ভারতের নদী পরিকল্পনা তালিকা [PDF Download]- Important River Valley Projects in India PDF| Sopoth.in

ভারতের বিখ্যাত নদী পরিকল্পনা তালিকা পিডিএফ ডাউনলোড - Important River Valley Projects of India PDF in Bengali


important-river-valley-projects-of-India-list-PDF-in-bengali

▶️তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!

▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিখ্যাত নদী পরিকল্পনা তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিখ্যাত নদী পরিকল্পনা গুলির  সম্পর্কে বিভিন্ন প্রশ্ন প্রায়ই চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের বিখ্যাত নদী পরিকল্পনা সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতের বিখ্যাত নদী পরিকল্পনা সম্পূর্ণ তালিকা


প্রকল্পের নাম

নদী ও স্থান

ফারাক্কা প্রকল্প

গঙ্গা নদী, পশ্চিমবঙ্গ (ফারাক্কা বাঁধ)

ময়ূরাক্ষী প্রকল্প

ময়ূরাক্ষী নদী, পশ্চিমবঙ্গ (ম্যাসেঞ্জার বাঁধ, তিলপাড়া বাঁধ)

কংসাবতী প্রকল্প

কংসাবতী ও কুমারী নদী, পশ্চিমবঙ্গ

দামোদর উপত্যকা প্রকল্প

দামোদর নদী (ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা) (তিলাইয়া, কোনার, মাইথন, পাঞ্চেত ও তেনুঘাট বাঁধ)

তেহরি বাঁধ

ভাগীরথী নদী, উত্তর প্রদেশ

ভাকরা নাঙ্গাল প্রকল্প

শতদ্রু নদী, পাঞ্জাব (ভাকরা বাঁধ ও নাঙ্গাল বাঁধ)

হিরাকুদ প্রকল্প

মহানদী, ওড়িশা (পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম) (হিরাকুদ ও নারাজ বাঁধ)

রিহান্দ প্রকল্প

শোন নদী (গোবিন্দবল্লভপন্থ সাগর জলাধার, ভারতের বৃহত্তম জলাধার)

কোশী প্রকল্প

কোশী নদী, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে (হনুমান নগর বাঁধ)


নাগার্জুন সাগর প্রকল্প

কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ (লালবাহাদুর ও জওহর খাল)

নিজাম সাগর প্রকল্প

গোদাবরী ও মনজড়া নদী, অন্ধ্রপ্রদেশ

পচামপাদ প্রকল্প

গোদাবরী নদী

কৃষ্ণা প্রকল্প

ঢোম বাঁধ (কৃষ্ণা নদী)‌ ও কানহার বাঁধ (বর্ণা নদী), মহারাষ্ট্র

ভীমা প্রকল্প

ভিমা নদী (তেলেঙ্গানা)

চম্বল উপত্যকা প্রকল্প

চম্বল নদী, মধ্যপ্রদেশ ও রাজস্থান (গান্ধীসাগর বাঁধ, রানাপ্রতাপ সাগর বাঁধ, জওহর সাগর বাঁধ, কোটা বাঁধ)

টাটা হাইডাল স্কিম

ভীমা নদী, মহারাষ্ট্র

যায়াকওয়াদি প্রকল্প

গোদাবরী নদী, মহারাষ্ট্র

ঘাটপ্রভা প্রকল্প

ঘাটপ্রভা নদী, কর্ণাটক

মালপ্রভা প্রকল্প

মালপ্রভা নদী, কর্ণাটক

ইডুকি প্রকল্প

পেরিয়ার নদী, কেরালা

গণ্ডক প্রকল্প

গণ্ডক নদী, উত্তর প্রদেশ ও বিহার

রামগঙ্গা প্রকল্প

গঙ্গা নদী, উত্তর প্রদেশ

ভদ্রা প্রকল্প

ভদ্রা নদী, কর্ণাটক

ম্যানডি প্রকল্প

বিপাশা নদী, হিমাচল প্রদেশ

সরাবতী হাইডাল প্রজেক্ট

সরাবতী নদী, কর্ণাটক

সালাল প্রকল্প

চেনাব নদী, জম্মু ও কাশ্মীর

হাসদেও বাংগো প্রকল্প

হাসদেও নদী, মধ্যপ্রদেশ

তাওয়া প্রকল্প

তাওয়া নদী, মধ্যপ্রদেশ

কাকড়াপাড়া প্রকল্প

তাপ্তি নদী, গুজরাট

উকাই প্রকল্প

তাপ্তি নদী, গুজরাট

কার্জন প্রকল্প

কার্জন নদী, গুজরাট

তুঙ্গভদ্রা প্রকল্প

তুঙ্গভদ্রা নদী, কর্ণাটক

পোঙ/পঙ প্রকল্প

বিপাশা নদী, পাঞ্জাব

পানামা প্রকল্প

পানামা নদী, গুজরাট


ভারতের বিখ্যাত নদী পরিকল্পনা সম্পূর্ণ তালিকা PDF Download করে নাও - Important River Valley Projects of India Complete List PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ