ভারতের জাতীয় প্রতীক সমূহ - Indian National Symbols PDF in Bengali| Sopoth.in

ভারতের জাতীয় প্রতীক সমূহ PDF Download করে নাও


indian-national-symbols-pdf-in-bengali

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের জাতীয় প্রতীক সমূহের তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের কতগুলি National Symbols রয়েছে। যেগুলিকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে Indian National Symbols বা ভারতের জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই National Symbols গুলি ভারতের সংস্কৃতির এবং জাতীয় পরিচয় এর প্রতীক চিহ্নের ভূমিকা পালন করে। এই জাতীয় প্রতীক গুলি ভারত তথা প্রতিটি ভারতীয় নাগরিক এর কাছে গর্ব ও দেশত্ববোধের প্রতীক।

এইসব ভারতীয় জাতীয় প্রতীক গুলি সম্বন্ধে প্রশ্ন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় একাধিকবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে।

তাই আজকে এই জাতীয় প্রতীক গুলো সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর এবং সঙ্গে এর Free PDF শেষে দিয়ে দেওয়া হল, প্রশ্ন-উত্তর গুলি দেখে নিয়ে তারপর PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের জাতীয় প্রতীক সমূহের প্রশ্ন-উত্তর - Indian National Symbols


1. ভারতের জাতীয় প্রতীক কি?

উত্তর: অশোক স্তম্ভ


2. ভারতের জাতীয় সংগীত কি?

উত্তর: বন্দেমাতরম


3. ভারতের জাতীয় স্তোত্র কি?

উত্তর: জনগণমন অধিনায়ক


4. ভারতের জাতীয় গাছ কি?

উত্তর: ভারতীয় বট (Ficus Benghalensis), 1950 সালে এই স্বীকৃতি দেওয়া হয়


5. ভারতের জাতীয় ফুল কী?

উত্তর: পদ্ম (Nelumbo nucifera), 1950 সালে এই স্বীকৃতি দেওয়া হয়


6. ভারতের জাতীয় ফল কি?

উত্তর: আম (Magnifera Indica), 1950 সালে এই স্বীকৃতি দেওয়া হয়


7. ভারতের জাতীয় পশুর নাম কি?

উত্তর: রয়েল বেঙ্গল টাইগার (Panthera tigris), 1973 সালে এই স্বীকৃতি দেওয়া হয়


8. ভারতের জাতীয় পাখি কি?

উত্তর: ভারতীয় ময়ূর (Pavo cristatus), 1963 সালের 1st ফেব্রুয়ারি এই স্বীকৃতি দেওয়া হয়।

9. ভারতের জাতীয় ধ্বনি কি?

উত্তর: জয় হিন্দ


10. ভারতের জাতীয় বাণী কি?

উত্তর: সত্যমেব জয়তে


11. ভারতের জাতীয় লজ্জা কি?

উত্তর: অস্পৃশ্যতা


12. ভারতের জাতীয় খেলা কি?

উত্তর: হকি ও কবাডি


13. ভারতের জাতীয় জলজ পশু কি?

উত্তর: ইরাবতী ডলফিন


14. ভারতের জাতির জনক কে?

উত্তর: মহাত্মা গান্ধী


15. ভারতের জাতীয় ভাষা কয়টি?

উত্তর: 22 টি


16. ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কি?

উত্তর: হাতি (Elephas maximus indicus), 2010 সালের 22 শে অক্টোবর এই স্বীকৃতি দেওয়া হয়


17. ভারতের জাতীয় নদীর নাম কি? 

উত্তর: গঙ্গা, 2008 সালের 4 নভেম্বর এই স্বীকৃতি দেওয়া হয়

এবার ভারতের জাতীয় প্রতীক এর PDF টি নিচে দিয়ে দেওয়া হলো।

ভারতের জাতীয় প্রতীক পিডিএফ ডাউনলোড - Indian National Symbols List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ