বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Important Sports And Related Cups - Trophies Bengali PDF


বিভিন্ন-খেলা-ও-সংশ্লিষ্ট-ট্রফি-pdf
বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত উল্লেখযোগ্য বিভিন্ন ট্রফি ও লীগ গুলির নাম সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি সম্পূর্ণ তালিকা


খেলা

সংশ্লিষ্ট ট্রফি

ফুটবল

রোভার্স কাপ, ডুরান্ড কাপ, ফেডারেশন কাপ, নেহেরু গোল্ডকাপ, ইউ এফ কাপ, ইন্দিরা গান্ধী কাপ, সিকিম গভর্নর গোল্ডকাপ, নেশন্স কাপ, লাল বাহাদুর শাস্ত্রী কাপ, ইউরোপিয়ান কাপ, আফ্রিকান নেশনস কাপ, বরদলুই ট্রফি, এয়ারলাইনস কাপ, সুব্রত কাপ, সন্তোষ ট্রফি, জুলেরিমে ট্রফি, কলিং কাপ, আইএফএ লিগ, ম্যাকডোয়েল কাপ, ইন্ডিপেন্ডেন্স ডে কাপ, ডিসিএম কাপ, স্টাফোর্ড কাপ, মার্ডেকা কাপ, বিশ্বকাপ

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, অ্যেসেস কপ, সি কে নাইডু ট্রফি, দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, বিড়লা ট্রফি, গাভাস্কার বর্ডার ট্রফি, আইসিসি বিশ্বকাপ, বিজয় হাজারে ট্রফি, সাহারা কাপ, বিজয় মার্চেন্ট টফি, ন্যাটওয়েস্ট ট্রফি, মৈনিউদ্দৌলা ট্রফি, শারজা কাপ, উইজডেন ট্রফি, বেনসন হেজেস কাপ

হকি

আগাখান কাপ, ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, গুরু নানক ট্রফি, ইন্দিরা গান্ধী কাপ, কুপ্পুস্বামি নাইডু কাপ, মোদি গোল্ডকাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ডকাপ, বোম্বে গোল্ড কাপ, সিন্ধিয়া গোল্ডকাপ, বেটন কাপ, অল উইন এশিয়া কাপ, আজলান শাহ কাপ

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ব্যাডমিন্টন

আগারওয়াল ট্রফি, এশিয়া কাপ, অস্ট্রেলিয়া কাপ, উবের কাপ, ইয়নেক্স কাপ, হামাস কাপ, এস আর রুইয়া কাপ, ইব্রাহিম রহিমাতুললা কাপ, অমৃত দিওয়ান কাপ, ইউরোপিয়ান কাপ, কনিকা কাপ, হ্যারিলেলা কাপ, চাধা কাপ, ওয়ার্ল্ড কাপ

টেনিস

উল্লম্বলডন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ, ইউএস কাপ, ডেভিস কাপ, এটিপি পেডিনেন্টস কাপ, লিপটন ট্রফি, গ্র্যান্ড স্লাম কাপ, এজবাস্টন কাপ

টেবিল টেনিস

এশিয়ান কাপ, বার্না বেলাক কাপ, জয়ালক্ষী কাপ (মহিলা বিভাগ), করবিল্লিয়ন কাপ (মহিলা বিভাগ), ইলেক্ট্রো গোল্ডকাপ, গ্রা প্রি কমলা রামানুজম কাপ, ওয়ার্ল্ড কাপ, পিথাপুরাম কাপ

গলফ

কানাডা ট্রফি, ওয়ার্ল্ড কাপ, ওয়ালকার ট্রফি, প্রিন্স অব ওয়েলস ট্রফি, ইন্টারকন্টিনেন্টাল কাপ, পালারমডি ট্রফি, নমিউরা ট্রফি, রাইডার কাপ, টপলিনা কাপ, ওয়াটারফোর্ড কৃষ্টাল ট্রফি

বাস্কেটবল

বাশালাট ঝাঁ ট্রফি, বিসি গুপ্তা ট্রফি, ফেডারেশন কাপ, টোড মোরোল ট্রফি, উইলিয়াম জোন্স ট্রফি, এস এম অর্জুনা রাজা ট্রফি

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

বোট রোইং

আমেরিকান কাপ, ওয়েলিংটন কাপ

বক্সিং

ফেডারেশন কাপ, ভাল বাকের ট্রফি, অ্যাসপি অ্যাডজাহিয়া ট্রফি

দাবা

ওয়ার্ল্ড কাপ, লিমকা ট্রফি, নাইডু ট্রফি, খৈতান ট্রফি, লিনারেস সিটি ট্রফি

তাস

বাসালাট ঝাঁ ট্রফি, হোলকার ট্রফি, রুইয়া গোল্ডকাপ, সিংহানিয়া ট্রফি

অ্যাথলেটিক্স

চারমিনার ট্রফি, ফেডারেশন কাপ, বিশ্বকাপ

তীরন্দাজি

ফেডারেশন কাপ

কবাডি

ফেডারেশন কাপ

নেট বল

অনন্তরাও পাওয়ার ট্রফি

হর্স রেসিং

বেরেসফর্ড কাপ, ব্লু রিব্যান্ড কাপ, নেশনাল কাপ

কুস্তি

ভারত কেশরী, বার্ড ওয়ান শিল্ড, ওয়ার্ল্ড কাপ

ভারোত্তোলন

ওয়ার্ল্ড কাপ

খো খো

ফেডারেশন কাপ

ইয়াট রেসিং

আমেরিকা কাপ

ভলিবল

সেন্টিনিয়াল কাপ, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড লিপ কাপ, ইন্দিরা প্রধান কাপ

রাগবি

ব্লেডিসোলোই কাপ, ওয়েব ইংলিশ ট্রফি, ক্যালকাটা কাপ

রোইং

বিফিএটাস গিন কাপ

এয়ার রেসিং

জহরলাল চ্যালেঞ্জ ট্রফি, কিংস কাপ

বিলিয়ার্ডস/ স্নুকার

আর্থার ওয়াকার ট্রফি, থমাস কাপ


বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ