ভারতের জাতীয় প্রতীক সমূহ PDF Download করে নাও
ভারতের জাতীয় প্রতীক সমূহের প্রশ্ন-উত্তর - Indian National Symbols
উত্তর: অশোক স্তম্ভ
2. ভারতের জাতীয় সংগীত কি?
উত্তর: বন্দেমাতরম
3. ভারতের জাতীয় স্তোত্র কি?
উত্তর: জনগণমন অধিনায়ক
4. ভারতের জাতীয় গাছ কি?
উত্তর: ভারতীয় বট (Ficus Benghalensis), 1950 সালে এই স্বীকৃতি দেওয়া হয়
5. ভারতের জাতীয় ফুল কী?
উত্তর: পদ্ম (Nelumbo nucifera), 1950 সালে এই স্বীকৃতি দেওয়া হয়
6. ভারতের জাতীয় ফল কি?
উত্তর: আম (Magnifera Indica), 1950 সালে এই স্বীকৃতি দেওয়া হয়
7. ভারতের জাতীয় পশুর নাম কি?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার (Panthera tigris), 1973 সালে এই স্বীকৃতি দেওয়া হয়
8. ভারতের জাতীয় পাখি কি?
উত্তর: ভারতীয় ময়ূর (Pavo cristatus), 1963 সালের 1st ফেব্রুয়ারি এই স্বীকৃতি দেওয়া হয়।9. ভারতের জাতীয় ধ্বনি কি?
উত্তর: জয় হিন্দ
10. ভারতের জাতীয় বাণী কি?
উত্তর: সত্যমেব জয়তে
11. ভারতের জাতীয় লজ্জা কি?
উত্তর: অস্পৃশ্যতা
12. ভারতের জাতীয় খেলা কি?
উত্তর: হকি ও কবাডি
13. ভারতের জাতীয় জলজ পশু কি?
উত্তর: ইরাবতী ডলফিন
14. ভারতের জাতির জনক কে?
উত্তর: মহাত্মা গান্ধী
15. ভারতের জাতীয় ভাষা কয়টি?
উত্তর: 22 টি
16. ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কি?
উত্তর: হাতি (Elephas maximus indicus), 2010 সালের 22 শে অক্টোবর এই স্বীকৃতি দেওয়া হয়
17. ভারতের জাতীয় নদীর নাম কি?
উত্তর: গঙ্গা, 2008 সালের 4 নভেম্বর এই স্বীকৃতি দেওয়া হয়
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!