বিভিন্ন উপকারী জীবাণু ও তাদের উপকারিতা তালিকা পিডিএফ ডাউনলোড | Different Helpful Microbes Bengali PDF
 |
বিভিন্ন উপকারী জীবাণুর উপকারিতা PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন উপকারী জীবাণুর নাম ও তাদের উপকারিতা তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ বিভিন্ন উপকারী জীবাণু, অর্থাৎ উপকারী ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া গুলি কিভাবে আমাদের সাহায্য করে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে বিভিন্ন উপকারী জীবাণুর নাম ও তাদের উপকারিতা তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
উপকারী জীবাণু কাকে বলে?
যে সমস্ত জীবাণু (ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা প্রোটোজোয়া) কোন না কোনভাবে মানব সমাজ তথা প্রকৃতির উন্নতি সাধনে সহায়তা করে, তাদের উপকারী জীবাণু বলে।
বিভিন্ন উপকারী জীবাণু ও তাদের উপকারিতা সম্পূর্ণ তালিকা
জীবাণু
|
উপকারিতা
|
ব্যাকটেরিওফাজ/ ফাজভাইরাস (ভাইরাস)
|
রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কে ধ্বংস করে
|
অ্যাজোটোব্যাকটর (ব্যাকটেরিয়া)
|
মাটিতে নাইট্রোজেন যোগ করে মাটির উর্বরতা শক্তি বাড়ায়
|
রাইজোবিয়াম (ব্যাকটেরিয়া)
|
সিম্বি গোত্রীয় উদ্ভিদের সহায়তায় মাটিতে নাইট্রোজেন যোগ করে
|
ক্লস্ট্রিডিয়াম (ব্যাকটেরিয়া)
|
মাটিতে নাইট্রোজেন যোগ করে উর্বরা শক্তি বাড়ায়
|
টেলিগ্রামে যুক্ত হও👉
|
Sopoth.in Telegram
|
ই কোলাই (ব্যাকটেরিয়া)
|
মানুষের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে
|
ল্যাকটোব্যাসিলাস (ব্যাকটেরিয়া)
|
অবাক প্রক্রিয়ায় শর্করা থেকে ল্যাকটিক এসিড উৎপন্ন করে
|
ব্যাসিলাস সাবটিলিশ (ব্যাকটেরিয়া)
|
কাগজ ও বয়ন শিল্পে ব্যবহৃত হয়
|
ট্রাইকোডার্মা কোনিগী (ব্যাকটেরিয়া)
|
তৃণভোজী প্রাণী দের সেলুলোজ পরিপাকে সহায়তা করে
|
পেনিসিলিয়াম (ছত্রাক)
|
ইনসুলিন নামক মহৌষধ উৎপন্ন করতে সহায়তা করে
|
ইস্ট (ছত্রাক)
|
মদ, পাউরুটি ও কেক প্রভৃতির উৎপাদনে ব্যবহৃত হয়
|
অ্যামিবা (প্রোটোজোয়া)
|
গবেষণার কাজে সহায়তা করে
|
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉
|
Sopoth.in Facebook
|
বিভিন্ন উপকারী জীবাণুর উপকারিতা গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
FAQs - বিভিন্ন উপকারী জীবাণুর নাম ও তাদের উপকারিতা সম্পর্কিত প্রশ্ন
1. উপকারী ও অপকারী জীবাণু কাকে বলে?
উত্তর: উপকারী ও অপকারী জীবাণুর সংজ্ঞা ও পার্থক্য দেখে নাও এই পেজে।
2. অনুজীবের উপকারিতা ও অপকারিতা কি?
উত্তর: অনুজীবের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নাও এই পোস্টে।
3. প্রোটোজোয়ার উপকারিতা ও অপকারিতা কি?
উত্তর: প্রোটোজোয়া উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নাও এই পোস্টে।
4. দুটি উপকারী অনুজীবের নাম লেখো।
উত্তর: দুটি উপকারী অনুজীবের নাম হলো- ব্যাকটেরিওফাজ/ ফাজভাইরাস, রাইজোবিয়াম ইত্যাদি।
5. অ্যামিবার উপকারিতা ও অপকারিতা কি?
উত্তর: অ্যামিবার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নাও এই পোস্টে।
6. ভাইরাসের উপকারিতা ও অপকারিতা কি?
উত্তর: ভাইরাসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নাও এই পেজে।
7. দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম এর উদাহরণ লেখ।
উত্তর: দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হলো- ল্যাকটোব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি।
8. ব্যাকটেরিয়ার উপকারিতা ও অপকারিতা কি?
উত্তর: ব্যাকটেরিয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নাও এই পেজে।
9. ছত্রাকের উপকারিতা ও অপকারিতা কি?
উত্তর: ছত্রাকের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নাও এই পোস্টে।
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!