বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি ব্যক্তিত্বদের তালিকা | First In Bengali Personalities List PDF Download in Bengali
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে প্রথম বাঙালি ব্যক্তিত্বদের তালিকা পিডিএফ শেয়ার করবো।
তোমরা সকলেই জানো গোপালকৃষ্ণ গোখলের সেই বিখ্যাত উক্তিটি - "What Bengal thinks today, India thinks tomorrow", অর্থাৎ - "বাংলা আজকে যা ভাবে ভারত তা ভাবে আগামী দিনে", এর অর্থ হলো বাংলা সব সময় সমগ্র ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে।
তাই বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনো বাঙালি ব্যক্তিত্ব যে প্রথম স্থান অধিকার করবেই, এই নিয়ে কোন সন্দেহ নেই। আজকে সেই সমস্ত বাঙালি ব্যক্তিত্বদেরই তালিকা শেয়ার করব যারা বিভিন্ন বিভাগে বাঙ্গালীদের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করেছেন।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম হওয়া বাঙালি ব্যক্তিত্বদের এই তালিকাটি স্ট্যাটিক জিকে এরই (Static GK) একটি অংশ, কারণ প্রথম হওয়া এই ব্যক্তিত্বরা চিরদিন প্রথমই থাকবে, কোনভাবেই পরিবর্তিত হবে না।
এই তালিকাটি রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক, সামরিক ইত্যাদি সমস্ত বিভাগে প্রথম হওয়া বিখ্যাত বাঙালী ব্যক্তিত্বদের নিয়ে প্রস্তুত করা হয়েছে।
এই তালিকা থেকে প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই এসে থাকে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, তাই আজ তোমার সঙ্গে প্রথম বাঙ্গালী ব্যক্তিত্বদের এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
প্রথম বাঙ্গালী ব্যক্তিত্বদের তালিকা - List Of First Bengali Personalities
প্রথম বাঙালি ব্যক্তিত্বদের তালিকা পিডিএফ ডাউনলোড করে নাও - First Bengali Personalities PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
FAQs - প্রথম বাঙালি ব্যক্তিত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
1. প্রথম বাঙালি নৌবাহিনীর প্রধান কে ছিলেন?
অ্যাডমিরাল এ কে চ্যাটার্জী
2. প্রথম বাঙালি স্থল বাহিনীর প্রধান কে ছিলেন?
জে. জয়ন্ত চৌধুরী
3. প্রথম বাঙালি এম এ ডিগ্রী অর্জনকারী ব্যক্তি কে ছিলেন?
চন্দ্রমুখি বসু
4. প্রথম বাঙালি আই সি এস অফিসার ছিলেন?
সত্যেন্দ্রনাথ ঠাকুর
5. প্রথম বাঙালি মহিলা শহীদ কে ছিলেন?
প্রীতিলতা ওয়াদ্দেদার
6. প্রথম বাঙালি বিমান বাহিনীর প্রধান কে?
এয়ার চীফ মার্শাল সুব্রত মুখার্জি
7. প্রথম বাঙালি স্যার উপাধি লাভ করেন কে?
চন্দ্র মাধব ঘোষ
8. প্রথম বাঙালি এভারেস্ট জয়ী ব্যক্তি কে?
সত্যব্রত দাম
9. প্রথম বাঙালি নাইট উপাধি ত্যাগ করেন কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
10. প্রথম বাঙালি ইংলিশ চ্যানেল সাঁতারু কে?
মিহির সেন
11. প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
12. প্রথম বাঙালি নোবেল জয়ী ব্যক্তি কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
13. প্রথম বাঙালি মহিলা রাজ্যপাল কে?
সরোজিনী নাইডু
14. প্রথম বাঙালি বি এ পাস করেন কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু
15. প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার কে?
নীলমণি মিত্র
16. প্রথম বাঙালি লেনিন শান্তি পুরস্কার জয়ী কে?
অরুনা আশফ আলী
17. প্রথম বাঙালি লর্ড উপাধি প্রাপক কে?
সত্যেন্দ্র প্রসন্ন সিংহ
18. প্রথম বাঙালি এডভোকেট জেনারেল কে?
স্যার ব্রজেন্দ্রনাথ মিত্র
19. প্রথম বাঙালি বিদেশে হিন্দু ধর্ম প্রচারক কে?
স্বামী বিবেকানন্দ
20. প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী কে?
সুচেতা কৃপালিনী
21. প্রথম বাঙালি বিলাত যাত্রী কে?
রাজা রামমোহন রায়
22. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা (বাঙালি) সভাপতি/ সভানেত্রী কে?
সরোজিনী নাইডু
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!