাতীয় পতাকা সংক্রান্ত এই তালিকাটি যে কোন চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, তাই আজ তোমার সঙ্গে জাতীয় পতাকা সংক্রান্ত প্রশ্ন গুলি এবং এর PDF টি শেয়ার করলাম।
এবার নিচে প্রশ্নগুলি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
FAQs - ভারতের জাতীয় পতাকার সংক্রান্ত জিকে প্রশ্ন
1. জাতীয় পতাকা কিসের প্রতীক?
উত্তর: কোন দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক।
2. ভারতীয় জাতীয় পতাকা রূপকার কে?
উত্তর: পিঙ্গলি ভেঙ্কাইয়া (অন্ধ্রপ্রদেশের মাসুলিপত্নাম এর বাসিন্দা)।
3. ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর: 3 : 2
4. ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্রে কটি দন্ড থাকে?
উত্তর: 24 টি।
5. কবে থেকে ভারতীয় জাতীয় পতাকার বর্তমান রূপটি গৃহীত হয়েছে?
উত্তর: 1947 সাল 15 ই আগস্ট থেকে।
6. ভারতীয় জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক?
উত্তর: ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক।
7. ভারতীয় জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?
উত্তর: শান্তি ও পবিত্রতার প্রতীক।
8. ভারতীয় জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক?
উত্তর: নির্ভীকতা, কর্মশক্তি ও জীবন ধর্মের প্রতীক।
9. ভারতীয় জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক?
উত্তর: উন্নতি ও গতিশীলতার প্রতীক।
10. জাতীয় পতাকার ছবি প্রথম কবে ডাকটিকিটে স্থান পেয়েছিল?
উত্তর: 1947 সাল 21 শে নভেম্বর।
11. ভারতীয় জাতীয় পতাকার নকশা পূর্ববর্তী কোন পতাকা থেকে গ্রহণ করা হয়?
উত্তর: জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে।
12. ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা কোন ধরনের কাপড়ের তৈরি হয়?
উত্তর: খাদি কাপড়ের।
13. ভারতীয় জাতীয় পতাকার নকশা টি কবে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়?
উত্তর: 1947 সাল 22 জুলাই।
14. ভারতীয় জাতীয় পতাকার মাঝে অবস্থিত অশোক চক্রটি কি রঙের?
উত্তর: নীল রঙের।
15. সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা কোন বিভাগ তৈরি করে?
উত্তর: খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প উন্নয়ন নিগম (Khadi Development & Village Industries Commission)।
16. জাতীয় পতাকা কোন স্থানের কোন জায়গায় স্থাপন করতে হবে?
উত্তর: জাতীয় পতাকা কোন স্থানের সবচেয়ে উঁচু জায়গায় স্থাপন করতে হবে।
ভারতের জাতীয় পতাকার ছবি সংক্রান্ত জিকে PDF Download করে নাও - Indian National Flag Photo Related GK PDF Download
▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
ভারতের জাতীয় পতাকার ছবি - ফটো - জাতীয় পতাকা ডিপি ডাউনলোড - Indian National Flag Photo - DP Download
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!